ETV Bharat / bharat

Recruitment Scam: প্রিয়াঙ্কা সাউয়ের চাকরি নিয়ে পর্ষদ সভাপতিকে তলব, পরে নির্দেশ প্রত্যাহার হাইকোর্টের - প্রিয়াঙ্কা সাউ

প্রিয়াঙ্কা সাউয়ের চাকরির (Recruitment Scam) বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এ বিষয়ে প্রথমে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে হাইকোর্টে তলব করা হলেও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেন তিনি (President of Board of Secondary Education)৷

Calcutta HC revokes order to appear President of board of secondary education
প্রিয়াঙ্কা সাউয়ের চাকরি নিয়ে পর্ষদ সভাপতিকে তলব, পরে নির্দেশ প্রত্যাহার হাইকোর্টের
author img

By

Published : Nov 15, 2022, 7:44 PM IST

কলকাতা, 15 নভেম্বর: মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে প্রথমে হাইকোর্টে তলব করেও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পর্ষদের জবাবদিহিতে (Recruitment Scam) আদালত সন্তুষ্ট হওয়ায় নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয় (President of Board of Secondary Education)৷

প্রিয়াঙ্কা সাউকে কেন আদালতের নির্দেশ সত্বেও 28 অক্টোবরের মধ্যে নিয়োগ করেনি মধ্যশিক্ষা পর্ষদ ? এই প্রশ্ন করে আজ বিকেল 3টের মধ্যে বোর্ডের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে কৈফিয়ত দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর পর্যবেক্ষণে তিনি বলেন, সব শিক্ষাকর্তার জেলে থাকা উচিত । বহু আধিকারিক ছাত্রদের স্বার্থ বিরোধী কাজ করেছেন । তাঁদের প্রয়োজনীয় শিক্ষা দেবে কমিশন ।

পরে শুনানির সময় তিনি বলেন, "রাজ্যের একাধিক শিক্ষা সংক্রান্ত অফিসার জেলে । তারপরেও এই বোর্ডের দৃষ্টিভঙ্গি, আচরণ পরীক্ষার্থী বিরোধী । 28 অক্টোবরের মধ্যে কেন প্রিয়ঙ্কা সাউকে নিয়োগপত্র দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ ? বোর্ডের বহু কর্তা ছাত্রবিরোধী কাজ করছেন ।"

আরও পড়ুন: 2014-র টেট উত্তীর্ণদের তালিকায় শুভেন্দু-সুজন-দিলীপ-মমতা! বিচারপতির দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা

বিচারপতির ধমকের মুখে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, 28 অক্টোবরের মধ্যে তাঁদের পক্ষে যাবতীয় কাজ মিটিয়ে ফেলা হয়েছিল । কিছু সমস্যার জেরে মাঝে কয়েকটা দিন বেশি সময় লেগেছে আবেদনকারী চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউয়ের হাতে নিয়োগপত্র পৌঁছে দিতে । এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব করলেও পরে তা প্রত্যাহার করে নেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

কলকাতা, 15 নভেম্বর: মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে প্রথমে হাইকোর্টে তলব করেও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পর্ষদের জবাবদিহিতে (Recruitment Scam) আদালত সন্তুষ্ট হওয়ায় নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয় (President of Board of Secondary Education)৷

প্রিয়াঙ্কা সাউকে কেন আদালতের নির্দেশ সত্বেও 28 অক্টোবরের মধ্যে নিয়োগ করেনি মধ্যশিক্ষা পর্ষদ ? এই প্রশ্ন করে আজ বিকেল 3টের মধ্যে বোর্ডের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে কৈফিয়ত দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর পর্যবেক্ষণে তিনি বলেন, সব শিক্ষাকর্তার জেলে থাকা উচিত । বহু আধিকারিক ছাত্রদের স্বার্থ বিরোধী কাজ করেছেন । তাঁদের প্রয়োজনীয় শিক্ষা দেবে কমিশন ।

পরে শুনানির সময় তিনি বলেন, "রাজ্যের একাধিক শিক্ষা সংক্রান্ত অফিসার জেলে । তারপরেও এই বোর্ডের দৃষ্টিভঙ্গি, আচরণ পরীক্ষার্থী বিরোধী । 28 অক্টোবরের মধ্যে কেন প্রিয়ঙ্কা সাউকে নিয়োগপত্র দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ ? বোর্ডের বহু কর্তা ছাত্রবিরোধী কাজ করছেন ।"

আরও পড়ুন: 2014-র টেট উত্তীর্ণদের তালিকায় শুভেন্দু-সুজন-দিলীপ-মমতা! বিচারপতির দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা

বিচারপতির ধমকের মুখে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, 28 অক্টোবরের মধ্যে তাঁদের পক্ষে যাবতীয় কাজ মিটিয়ে ফেলা হয়েছিল । কিছু সমস্যার জেরে মাঝে কয়েকটা দিন বেশি সময় লেগেছে আবেদনকারী চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউয়ের হাতে নিয়োগপত্র পৌঁছে দিতে । এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব করলেও পরে তা প্রত্যাহার করে নেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.