ETV Bharat / bharat

Apple on Opposition MPs' claims: বিষদে তথ্য দিলে রাষ্ট্রপরিচালিত হ্যাকারদেরই সুবিধা হবে, হ্যাকিং বিতর্কে বার্তা অ্যাপলের - mahua moitra

বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন ফলস অ্যালার্মও হতে পারে ৷ তবে এই সম্পর্কে বিষদে তথ্য দেওয়া সম্ভব হয় ৷ হ্যাকিং বিতরকে জানাল অ্যাপল ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 4:31 PM IST

নয়াদিল্লি, 31 অক্টোবর: বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন কোনও ফলস অ্যালার্মও হতে পারে, আবার সাইবার হানা ধরতে না পারলেও এই ধরণের বিপদ বার্তা গ্রাহকের ফোনে যেতে পারে ৷ তবে এই বিষয়ে তথ্য দিতে তারা অপারক ৷ কারণ সেক্ষেত্রে হ্যাকাররা সতর্ক হয়ে, ভবিষ্যতে নয়া পন্থা নিতে পারে ৷ মঙ্গলবার এক বিবৃতিতে এমনই জানাল আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল ৷

এদিন সকালে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, সরকার তাঁর আইফোন হ্যাক করতে চায়, অ্যাপলের তরফে এমনই সতর্কবার্তা তিনি পেয়েছেন ফোন ও ই-মেল মারফৎ ৷ এক্ষেত্রে মহুয়ার দাবি ছিল, রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা তাঁর ফোনকে টার্গেট করছে এমনই বার্তা অ্যাপলের তরফে তাঁকে দেওয়া হয়েছে ৷ এরপরেই আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ৷ সংস্থাটির দাবি, নির্দিষ্ট কোনও রাষ্ট্রপরিচালিত হ্যাকারদের নিয়ে কোনও গ্রাহকের কাছে কোনও বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন (threat notification) গেলে সেই বিষয়ে তারা বিষদে তথ্য দিতে অপারক ৷

মহুয়ার এই দাবির পরেই জাতীয় রাজনীতিতে তোলপাড় পড়ে যায় ৷ বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা ৷ তারপরেই অ্যাপলের তরফে এদিন এক বিবৃতি দিয়ে, এই বিতর্কে তাদের অবস্থান স্পষ্ট করা হয় ৷ মার্কিন এই বহুজাতিক সংস্থাটির দাবি, "নির্দিষ্ট কোনও রাষ্ট্রপরিচালিত হ্যাকারদের নিয়ে এরকম কোনও বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন নিয়ে বিষদে আর তথ্য দেওয়া সম্ভব না ৷" সংস্থাটির দাবি, এই ধরণের হ্যাকারদের পক্ষে যথেষ্ট আর্থিক সাহায্য থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপ বদলায় ৷

অ্যাপলের দাবি, এই ধরণের সতর্কবার্তার নির্দিষ্ট কারণ নিয়েও সংস্থার তরফে কোনও তথ্যও গ্রাহকদের দেওয়া হয়না ৷ অ্যাপলের এই ধরণের বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন কোনও ফলস অ্যালার্মও হতে পারে বা কোনও সাইবার হানা ধরতে না পারলেও এই ধরণের বিপদ বার্তা গ্রাহকের ফোনে যেতে পারে ৷ কিন্তু সাংসদ মহুয়া মৈত্রের ফোনে কেন হঠাৎ এমন বার্তা এল, এই প্রসঙ্গে কিছু জানায়নি অ্যাপল ৷ তাদের দাবি, এই বিষয়ে তথ্য দিতে তারা অপারক, কারণ সেক্ষেত্রে রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা সতর্ক হয়ে যেতে পারে ও ভবিষ্যতে নজরদারি এড়াতে তারা নতুন পন্থা নিতে পারে ৷ তবে একটি সূত্রের দাবি, অ্যাপলের তরফে প্রায় 150টি দেশের আইফোন ব্যবহারকারীদের কাছে এই ধরনের বার্তা গিয়েছে ৷

আরও পড়ুন: তাঁর ফোন-ইমেল হ্যাকের চেষ্টা কেন্দ্রের, অ্যাপলের সতর্কীকরণ প্রকাশ্যে এনে অভিযোগ মহুয়ার

