ETV Bharat / bharat

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত সময় 30 সেপ্টেম্বর, নির্দেশিকায় জানাল ইউজিসি - 2021-22 শিক্ষাবর্ষ

2021-22 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সময়সীমা বেঁধে দিল ইউজিসি ৷ 30 সেপ্টেম্বরের মধ্যে প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ৷ দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হবে 31 জুলাইয়ের মধ্যে ৷

ইউজিসি
ইউজিসি
author img

By

Published : Jul 17, 2021, 1:37 PM IST

নয়া দিল্লি, 17 জুলাই : কলেজে 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বছরে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে 30 সেপ্টেম্বরের মধ্যে ৷ জানিয়েছে ইউজিসি (Universtity Grant Commission, UGC) ৷ আর শিক্ষাবর্ষ শুরু হবে 1 অক্টোবর, 2021 ৷

কোভিড-19-এর কথা মাথায় রেখে ইউজিসি সব কলেজ আর বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা আর অ্যাকাডেমিক ক্যালেন্ডার (academic calendars) জানিয়ে দিয়েছে ৷ ইউজিসি-র সচিব (Secretary) রজনীশ জৈন (Rajnish Jain) সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-Chancellors) এবং কলেজের অধ্যক্ষদের (principals) নতুন নির্দেশিকা সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন ৷

আরও পড়ুন : 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল

এতে বলা হয়েছে, “2021-22 শিক্ষাবর্ষে প্রথম বছরের কোর্স বা প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে 30 সেপ্টেম্বর, 2021-এর চেয়ে দেরি হবে না ৷ বাকি ফাঁকা আসনগুলিতে ভর্তির শেষ দিন 31 অক্টোবর, 2021 ৷ পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার প্রয়োজনীয় কাগজপত্রগুলি 31 ডিসেম্বর, 2021 পর্যন্ত গ্রহণ করা হবে ৷ প্রথম সেমেস্টার বা বছরের শিক্ষার্থীদের 2021-22 শিক্ষাবর্ষ শুরু হবে 1 অক্টোবর, 2021-এ ৷"

ইউজিসি-র নির্দেশিকা অনুযায়ী বর্তমান 2020-21 শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা টারমিনাল সেমেস্টার (Terminal Semester) বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা ( Final Year Examinations) (2020-21) অফলাইনে অর্থাৎ কাগজে-কলমে বা অনলাইন বা মিলিয়ে মিশিয়ে (অনলাইন+অফলাইন) মোডে শেষ করতে হবে 31 অগস্ট, 2021-র মধ্যে ৷ তবে কোভিড-19 সংক্রান্ত নির্দেশিকা (guideline) বা প্রোটোকল (protocol) মেনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে ৷

আশা করা যায়, সব স্কুল বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল এ বছরের 31 জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে ৷ যদি, কোনও ক্ষেত্রে ফলাফল প্রকাশে দেরি হয় সেক্ষেত্রে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি (higher education institutions) নিজের পরিকল্পনা করতে পারে আর 18 অক্টোবর, 2021-এর মধ্যে শিক্ষাবর্ষ শুরু করতে হবে ৷ পড়াশোনা অনলাইন বা অফলাইন বা মিলিয়ে মিশিয়ে, এই বিভিন্ন মাধ্যমে চালু রাখা যেতে পারে, জানিয়েছে ইউজিসি ৷

নয়া দিল্লি, 17 জুলাই : কলেজে 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বছরে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে 30 সেপ্টেম্বরের মধ্যে ৷ জানিয়েছে ইউজিসি (Universtity Grant Commission, UGC) ৷ আর শিক্ষাবর্ষ শুরু হবে 1 অক্টোবর, 2021 ৷

কোভিড-19-এর কথা মাথায় রেখে ইউজিসি সব কলেজ আর বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা আর অ্যাকাডেমিক ক্যালেন্ডার (academic calendars) জানিয়ে দিয়েছে ৷ ইউজিসি-র সচিব (Secretary) রজনীশ জৈন (Rajnish Jain) সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-Chancellors) এবং কলেজের অধ্যক্ষদের (principals) নতুন নির্দেশিকা সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন ৷

আরও পড়ুন : 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল

এতে বলা হয়েছে, “2021-22 শিক্ষাবর্ষে প্রথম বছরের কোর্স বা প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে 30 সেপ্টেম্বর, 2021-এর চেয়ে দেরি হবে না ৷ বাকি ফাঁকা আসনগুলিতে ভর্তির শেষ দিন 31 অক্টোবর, 2021 ৷ পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার প্রয়োজনীয় কাগজপত্রগুলি 31 ডিসেম্বর, 2021 পর্যন্ত গ্রহণ করা হবে ৷ প্রথম সেমেস্টার বা বছরের শিক্ষার্থীদের 2021-22 শিক্ষাবর্ষ শুরু হবে 1 অক্টোবর, 2021-এ ৷"

ইউজিসি-র নির্দেশিকা অনুযায়ী বর্তমান 2020-21 শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা টারমিনাল সেমেস্টার (Terminal Semester) বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা ( Final Year Examinations) (2020-21) অফলাইনে অর্থাৎ কাগজে-কলমে বা অনলাইন বা মিলিয়ে মিশিয়ে (অনলাইন+অফলাইন) মোডে শেষ করতে হবে 31 অগস্ট, 2021-র মধ্যে ৷ তবে কোভিড-19 সংক্রান্ত নির্দেশিকা (guideline) বা প্রোটোকল (protocol) মেনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে ৷

আশা করা যায়, সব স্কুল বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল এ বছরের 31 জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে ৷ যদি, কোনও ক্ষেত্রে ফলাফল প্রকাশে দেরি হয় সেক্ষেত্রে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি (higher education institutions) নিজের পরিকল্পনা করতে পারে আর 18 অক্টোবর, 2021-এর মধ্যে শিক্ষাবর্ষ শুরু করতে হবে ৷ পড়াশোনা অনলাইন বা অফলাইন বা মিলিয়ে মিশিয়ে, এই বিভিন্ন মাধ্যমে চালু রাখা যেতে পারে, জানিয়েছে ইউজিসি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.