ETV Bharat / bharat

কোভিড পরিস্থিতিতে বোর্ড পরীক্ষা বন্ধ রাখার আবেদন প্রিয়াঙ্কার - কোভিড

দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ গত 24 ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্য়া 1 লাখ 52 হাজার 879 জন ৷ মৃতের সংখ্য়া 839 জন ৷ এই পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা শুরু হলে তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ৷ তাই এই পরিস্থিতি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বিবেচনার জন্য় অনুরোধ করেন ৷

Priyanka
প্রিয়ঙ্কা গান্ধি (ফাইল ফোটো)
author img

By

Published : Apr 11, 2021, 5:19 PM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল : ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষা বন্ধ রাখার জন্য় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালের কাছে আবেদন করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি ভঢরা ৷ আজ তিনি টুইট করে ওই আবেদন জানান ৷

দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ গত 24 ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্য়া 1 লাখ 52 হাজার 879 জন ৷ মৃতের সংখ্য়া 839 জন ৷ এই পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা শুরু হলে তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ৷ তাই এই পরিস্থিতি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বিবেচনার জন্য় অনুরোধ করেন ৷

টুইটে কী লিখেছেন প্রিয়ঙ্কা ?

টুইটে প্রিয়ঙ্কা লিখেছেন, "এই কোভিড পরিস্থিতে সিবিএসই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের কাছে অনুরোধ জানাই ৷ "

আরও পড়ুন-আইন হাতে নিতে এলে শীতলকুচি সারা বাংলায় হবে : দিলীপ

পরীক্ষা নেওয়ার বিষয়টি বর্তমানে স্থগিত রাখার জন্য় গতকালই আবেদন করেছিলেন তিনি ৷ কোভিড পরিস্থিতির জন্য় বোর্ড পরীক্ষা সম্পূর্ণ বাতিল করার দাবি তোলেন ৷ আজ ফের একই বিষয়ে টুইট করলেন ৷

  • देश भर में कोरोना के बढ़ते मामलों के बीच छात्रों व उनके अभिवावकों ने CBSE परीक्षा 2021 को लेकर कुछ वाजिब चिंताएं जाहिर की हैं।

    My letter to the Minister of Education @DrRPNishank asking him to reconsider allowing the CBSE to conduct board exams under the prevailing COVID wave. pic.twitter.com/Ai4Zl796il

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে বলিউড অভিনেতা সনু সুদও একই আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে ৷ তিনি টুইটে লেখেন, এই পরিস্থিতি পরীক্ষা নেওয়া খুবই বিপজ্জনক ৷ তাই কোনও অভ্য়ন্তরীণ প্রক্রিয়ার মাধ্য়মে অ্য়াসেসমেন্ট করার জন্য় আবেদন জানিয়েছেন ৷

নয়াদিল্লি, 11 এপ্রিল : ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষা বন্ধ রাখার জন্য় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালের কাছে আবেদন করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি ভঢরা ৷ আজ তিনি টুইট করে ওই আবেদন জানান ৷

দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ গত 24 ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্য়া 1 লাখ 52 হাজার 879 জন ৷ মৃতের সংখ্য়া 839 জন ৷ এই পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা শুরু হলে তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ৷ তাই এই পরিস্থিতি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বিবেচনার জন্য় অনুরোধ করেন ৷

টুইটে কী লিখেছেন প্রিয়ঙ্কা ?

টুইটে প্রিয়ঙ্কা লিখেছেন, "এই কোভিড পরিস্থিতে সিবিএসই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের কাছে অনুরোধ জানাই ৷ "

আরও পড়ুন-আইন হাতে নিতে এলে শীতলকুচি সারা বাংলায় হবে : দিলীপ

পরীক্ষা নেওয়ার বিষয়টি বর্তমানে স্থগিত রাখার জন্য় গতকালই আবেদন করেছিলেন তিনি ৷ কোভিড পরিস্থিতির জন্য় বোর্ড পরীক্ষা সম্পূর্ণ বাতিল করার দাবি তোলেন ৷ আজ ফের একই বিষয়ে টুইট করলেন ৷

  • देश भर में कोरोना के बढ़ते मामलों के बीच छात्रों व उनके अभिवावकों ने CBSE परीक्षा 2021 को लेकर कुछ वाजिब चिंताएं जाहिर की हैं।

    My letter to the Minister of Education @DrRPNishank asking him to reconsider allowing the CBSE to conduct board exams under the prevailing COVID wave. pic.twitter.com/Ai4Zl796il

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে বলিউড অভিনেতা সনু সুদও একই আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে ৷ তিনি টুইটে লেখেন, এই পরিস্থিতি পরীক্ষা নেওয়া খুবই বিপজ্জনক ৷ তাই কোনও অভ্য়ন্তরীণ প্রক্রিয়ার মাধ্য়মে অ্য়াসেসমেন্ট করার জন্য় আবেদন জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.