ETV Bharat / bharat

ডাক্তার-ইঞ্জিনিয়ার-প্রাক্তন আইএএস, 36 উচ্চশিক্ষিত পেশাদারে আলোকিত মোদির নয়া মন্ত্রিসভা

author img

By

Published : Jul 8, 2021, 4:53 PM IST

36 জন উচ্চশিক্ষিত পেশাদারে (Highly Learned Professionals) আলোকিত নরেন্দ্র মোদির (Narendra Modi) নয়া মন্ত্রিসভা (Modi 2.0 cabinet) ৷ মন্ত্রিসভার সম্প্রসারণে (Cabinet Expansion) জায়গা পেয়েছেন বেশ কয়েকজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রাক্তন আইএএস ৷

Cabinet Expansion: 36 highly learned professionals find place in Modi 2.0 cabinet
ডাক্তার-ইঞ্জিনিয়ার-প্রাক্তন আইএএস ! 36 উচ্চশিক্ষিত পেশাদারে আলোকিত মোদির নয়া মন্ত্রিসভা

নয়াদিল্লি, 8 জুলাই : নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভার সম্প্রসারণে (Cabinet Expansion) বিশেষ জোর দেওয়া হল শিক্ষাগত যোগ্যতায় (Highly Learned Professionals) ৷ মন্ত্রিসভা (Modi 2.0 cabinet) থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন দুঁদে রাজনীতিক ৷ তবে স্থান পেয়েছে 36টি নতুন মুখ, পেশাগত দিক থেকে নানা ডিগ্রি যাঁদের ঝুলিতে রয়েছে ৷ এর আগে মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদি সরকারকে ৷ স্মৃতি ইরানিকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন ৷ তাই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভাবমূর্তি উজ্জ্বলে এটাই মোদির নয়া কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

কেন্দ্রের নয়া মন্ত্রিসভায় জ্বলজ্বল করছে 2 জন প্রাক্তন আইএএস অফিসার, 8 জন আইনজীবী, 4 জন ডাক্তার, 4 জন এমবিএ হোল্ডার ও বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারের নাম ৷ 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মন্ত্রিসভা গঠনে তারুণ্যের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার কথাও মাথায় রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাঘা বাঘা মন্ত্রীদের ছেঁটে ফেলে নতুন মুখদের দেওয়া হয়েছে গুরুদায়িত্ব ৷

প্রবীণ বিজেপি নেতা রবিশংকর প্রসাদকে সরিয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw) ৷ দেওয়া হয়েছে রেলমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক ৷ রাজ্যসভা থেকে মনোনীত 51 বছরের সাংসদ দেশের প্রাক্তন আমলা ৷ 1994 ব্যাচের আইএএস অফিসার অশ্বিনী বৈষ্ণব পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় হোয়ার্টন স্কুল থেকে এমবিএ করেছেন ৷ এমটেক করেছেন আইআইটি কানপুর থেকে ৷ আইএএস অফিসার হিসেবে 15 বছরের চাকরির মেয়াদে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি ৷ পরিকাঠামো ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টিসিপেশনের নীলনকশা তৈরিতে তাঁর অবদানের কথা অনেকেই মনে রেখেছেন ৷ 2004 সালে এনডিএ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাজপেয়ির ব্যক্তিগত সচিব পদে নিযুক্ত হয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব ৷

আরও পড়ুন: "মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স" তত্ত্ব উধাও, করোনা পরিস্থিতিতেও মন্ত্রিসভা সম্প্রসারণ

মোদির মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন অপর এক প্রাক্তন আইএএস অফিসার, বিহারের নালন্দার বাসিন্দা রামচন্দ্র প্রসাদ সিং ৷ তিনি বিহার থেকে রাজ্যসভার সাংসদ ৷ 1990 সালের শেষের দিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গুড বুকে এসেছিলেন এবং 2010 সালে রাজনীতিতে অভিষেক ঘটে 63 বছরের অবসরপ্রাপ্ত আমলার ৷ জেডিইউ নেতা হিসেবে রাজ্যসভায় অন্তর্ভুক্ত হন রামচন্দ্র প্রসাদ সিং ৷

