ETV Bharat / bharat

CAF Jawan Martyr: বীজাপুরে মাওবাদীদের রাখা আইইডি বিস্ফোরণে শহিদ সিএএফ জওয়ান - ছত্তীশগড়ের বীজাপুরে আইইডি বিস্ফোরণ

সোমবার সকালে ছত্তীশগড়ের বীজাপুরে আইইডি বিস্ফোরণে শহিদ হলেন এক সিএএফ জওয়ান (CAF Jawan Martyr Chhattisgarh) ৷ শহিদ হওয়া ওই জওয়ানের নাম বিজয় যাদব ৷ তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ৷

CAF Jawan Martyr
CAF Jawan Martyr
author img

By

Published : Mar 27, 2023, 2:33 PM IST

বীজাপুর (ছত্তীশগড়), 27 মার্চ: আইইডি বিস্ফোরণে একজন সিএএফ জওয়ান শহিদ হয়েছেন (CAF Jawan Martyr in IED Blast) ৷ ছত্তীশগড়ের বীজাপুর জেলার মিরতুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ শহিদ জওয়ানের নাম বিজয় যাদব ৷ তিনি উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাজপুর গ্রামের বাসিন্দা ৷ মাওবাদীদের রেখে যাওয়া আইইডি থেকেই বিস্ফোরণ বলে জানা গিয়েছে (IED Blast in Bijapur) ৷

জানা গিয়েছে, বীজাপুরের ওই এলাকায় মাওবাদীদের গতিবিধি রয়েছে অনেক আগে থেকেই ৷ সেখানে সম্প্রতি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে ৷ সেই কাজে যাতে কোনও ব্যঘাত না ঘটে, তার জন্য সিএএফ বা ছত্তীশগড় আর্মড ফোর্সেস (Chhattisgarh Armed Forces)-এর জওয়ানরা নিরাপত্তা দেন ৷ সোমবার সকালেওই জওয়ানরা রাস্তা নির্মাণের কাজের নিরাপত্তায় মোতায়েন ছিলেন ৷

তাঁদের স্থানীয় তীমেনার শিবির থেকে পাঠানো হয়েছিল ৷ সেই দলেই ছিলেন বিজয় যাদব ৷ তিনি সিএএফ-এর সহকারি প্লাটুন কমান্ডার পদে নিযুক্ত ছিলেন ৷ নিরাপত্তার কাজে মোতায়েন থাকার সময় আচমকাই একটি আইইডির উপর বিজয়ের পা পড়ে ৷ সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় (IED Blast Triggered by Naxalites) ৷ ঘটনাস্থলেই তিনি শহিদ হন ৷

জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে ৷ তবে এই বিস্ফোরণে আর কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি ৷ তবে অতিরিক্ত জওয়ানদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে সিএএফ-এর শীর্ষস্তর থেকে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 25 মার্চ ছিল আধা সামরিক বাহিনী সিআরপিএফ-এর 84তম প্রতিষ্ঠা দিবস ৷ সেদিন ছত্তীশগড়ে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ স্থানীয় জগদলপুরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ সেদিন অমিত শাহ স্পষ্ট বলেন, ‘‘মাওবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ পর্যায়ে । এনআইএ ও ইডি বামপন্থী উগ্রবাদে অর্থ সাহায্য আটকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে ।’’

তবে সেদিনই মাওবাদীদের সঙ্গে আইটিবিপি (ITBP) ও ডিআরজি জওয়ানদের গুলির লড়াই হয়েছিল ৷ সেখানে কোনও জওয়ানের ক্ষতি হয়নি ৷ তবে দু’টি আইইডি-র হদিশ পাওয়া গিয়েছিল ৷ পরে সে দু’টিকে নিষ্ক্রিয় করা হয় ৷ ওই ঘটনার আগে ছত্তীশগড়ের দান্তেওয়াড়াতেও তল্লাশির সময় 5 কেজি আইইডি উদ্ধার করেছিলেন জওয়ানরা ।

আরও পড়ুন: কর্ণাটকে অগ্নিদগ্ধ হয়ে দম্পতির মৃত্যু

বীজাপুর (ছত্তীশগড়), 27 মার্চ: আইইডি বিস্ফোরণে একজন সিএএফ জওয়ান শহিদ হয়েছেন (CAF Jawan Martyr in IED Blast) ৷ ছত্তীশগড়ের বীজাপুর জেলার মিরতুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ শহিদ জওয়ানের নাম বিজয় যাদব ৷ তিনি উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাজপুর গ্রামের বাসিন্দা ৷ মাওবাদীদের রেখে যাওয়া আইইডি থেকেই বিস্ফোরণ বলে জানা গিয়েছে (IED Blast in Bijapur) ৷

জানা গিয়েছে, বীজাপুরের ওই এলাকায় মাওবাদীদের গতিবিধি রয়েছে অনেক আগে থেকেই ৷ সেখানে সম্প্রতি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে ৷ সেই কাজে যাতে কোনও ব্যঘাত না ঘটে, তার জন্য সিএএফ বা ছত্তীশগড় আর্মড ফোর্সেস (Chhattisgarh Armed Forces)-এর জওয়ানরা নিরাপত্তা দেন ৷ সোমবার সকালেওই জওয়ানরা রাস্তা নির্মাণের কাজের নিরাপত্তায় মোতায়েন ছিলেন ৷

তাঁদের স্থানীয় তীমেনার শিবির থেকে পাঠানো হয়েছিল ৷ সেই দলেই ছিলেন বিজয় যাদব ৷ তিনি সিএএফ-এর সহকারি প্লাটুন কমান্ডার পদে নিযুক্ত ছিলেন ৷ নিরাপত্তার কাজে মোতায়েন থাকার সময় আচমকাই একটি আইইডির উপর বিজয়ের পা পড়ে ৷ সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় (IED Blast Triggered by Naxalites) ৷ ঘটনাস্থলেই তিনি শহিদ হন ৷

জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে ৷ তবে এই বিস্ফোরণে আর কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি ৷ তবে অতিরিক্ত জওয়ানদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে সিএএফ-এর শীর্ষস্তর থেকে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 25 মার্চ ছিল আধা সামরিক বাহিনী সিআরপিএফ-এর 84তম প্রতিষ্ঠা দিবস ৷ সেদিন ছত্তীশগড়ে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ স্থানীয় জগদলপুরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ সেদিন অমিত শাহ স্পষ্ট বলেন, ‘‘মাওবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ পর্যায়ে । এনআইএ ও ইডি বামপন্থী উগ্রবাদে অর্থ সাহায্য আটকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে ।’’

তবে সেদিনই মাওবাদীদের সঙ্গে আইটিবিপি (ITBP) ও ডিআরজি জওয়ানদের গুলির লড়াই হয়েছিল ৷ সেখানে কোনও জওয়ানের ক্ষতি হয়নি ৷ তবে দু’টি আইইডি-র হদিশ পাওয়া গিয়েছিল ৷ পরে সে দু’টিকে নিষ্ক্রিয় করা হয় ৷ ওই ঘটনার আগে ছত্তীশগড়ের দান্তেওয়াড়াতেও তল্লাশির সময় 5 কেজি আইইডি উদ্ধার করেছিলেন জওয়ানরা ।

আরও পড়ুন: কর্ণাটকে অগ্নিদগ্ধ হয়ে দম্পতির মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.