ETV Bharat / bharat

Students Die in Accident: তীর্থ করে ফেরার পথে খাদে পড়ল গাড়ি, মৃত কেরলের 3 পড়ুয়া - খাদে পড়ে গেল গাড়ি

মালায়তুর থেকে তীর্থ করে ফেরার পথে খাদে পড়ে গেল গাড়ি ৷ তার ফলে মৃত্যু হয়েছে কেরলের 3 পড়ুয়ার ৷ আহত হয়েছেন আরও কয়েকজন ৷

Students Die in Accident
মৃত কেরলের 3 পড়ুয়া
author img

By

Published : Apr 24, 2023, 6:52 PM IST

কালপেট্টা (কেরল), 24 এপ্রিল: কেরলে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজন শিক্ষার্থীর ৷ রবিবার সন্ধে 6টায় কালপেট্টা-পডিঞ্জারেথারা সড়কের কাছে কালপেট্টায় 10 ফিট গভীর খাদে একটি গাড়ি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে । মালায়তুর তীর্থযাত্রা শেষ করে ফিরছিলেন ওই তিন শিক্ষার্থী ।

জানা গিয়েছে, মৃতরা হলেন কান্নুরের বাসিন্দা জিস্না মেরি জোসেফ, কাসারগোড ভেল্লারিকুণ্ডের বাসিন্দা পুথানপুরকাল স্নেহা জোসেফ এবং ইরিটির অঙ্গতিকাদাভ কাচেরিকাতাভ চেনেলিল হাউসের অ্যাডন বেস্তি ৷ তাঁরা ইরিটি ডন বস্কো কলেজের পড়ুয়া ছিলেন ।

এই দুর্ঘটনায় গুরুতর আহত ডিয়োনাকে মেপ্পাদি ভিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থাও সংকটজনক ৷ তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন । ডিয়োনা হলেন দুর্ঘটনায় মৃত্যু হওয়া অ্যাডন বেস্তির বোন । কান্নুর পুলক্কুট্টির বাসিন্দা সঞ্জিও জোস এবং স্নেহার বোন সোনা কালপেট্টা ফাতিমা মাতা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ।

দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পোস্ট ও গাছকে ধাক্কা মারে ৷ এরপরই সেই গাড়িটি উলটে খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে । 10 ফিট গভীর খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷ বাকিরা গুরুতর জখম হয়েছেন ৷ নিহতদের মরদেহ ফাতিমা মাতা হাসপাতালের মর্গে রাখা হয়েছে । জানা গিয়েছে, তাঁরা মালায়াতুর তীর্থস্থান থেকে ফিরছিলেন ৷ খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এই মালায়াতুর ।

শুক্রবার ভেংকুলামে এলভিইউপি স্কুলের কছে আরও একটি দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় ৷ ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পুলিশের দাবি, মদ্যপ অবস্থায় ছিলেন ওই যুবক ৷ মদ্যপান করে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই যুবক ৷ তখনই রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ জানা দিয়েছে, তিনি নির্মাণ ক্ষেত্রে কাজ করতেন ৷ এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ৷

আরও পড়ুন: জাতীয় সড়কে বাসের পিছনে ধাক্কা ট্রাকের, মৃত অন্তত 4

কালপেট্টা (কেরল), 24 এপ্রিল: কেরলে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজন শিক্ষার্থীর ৷ রবিবার সন্ধে 6টায় কালপেট্টা-পডিঞ্জারেথারা সড়কের কাছে কালপেট্টায় 10 ফিট গভীর খাদে একটি গাড়ি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে । মালায়তুর তীর্থযাত্রা শেষ করে ফিরছিলেন ওই তিন শিক্ষার্থী ।

জানা গিয়েছে, মৃতরা হলেন কান্নুরের বাসিন্দা জিস্না মেরি জোসেফ, কাসারগোড ভেল্লারিকুণ্ডের বাসিন্দা পুথানপুরকাল স্নেহা জোসেফ এবং ইরিটির অঙ্গতিকাদাভ কাচেরিকাতাভ চেনেলিল হাউসের অ্যাডন বেস্তি ৷ তাঁরা ইরিটি ডন বস্কো কলেজের পড়ুয়া ছিলেন ।

এই দুর্ঘটনায় গুরুতর আহত ডিয়োনাকে মেপ্পাদি ভিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থাও সংকটজনক ৷ তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন । ডিয়োনা হলেন দুর্ঘটনায় মৃত্যু হওয়া অ্যাডন বেস্তির বোন । কান্নুর পুলক্কুট্টির বাসিন্দা সঞ্জিও জোস এবং স্নেহার বোন সোনা কালপেট্টা ফাতিমা মাতা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ।

দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পোস্ট ও গাছকে ধাক্কা মারে ৷ এরপরই সেই গাড়িটি উলটে খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে । 10 ফিট গভীর খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷ বাকিরা গুরুতর জখম হয়েছেন ৷ নিহতদের মরদেহ ফাতিমা মাতা হাসপাতালের মর্গে রাখা হয়েছে । জানা গিয়েছে, তাঁরা মালায়াতুর তীর্থস্থান থেকে ফিরছিলেন ৷ খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এই মালায়াতুর ।

শুক্রবার ভেংকুলামে এলভিইউপি স্কুলের কছে আরও একটি দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় ৷ ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পুলিশের দাবি, মদ্যপ অবস্থায় ছিলেন ওই যুবক ৷ মদ্যপান করে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই যুবক ৷ তখনই রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ জানা দিয়েছে, তিনি নির্মাণ ক্ষেত্রে কাজ করতেন ৷ এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ৷

আরও পড়ুন: জাতীয় সড়কে বাসের পিছনে ধাক্কা ট্রাকের, মৃত অন্তত 4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.