প্রাক্তন কংগ্রেস নেতা তথা বর্তমানে রাজ্যসভার বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya M Scindia) মোদি মন্ত্রিসভার নতুন মুখদের মধ্যে অন্যতম ৷ ম্যানেজমেন্টের দক্ষতাসম্পন্ন সিন্ধিয়া হরদীপ সিং পুরীকে সরিয়ে তাঁর জায়গায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ৷ তাঁর ডিগ্রিও নজরকাড়া ৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন তিনি ৷

আরও পড়ুন: বাংলা থেকে 4 , ত্রিপুরা থেকে প্রথম, মোদির মন্ত্রিসভায় তারুণ্যে জোর

মোদি 2.0 মন্ত্রিসভার সম্প্রসারণে কার্ডিয়োলজিস্ট, গায়নোকোলজিস্ট, সার্জেন ও সাধারণ ডাক্তাররাও রয়েছেন ৷ বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার পেশায় স্ত্রী রোগ বিশেষজ্ঞ ৷ তিনি কল্যাণী এইমসের বোর্ড সদস্যও ৷ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি পেয়েছেন তিনি ৷ এ ছাড়াও মন্ত্রিসভায় বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারও জায়গা করে নিয়েছেন ৷

এক সময়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে ৷ 2004 সালের স্মৃতি দাবি করেছিলেন যে, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পাশ করেছেন । তবে 2019 সালে মনোনয়ন পেশের সময় তিনি হলফনামায় জানান, কলেজের গণ্ডিও পেরোননি । এই নিয়ে কম জলঘোলা হয়নি ৷ বিরোধীদের তীব্র বিদ্রুপের মুখে পড়তে হয় নরেন্দ্র মোদি সরকারকে ৷ কলেজের গণ্ডি না-পেরোনো সাংসদকে কীভাবে দেশের শিক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল, তা নিয়েও চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রকে ৷ সেই বিতর্ক সামলে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকে আনা হয় স্মৃতিকে ৷

আরও পড়ুন: জন বার্লাকে রাষ্ট্রীয় মন্ত্রী করে কি বঙ্গভঙ্গের ভাবনাকেই সমর্থন মোদি সরকারের ?

2024 সালের লোকসভা নির্বাচনের আগে আর কোনও ফাঁক ফোঁকর রাখতে চাইছে না গেরুয়া শিবির ৷ উচ্চশিক্ষিত মানুষদের এনে মন্ত্রিসভা আলোকিত করেছেন নরেন্দ্র মোদি ৷ আগামী দিনে এঁদের কাণ্ডারী করেই পরিকল্পিত উন্নয়নের বার্তা দিতে চেয়েছেন নমো ৷

নয়াদিল্লি, 8 জুলাই : নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভার সম্প্রসারণে (Cabinet Expansion) বিশেষ জোর দেওয়া হল শিক্ষাগত যোগ্যতায় (Highly Learned Professionals) ৷ মন্ত্রিসভা (Modi 2.0 cabinet) থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন দুঁদে রাজনীতিক ৷ তবে স্থান পেয়েছে 36টি নতুন মুখ, পেশাগত দিক থেকে নানা ডিগ্রি যাঁদের ঝুলিতে রয়েছে ৷ এর আগে মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদি সরকারকে ৷ স্মৃতি ইরানিকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন ৷ তাই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভাবমূর্তি উজ্জ্বলে এটাই মোদির নয়া কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

কেন্দ্রের নয়া মন্ত্রিসভায় জ্বলজ্বল করছে 2 জন প্রাক্তন আইএএস অফিসার, 8 জন আইনজীবী, 4 জন ডাক্তার, 4 জন এমবিএ হোল্ডার ও বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারের নাম ৷ 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মন্ত্রিসভা গঠনে তারুণ্যের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার কথাও মাথায় রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাঘা বাঘা মন্ত্রীদের ছেঁটে ফেলে নতুন মুখদের দেওয়া হয়েছে গুরুদায়িত্ব ৷

