ETV Bharat / bharat

Congress Slams PM Modi: 'প্রধানমন্ত্রী দেশের অপমান করছেন', ইন্ডিয়াকে কটাক্ষ করায় পালটা জবাব কংগ্রেসের - রাহুল গান্ধি

Rahul Gandhi Slams PM Modi over his criticism against INDIA: বিরোধী জোট 'ইন্ডিয়া'কে কটাক্ষ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিল কংগ্রেস ৷ তোপ দেগেছেন রাহুল গান্ধিও ৷

Congress Slams PM Modi
Congress Slams PM Modi
author img

By

Published : Jul 25, 2023, 2:27 PM IST

Updated : Jul 25, 2023, 2:37 PM IST

নয়াদিল্লি, 25 জুলাই: বিরোধী জোট 'ইন্ডিয়া'কে তীব্র কটাক্ষ করায় এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে খড়্গহস্ত হল কংগ্রেস ৷ তাদের দাবি, প্রধানমন্ত্রী দেশ ও স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছেন ৷ মোদির সমালোচনার জবাব দিয়ে কড়া বার্তা দিয়েছেন রাহুল গান্ধিও ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী যতই কটাক্ষ করুন, ঐক্যবদ্ধ ভাবেই মণিপুরে শান্তি ফেরাতে সচেষ্ট হবে 'ইন্ডিয়া'৷

  • Call us whatever you want, Mr. Modi.

    We are INDIA.

    We will help heal Manipur and wipe the tears of every woman and child. We will bring back love and peace for all her people.

    We will rebuild the idea of India in Manipur.

    — Rahul Gandhi (@RahulGandhi) July 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার রাহুল গান্ধি টুইটে লিখেছেন, "আপনি আমাদের যা খুশি বলে ডাকুন, মিস্টার মোদি । আমরা ইন্ডিয়া । আমরা মণিপুরকে সুস্থ করতে এবং প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মুছতে সাহায্য করব । আমরা সেখানকার সমস্ত মানুষের জন্য ভালোবাসা এবং শান্তি ফিরিয়ে আনব । আমরা মণিপুরে ইন্ডিয়ার ভাবনার পুনর্নির্মাণ করব ৷"

মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও এ দিন ফের প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ কংগ্রেসের সাংসদ রণদীপ সুরজেওয়ালা বলেন, "প্রধানমন্ত্রী দেশ, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছেন...তাঁর মার্কিন সংসদে কথা বলার সময় আছে, কিন্তু দেশের সংসদে মণিপুর নিয়ে কথা বলার সময় নেই । কেন তিনি ভারতীয় সংবিধান ও সংসদকে ঘৃণা করেন ?"

আরও পড়ুন: জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে বিরোধী জোট 'ইন্ডিয়া'র তুলনা নরেন্দ্র মোদির

উল্লেখ্য, বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধী জোট 'ইন্ডিয়া'কে সাংঘাতিক কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 'ইন্ডিয়া'কে নিশানা করে তিনি তার সঙ্গে তুলনা টেনেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এমনকী ইন্ডিয়ান মুজাদিহিনের মতো জঙ্গি সংগঠনের ৷ সংবাদ মাধ্যমের কাছে মোদির সেই বক্তব্য তুলে ধরেন বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ ৷

তিনি বলেন, "আমরা আমাদের প্রধানমন্ত্রীর জন্য গর্বিত । আমরা 2024 সালে আবার ক্ষমতায় আসব । প্রধানমন্ত্রী মোদি একটি বিবৃতি দিয়েছেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন বিদেশি নাগরিক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল । আজ লোকেরা ইন্ডিয়ান মুজাহিদিন এবং ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের মতো নাম ব্যবহার করছে ।"

নয়াদিল্লি, 25 জুলাই: বিরোধী জোট 'ইন্ডিয়া'কে তীব্র কটাক্ষ করায় এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে খড়্গহস্ত হল কংগ্রেস ৷ তাদের দাবি, প্রধানমন্ত্রী দেশ ও স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছেন ৷ মোদির সমালোচনার জবাব দিয়ে কড়া বার্তা দিয়েছেন রাহুল গান্ধিও ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী যতই কটাক্ষ করুন, ঐক্যবদ্ধ ভাবেই মণিপুরে শান্তি ফেরাতে সচেষ্ট হবে 'ইন্ডিয়া'৷

  • Call us whatever you want, Mr. Modi.

    We are INDIA.

    We will help heal Manipur and wipe the tears of every woman and child. We will bring back love and peace for all her people.

    We will rebuild the idea of India in Manipur.

    — Rahul Gandhi (@RahulGandhi) July 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার রাহুল গান্ধি টুইটে লিখেছেন, "আপনি আমাদের যা খুশি বলে ডাকুন, মিস্টার মোদি । আমরা ইন্ডিয়া । আমরা মণিপুরকে সুস্থ করতে এবং প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মুছতে সাহায্য করব । আমরা সেখানকার সমস্ত মানুষের জন্য ভালোবাসা এবং শান্তি ফিরিয়ে আনব । আমরা মণিপুরে ইন্ডিয়ার ভাবনার পুনর্নির্মাণ করব ৷"

মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও এ দিন ফের প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ কংগ্রেসের সাংসদ রণদীপ সুরজেওয়ালা বলেন, "প্রধানমন্ত্রী দেশ, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছেন...তাঁর মার্কিন সংসদে কথা বলার সময় আছে, কিন্তু দেশের সংসদে মণিপুর নিয়ে কথা বলার সময় নেই । কেন তিনি ভারতীয় সংবিধান ও সংসদকে ঘৃণা করেন ?"

আরও পড়ুন: জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে বিরোধী জোট 'ইন্ডিয়া'র তুলনা নরেন্দ্র মোদির

উল্লেখ্য, বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধী জোট 'ইন্ডিয়া'কে সাংঘাতিক কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 'ইন্ডিয়া'কে নিশানা করে তিনি তার সঙ্গে তুলনা টেনেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এমনকী ইন্ডিয়ান মুজাদিহিনের মতো জঙ্গি সংগঠনের ৷ সংবাদ মাধ্যমের কাছে মোদির সেই বক্তব্য তুলে ধরেন বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ ৷

তিনি বলেন, "আমরা আমাদের প্রধানমন্ত্রীর জন্য গর্বিত । আমরা 2024 সালে আবার ক্ষমতায় আসব । প্রধানমন্ত্রী মোদি একটি বিবৃতি দিয়েছেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন বিদেশি নাগরিক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল । আজ লোকেরা ইন্ডিয়ান মুজাহিদিন এবং ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের মতো নাম ব্যবহার করছে ।"

Last Updated : Jul 25, 2023, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.