ETV Bharat / bharat

Amarinder Singh: আজই বিজেপি-তে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন, পদ্মে 'মিশছে' পিএলসি - Punjab Politics

আজই (19 সেপ্টেম্বর, 2022) বিজেপি-তে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) ৷ সঙ্গে থাকবেন তাঁর অনুগামীরাও ৷ যোগদান কর্মসূচি সারা হবে বিজেপি-এর জাতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) উপস্থিতিতে ৷

Captain Amarinder Singh to join BJP on Monday
Amarinder Singh: আজই বিজেপি-তে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন ! পদ্মে 'মিশছে' পিএলসি
author img

By

Published : Sep 19, 2022, 12:25 PM IST

Updated : Sep 19, 2022, 2:03 PM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: জল্পনার অবসান আগেই হয়েছিল ৷ এবার তা কার্যকর করার পালা ৷ সোমবার বিকেল 4টে 30 মিনিটে আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দেবেন পঞ্জাবের দু'বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) ৷ এই যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) ৷ সম্প্রতি নিজের একটি দল তৈরি করেছিলেন অমরিন্দর ৷ নাম দিয়েছিলেন পঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) বা পিএলসি (PLC) ৷ ক্যাপ্টেনের সেই দলও এদিনই আনুষ্ঠানিকভাবে 'মিশে' যাবে বিজেপি-এর সঙ্গে !

ইতিমধ্যেই সাতজন প্রাক্তন বিধায়ক এবং একজন প্রাক্তন সাংসদ অমরিন্দরের পিএলসি-তে যোগদান করেছেন ৷ এদিন তাঁরাও বিজেপির হাত ধরবেন ৷ পিএলসি-এর মুখপাত্র প্রীতপাল সিং বালিওয়াল (Pritpal Singh Baliawal) একথা জানিয়েছেন ৷

আরও পড়ুন: অবশেষে বিজেপিতে যোগ দিচ্ছেন পঞ্জাবের ক্যাপ্টেন

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি লন্ডনে যেতে হয়েছিল অমরিন্দরকে ৷ সেখানে তাঁর অস্ত্রোপচার করানো হয় ৷ চিকিৎসার পাট চোকার পরই দেশে ফেরেন তিনি ৷ উল্লেখ্য, পঞ্জাবের মুখ্যমন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার পরই কংগ্রেসের হাত ছাড়েন অমরিন্দর ৷ তখনই রাজনৈতিক মহলের অনেকে দাবি করেছিলেন, এরপর বিজেপিতে যোগ দেবেন ক্যাপ্টেন ৷ কিন্তু, সেই পথে না হেঁটে নিজের নতুন দল গড়েন ক্যাপ্টেন ৷ সেই দল আবার বাইশের পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি-এর সঙ্গে গাঁটছড়া বাঁধে ৷ আর এবার পাকাপাকিভাবে বিজেপি-তেই মিশে যেতে চলেছে পিএলসি ৷

পিএলসি সূত্রে জানা গিয়েছেন, এদিনই চণ্ডীগড়ে আলাদা একটি যোগদান সভার আয়োজন করা হবে ৷ সেখানেই দলের অন্য পদাধিকারীরা বিজেপি-তে নাম লেখাবেন ৷ উল্লেখ্য, এই দলবদলের কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অমরিন্দর ৷ জানা যায়, তিনি বেজপি-তে যোগ দিতে চলেছেন ৷ গত 12 সেপ্টেম্বর অমিত শাহের সঙ্গে বৈঠকের পর অমরিন্দর বলেন, তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে ৷ যার মধ্যে জাতীয় নিরাপত্তা, পঞ্জাবে ক্রমবর্ধমান ছোট ছোট সন্ত্রাসের ঘটনা এবং সমগ্র রাজ্যের উন্নতি সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা অন্যতম ৷

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: জল্পনার অবসান আগেই হয়েছিল ৷ এবার তা কার্যকর করার পালা ৷ সোমবার বিকেল 4টে 30 মিনিটে আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দেবেন পঞ্জাবের দু'বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) ৷ এই যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) ৷ সম্প্রতি নিজের একটি দল তৈরি করেছিলেন অমরিন্দর ৷ নাম দিয়েছিলেন পঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) বা পিএলসি (PLC) ৷ ক্যাপ্টেনের সেই দলও এদিনই আনুষ্ঠানিকভাবে 'মিশে' যাবে বিজেপি-এর সঙ্গে !

ইতিমধ্যেই সাতজন প্রাক্তন বিধায়ক এবং একজন প্রাক্তন সাংসদ অমরিন্দরের পিএলসি-তে যোগদান করেছেন ৷ এদিন তাঁরাও বিজেপির হাত ধরবেন ৷ পিএলসি-এর মুখপাত্র প্রীতপাল সিং বালিওয়াল (Pritpal Singh Baliawal) একথা জানিয়েছেন ৷

আরও পড়ুন: অবশেষে বিজেপিতে যোগ দিচ্ছেন পঞ্জাবের ক্যাপ্টেন

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি লন্ডনে যেতে হয়েছিল অমরিন্দরকে ৷ সেখানে তাঁর অস্ত্রোপচার করানো হয় ৷ চিকিৎসার পাট চোকার পরই দেশে ফেরেন তিনি ৷ উল্লেখ্য, পঞ্জাবের মুখ্যমন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার পরই কংগ্রেসের হাত ছাড়েন অমরিন্দর ৷ তখনই রাজনৈতিক মহলের অনেকে দাবি করেছিলেন, এরপর বিজেপিতে যোগ দেবেন ক্যাপ্টেন ৷ কিন্তু, সেই পথে না হেঁটে নিজের নতুন দল গড়েন ক্যাপ্টেন ৷ সেই দল আবার বাইশের পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি-এর সঙ্গে গাঁটছড়া বাঁধে ৷ আর এবার পাকাপাকিভাবে বিজেপি-তেই মিশে যেতে চলেছে পিএলসি ৷

পিএলসি সূত্রে জানা গিয়েছেন, এদিনই চণ্ডীগড়ে আলাদা একটি যোগদান সভার আয়োজন করা হবে ৷ সেখানেই দলের অন্য পদাধিকারীরা বিজেপি-তে নাম লেখাবেন ৷ উল্লেখ্য, এই দলবদলের কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অমরিন্দর ৷ জানা যায়, তিনি বেজপি-তে যোগ দিতে চলেছেন ৷ গত 12 সেপ্টেম্বর অমিত শাহের সঙ্গে বৈঠকের পর অমরিন্দর বলেন, তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে ৷ যার মধ্যে জাতীয় নিরাপত্তা, পঞ্জাবে ক্রমবর্ধমান ছোট ছোট সন্ত্রাসের ঘটনা এবং সমগ্র রাজ্যের উন্নতি সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা অন্যতম ৷

Last Updated : Sep 19, 2022, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.