আরও জানা গিয়েছে, মহুয়া মৈত্র ছাড়াও শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা, কংগ্রেসের শশী থারুর, কংগ্রেস নেতা পবন খেরার, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কাছেও এই ধরণের বার্তা গিয়েছে ৷

নয়াদিল্লি, 31 অক্টোবর: বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন কোনও ফলস অ্যালার্মও হতে পারে, আবার সাইবার হানা ধরতে না পারলেও এই ধরণের বিপদ বার্তা গ্রাহকের ফোনে যেতে পারে ৷ তবে এই বিষয়ে তথ্য দিতে তারা অপারক ৷ কারণ সেক্ষেত্রে হ্যাকাররা সতর্ক হয়ে, ভবিষ্যতে নয়া পন্থা নিতে পারে ৷ মঙ্গলবার এক বিবৃতিতে এমনই জানাল আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল ৷

এদিন সকালে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন, সরকার তাঁর আইফোন হ্যাক করতে চায়, অ্যাপলের তরফে এমনই সতর্কবার্তা তিনি পেয়েছেন ফোন ও ই-মেল মারফৎ ৷ এক্ষেত্রে মহুয়ার দাবি ছিল, রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা তাঁর ফোনকে টার্গেট করছে এমনই বার্তা অ্যাপলের তরফে তাঁকে দেওয়া হয়েছে ৷ এরপরেই আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ৷ সংস্থাটির দাবি, নির্দিষ্ট কোনও রাষ্ট্রপরিচালিত হ্যাকারদের নিয়ে কোনও গ্রাহকের কাছে কোনও বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন (threat notification) গেলে সেই বিষয়ে তারা বিষদে তথ্য দিতে অপারক ৷

মহুয়ার এই দাবির পরেই জাতীয় রাজনীতিতে তোলপাড় পড়ে যায় ৷ বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা ৷ তারপরেই অ্যাপলের তরফে এদিন এক বিবৃতি দিয়ে, এই বিতর্কে তাদের অবস্থান স্পষ্ট করা হয় ৷ মার্কিন এই বহুজাতিক সংস্থাটির দাবি, "নির্দিষ্ট কোনও রাষ্ট্রপরিচালিত হ্যাকারদের নিয়ে এরকম কোনও বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন নিয়ে বিষদে আর তথ্য দেওয়া সম্ভব না ৷" সংস্থাটির দাবি, এই ধরণের হ্যাকারদের পক্ষে যথেষ্ট আর্থিক সাহায্য থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপ বদলায় ৷

অ্যাপলের দাবি, এই ধরণের সতর্কবার্তার নির্দিষ্ট কারণ নিয়েও সংস্থার তরফে কোনও তথ্যও গ্রাহকদের দেওয়া হয়না ৷ অ্যাপলের এই ধরণের বিপদ বার্তা বা থ্রেট নোটিফিকেশন কোনও ফলস অ্যালার্মও হতে পারে বা কোনও সাইবার হানা ধরতে না পারলেও এই ধরণের বিপদ বার্তা গ্রাহকের ফোনে যেতে পারে ৷ কিন্তু সাংসদ মহুয়া মৈত্রের ফোনে কেন হঠাৎ এমন বার্তা এল, এই প্রসঙ্গে কিছু জানায়নি অ্যাপল ৷ তাদের দাবি, এই বিষয়ে তথ্য দিতে তারা অপারক, কারণ সেক্ষেত্রে রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা সতর্ক হয়ে যেতে পারে ও ভবিষ্যতে নজরদারি এড়াতে তারা নতুন পন্থা নিতে পারে ৷ তবে একটি সূত্রের দাবি, অ্যাপলের তরফে প্রায় 150টি দেশের আইফোন ব্যবহারকারীদের কাছে এই ধরনের বার্তা গিয়েছে ৷

আরও পড়ুন: তাঁর ফোন-ইমেল হ্যাকের চেষ্টা কেন্দ্রের, অ্যাপলের সতর্কীকরণ প্রকাশ্যে এনে অভিযোগ মহুয়ার

আরও জানা গিয়েছে, মহুয়া মৈত্র ছাড়াও শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা, কংগ্রেসের শশী থারুর, কংগ্রেস নেতা পবন খেরার, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কাছেও এই ধরণের বার্তা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.