ETV Bharat / bharat

Cancer : মহিলাদের থেকে পুরুষরা বেশি ক্যানসারে আক্রান্ত হন, দাবি আইসিএমআর-এর রিপোর্টে

মহিলাদের থেকে পুরুষরা বেশি ক্যানসারে আক্রান্ত হচ্ছেন ৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ অর্থাৎ আইসিএমআর-এর সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে ৷ ভারতে ক্যানসারের ক্লিনিকোপ্যাথোলজিক্যাল প্রোফাইল: হাসপাতাল-ভিত্তিক ক্যানসার রেজিস্ট্রেশনের ভিত্তিতে তথ্য প্রকাশ করেছে আইসিএমআর ৷

Cancer
মহিলাদের থেকে পুরুষরা বেশি ক্যানসারে আক্রান্ত হয়
author img

By

Published : Sep 26, 2021, 9:02 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর : বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম কারণ ক্যানসার নামক মারণ রোগ। প্রতি বছর ক্যানসারে আক্রান্ত হয়ে ৯.৬ কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়। ব্রেস্ট ক্যানসার, ফুসফুসের ক্যানসার, থাইরয়েড ক্যানসার, প্রস্টেট ক্যানসার, কোলোরেক্টাল ক্যানসার, লিভার ক্যানসারে মারা যান কোটি কোটি মানুষ ৷ তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়ছে মহিলাদের থেকে পুরুষরা বেশি ক্যানসারে আক্রান্ত হচ্ছেন ৷

ভারতে ক্যানসারের ক্লিনিকোপ্যাথোলজিক্যাল প্রোফাইল: হাসপাতাল-ভিত্তিক ক্যানসার রেজিস্ট্রেশনের ভিত্তিতে যে তথ্য আইসিএমআর প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে 6,10,084 জন ক্যানসার আক্রান্তের মধ্যে 3,19,098 জন হলেন পুরুষ (52.4%) ৷ আর মহিলা হলেন 2,90,986 জন (47.6%)।

2012 থেকে 2019 সাল পর্যন্ত ন্যাশানাল ক্যানসার রেজিস্ট্রি প্রোগাম্যামে (National Cancer Registry Programme) 96টি হাসপাতালে 13,32,207 ক্যানসার রোগীর নাম নথিভুক্ত হয় ৷ এর মধ্যে 6,10,084 জনের ডেটা নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে 3,19,098 জন পুরুষ ও 2,90,986 জন মহিলা ৷ শুধু তাই নয়, এর মধ্যে 31.2 শতাংশ রোগী মাথা ও ঘাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : মদ্যপানের ফলে 2020 সালে ভারতে 62 হাজার জন ক্যানসার আক্রান্ত, রিপোর্ট ল্যানসেটের

স্তন ক্যানসার-সহ গাইনোকোলজিক ক্যানসারে আক্রান্তের সংখ্যা 51 শতাংশ ৷ যা মহিলাদের সমস্ত ক্যানসারের অর্ধেকের বেশি। এছাড়া গবেষণায় শৈশবে ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্যও উঠে এসেছে ৷ 7.9 শতাংশ 0-14 বয়সের ছেলে-মেয়েরা ক্যানসারে আক্রান্ত হয়েছে ৷ তবে সব রকমের ক্যানসারে আক্রান্তের মধ্যে 45 থেকে 64 বছর বয়সীদের সংখ্যা বেশি লক্ষ্য করা গিয়েছে ৷ দেখা গিয়েছে, পুরুষদের ক্যানসারে আক্রান্তদের মধ্যে 48.7 শতাংশ এবং মহিলাদের মধ্যে 16.5 শতাংশ তামাকজাত দ্রব সেবন করেন ৷

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর : বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম কারণ ক্যানসার নামক মারণ রোগ। প্রতি বছর ক্যানসারে আক্রান্ত হয়ে ৯.৬ কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়। ব্রেস্ট ক্যানসার, ফুসফুসের ক্যানসার, থাইরয়েড ক্যানসার, প্রস্টেট ক্যানসার, কোলোরেক্টাল ক্যানসার, লিভার ক্যানসারে মারা যান কোটি কোটি মানুষ ৷ তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়ছে মহিলাদের থেকে পুরুষরা বেশি ক্যানসারে আক্রান্ত হচ্ছেন ৷

ভারতে ক্যানসারের ক্লিনিকোপ্যাথোলজিক্যাল প্রোফাইল: হাসপাতাল-ভিত্তিক ক্যানসার রেজিস্ট্রেশনের ভিত্তিতে যে তথ্য আইসিএমআর প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে 6,10,084 জন ক্যানসার আক্রান্তের মধ্যে 3,19,098 জন হলেন পুরুষ (52.4%) ৷ আর মহিলা হলেন 2,90,986 জন (47.6%)।

2012 থেকে 2019 সাল পর্যন্ত ন্যাশানাল ক্যানসার রেজিস্ট্রি প্রোগাম্যামে (National Cancer Registry Programme) 96টি হাসপাতালে 13,32,207 ক্যানসার রোগীর নাম নথিভুক্ত হয় ৷ এর মধ্যে 6,10,084 জনের ডেটা নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে 3,19,098 জন পুরুষ ও 2,90,986 জন মহিলা ৷ শুধু তাই নয়, এর মধ্যে 31.2 শতাংশ রোগী মাথা ও ঘাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : মদ্যপানের ফলে 2020 সালে ভারতে 62 হাজার জন ক্যানসার আক্রান্ত, রিপোর্ট ল্যানসেটের

স্তন ক্যানসার-সহ গাইনোকোলজিক ক্যানসারে আক্রান্তের সংখ্যা 51 শতাংশ ৷ যা মহিলাদের সমস্ত ক্যানসারের অর্ধেকের বেশি। এছাড়া গবেষণায় শৈশবে ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্যও উঠে এসেছে ৷ 7.9 শতাংশ 0-14 বয়সের ছেলে-মেয়েরা ক্যানসারে আক্রান্ত হয়েছে ৷ তবে সব রকমের ক্যানসারে আক্রান্তের মধ্যে 45 থেকে 64 বছর বয়সীদের সংখ্যা বেশি লক্ষ্য করা গিয়েছে ৷ দেখা গিয়েছে, পুরুষদের ক্যানসারে আক্রান্তদের মধ্যে 48.7 শতাংশ এবং মহিলাদের মধ্যে 16.5 শতাংশ তামাকজাত দ্রব সেবন করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.