ETV Bharat / bharat

19 জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরুর প্রস্তাব ক্যাবিনেট কমিটির

সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটির প্রস্তাব, এবার বাদল অধিবেশন হোক 19 জুলাই থেকে 13 অগস্ট ৷

cabinet committee on parliamentary affairs recommends monsoon session from july 19 to august 13
জুলাই 19 তারিখ থেকে সংসদে বাদল অধিবেশন শুরুর প্রস্তাব ক্যাবিনেট কমিটির
author img

By

Published : Jun 29, 2021, 3:50 PM IST

নয়াদিল্লি, 29 জুন : আগামী 19 জুলাই থেকে শুরু করা হোক সংসদের বাদল অধিবেশন (Monsoon Session of the Parliament) ৷ এমনই প্রস্তাব দিল সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি (Cabinet Committee on Parliamentary Affairs) ৷ তাদের প্রস্তাব বাদল অধিবেশন 13 অগস্ট শেষ করে দেওয়া হোক ৷

উল্লেখ্য, সংসদে সারা বছরে মোট তিনটি অধিবেশন বসে ৷ বছর শুরু হয় বাজেট অধিবেশন দিয়ে ৷ যা দুই দফায় হয় ৷ তার পর বাদল অধিবেশন হয় ৷ বছরের শেষ হয় শীতকালীন অধিবেশন দিয়ে ৷

আরও পড়ুন : 31 জুলাইয়ের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের

কিন্তু করোনা আবহে সংসদের অধিবেশন অনেকটাই কমে গিয়েছে ৷ 2020 সালে বাজেট অধিবেশন দ্বিতীয়ার্ধের মাঝপথে থামিয়ে দেওয়া হয় ৷ এর পর সেপ্টেম্বরে অধিবেশন বসে ৷ করোনার কারণে গতবার শীতকালীন অধিবেশনও হয়নি ৷

চলতি বছরে বাজেট অধিবেশন করোনার সংক্ষিপ্ত আকারে হয় ৷ এবার সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি যে প্রস্তাব দিয়েছে, তাতেও দেখা যাচ্ছে যে বাদল অধিবেশনের মেয়াদ খুব বেশি হবে না ৷

আরও পড়ুন : Dilip Ghosh : ভোটের পর বঙ্গে কাশ্মীরের থেকেও বেশি হিংসা হয়েছে, দাবি দিলীপের

প্রসঙ্গত, করোনার কারণে অধিবেশনে কিছু বদলও এনেছে কেন্দ্র ৷ এখন আর আগের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন একসঙ্গে হয় না ৷ এখন সকালে রাজ্যসভার অধিবেশন বসে ৷ তার পর দুপুর থেকে বসে লোকসভার অধিবেশন ৷

এই বছরের গোড়ায় যখন বাজেট অধিবেশন বসেছিল, তখন কৃষি আইন নিয়ে হইচই পড়ে গিয়েছিল ৷ বিরোধীরা বিক্ষোভও করেছিলেন ৷ কৃষকদের বিক্ষোভ এখনও স্তিমিত হয়নি ৷ ফলে বাদল অধিবেশনেও বিরোধীরা এই নিয়ে সরব হবে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Ram Nath Kovind : কেন এমন বললেন রাষ্ট্রপতি...

তাছাড়া গত মার্চ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ ৷ এই নিয়ে অব্যবস্থার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে ৷ বিরোধীরা প্রায় রোজই করোনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ বাদল অধিবেশনে সংসদের অন্দরেও তা আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 29 জুন : আগামী 19 জুলাই থেকে শুরু করা হোক সংসদের বাদল অধিবেশন (Monsoon Session of the Parliament) ৷ এমনই প্রস্তাব দিল সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি (Cabinet Committee on Parliamentary Affairs) ৷ তাদের প্রস্তাব বাদল অধিবেশন 13 অগস্ট শেষ করে দেওয়া হোক ৷

উল্লেখ্য, সংসদে সারা বছরে মোট তিনটি অধিবেশন বসে ৷ বছর শুরু হয় বাজেট অধিবেশন দিয়ে ৷ যা দুই দফায় হয় ৷ তার পর বাদল অধিবেশন হয় ৷ বছরের শেষ হয় শীতকালীন অধিবেশন দিয়ে ৷

আরও পড়ুন : 31 জুলাইয়ের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের

কিন্তু করোনা আবহে সংসদের অধিবেশন অনেকটাই কমে গিয়েছে ৷ 2020 সালে বাজেট অধিবেশন দ্বিতীয়ার্ধের মাঝপথে থামিয়ে দেওয়া হয় ৷ এর পর সেপ্টেম্বরে অধিবেশন বসে ৷ করোনার কারণে গতবার শীতকালীন অধিবেশনও হয়নি ৷

চলতি বছরে বাজেট অধিবেশন করোনার সংক্ষিপ্ত আকারে হয় ৷ এবার সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি যে প্রস্তাব দিয়েছে, তাতেও দেখা যাচ্ছে যে বাদল অধিবেশনের মেয়াদ খুব বেশি হবে না ৷

আরও পড়ুন : Dilip Ghosh : ভোটের পর বঙ্গে কাশ্মীরের থেকেও বেশি হিংসা হয়েছে, দাবি দিলীপের

প্রসঙ্গত, করোনার কারণে অধিবেশনে কিছু বদলও এনেছে কেন্দ্র ৷ এখন আর আগের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন একসঙ্গে হয় না ৷ এখন সকালে রাজ্যসভার অধিবেশন বসে ৷ তার পর দুপুর থেকে বসে লোকসভার অধিবেশন ৷

এই বছরের গোড়ায় যখন বাজেট অধিবেশন বসেছিল, তখন কৃষি আইন নিয়ে হইচই পড়ে গিয়েছিল ৷ বিরোধীরা বিক্ষোভও করেছিলেন ৷ কৃষকদের বিক্ষোভ এখনও স্তিমিত হয়নি ৷ ফলে বাদল অধিবেশনেও বিরোধীরা এই নিয়ে সরব হবে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Ram Nath Kovind : কেন এমন বললেন রাষ্ট্রপতি...

তাছাড়া গত মার্চ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ ৷ এই নিয়ে অব্যবস্থার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে ৷ বিরোধীরা প্রায় রোজই করোনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ বাদল অধিবেশনে সংসদের অন্দরেও তা আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.