প্রবীণ বিজেপি নেতা রবিশংকর প্রসাদকে সরিয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw) ৷ দেওয়া হয়েছে রেলমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক ৷ রাজ্যসভা থেকে মনোনীত 51 বছরের সাংসদ দেশের প্রাক্তন আমলা ৷ 1994 ব্যাচের আইএএস অফিসার অশ্বিনী বৈষ্ণব পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় হোয়ার্টন স্কুল থেকে এমবিএ করেছেন ৷ এমটেক করেছেন আইআইটি কানপুর থেকে ৷ আইএএস অফিসার হিসেবে 15 বছরের চাকরির মেয়াদে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি ৷ পরিকাঠামো ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টিসিপেশনের নীলনকশা তৈরিতে তাঁর অবদানের কথা অনেকেই মনে রেখেছেন ৷ 2004 সালে এনডিএ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাজপেয়ির ব্যক্তিগত সচিব পদে নিযুক্ত হয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব ৷

আরও পড়ুন: "মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স" তত্ত্ব উধাও, করোনা পরিস্থিতিতেও মন্ত্রিসভা সম্প্রসারণ

মোদির মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন অপর এক প্রাক্তন আইএএস অফিসার, বিহারের নালন্দার বাসিন্দা রামচন্দ্র প্রসাদ সিং ৷ তিনি বিহার থেকে রাজ্যসভার সাংসদ ৷ 1990 সালের শেষের দিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গুড বুকে এসেছিলেন এবং 2010 সালে রাজনীতিতে অভিষেক ঘটে 63 বছরের অবসরপ্রাপ্ত আমলার ৷ জেডিইউ নেতা হিসেবে রাজ্যসভায় অন্তর্ভুক্ত হন রামচন্দ্র প্রসাদ সিং ৷

প্রাক্তন কংগ্রেস নেতা তথা বর্তমানে রাজ্যসভার বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya M Scindia) মোদি মন্ত্রিসভার নতুন মুখদের মধ্যে অন্যতম ৷ ম্যানেজমেন্টের দক্ষতাসম্পন্ন সিন্ধিয়া হরদীপ সিং পুরীকে সরিয়ে তাঁর জায়গায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ৷ তাঁর ডিগ্রিও নজরকাড়া ৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন তিনি ৷

আরও পড়ুন: বাংলা থেকে 4 , ত্রিপুরা থেকে প্রথম, মোদির মন্ত্রিসভায় তারুণ্যে জোর

মোদি 2.0 মন্ত্রিসভার সম্প্রসারণে কার্ডিয়োলজিস্ট, গায়নোকোলজিস্ট, সার্জেন ও সাধারণ ডাক্তাররাও রয়েছেন ৷ বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার পেশায় স্ত্রী রোগ বিশেষজ্ঞ ৷ তিনি কল্যাণী এইমসের বোর্ড সদস্যও ৷ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি পেয়েছেন তিনি ৷ এ ছাড়াও মন্ত্রিসভায় বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারও জায়গা করে নিয়েছেন ৷

এক সময়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে ৷ 2004 সালের স্মৃতি দাবি করেছিলেন যে, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পাশ করেছেন । তবে 2019 সালে মনোনয়ন পেশের সময় তিনি হলফনামায় জানান, কলেজের গণ্ডিও পেরোননি । এই নিয়ে কম জলঘোলা হয়নি ৷ বিরোধীদের তীব্র বিদ্রুপের মুখে পড়তে হয় নরেন্দ্র মোদি সরকারকে ৷ কলেজের গণ্ডি না-পেরোনো সাংসদকে কীভাবে দেশের শিক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল, তা নিয়েও চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রকে ৷ সেই বিতর্ক সামলে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকে আনা হয় স্মৃতিকে ৷

আরও পড়ুন: জন বার্লাকে রাষ্ট্রীয় মন্ত্রী করে কি বঙ্গভঙ্গের ভাবনাকেই সমর্থন মোদি সরকারের ?

2024 সালের লোকসভা নির্বাচনের আগে আর কোনও ফাঁক ফোঁকর রাখতে চাইছে না গেরুয়া শিবির ৷ উচ্চশিক্ষিত মানুষদের এনে মন্ত্রিসভা আলোকিত করেছেন নরেন্দ্র মোদি ৷ আগামী দিনে এঁদের কাণ্ডারী করেই পরিকল্পিত উন্নয়নের বার্তা দিতে চেয়েছেন নমো ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.