ETV Bharat / bharat

Bypolls in 6 states: দেশের ছ'টি রাজ্যের 7টি বিধানসভা আসনে উপনির্বাচন

আজ দেশজুড়ে উপনির্বাচন ৷ কোনও বিধানসভা কেন্দ্রে বিধায়কের পদ খারিজ হয়ে গিয়েছে, তো কোথাও জনপ্রতিনিধি প্রয়াত হওয়ায় কেন্দ্রটি ফাঁকা হয়ে গিয়েছে ৷ সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে (Bypoll in 7 assembly constituencies in 6 states) ৷ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ।

Bypoll Elections 2022
ETV Bharat
author img

By

Published : Nov 3, 2022, 9:03 AM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: আজ দেশের ছ'টি রাজ্যে 7টি আসনে বিধানসভা উপনির্বাচন ৷ বৃহস্পতিবার সকাল 7টা থেকে মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, তেলেঙ্গানা, ওড়িশা এবং উত্তর প্রদেশে উপনির্বাচন শুরু হয়েছে৷ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত৷ ভোটগণনা 6 নভেম্বর ৷ তেলেঙ্গানার মুনুগোড়ে বিধানসভা কেন্দ্রে 298টি বুথ রয়েছে ৷ বৃহস্পতিবার মোট 2 লক্ষ 41 হাজার 855 জন ভোটার ভোট দেবেন ৷ 47 প্রার্থী দাঁড়িয়েছেন ৷

7টি বিধানসভা কেন্দ্রে বিজেপির বিরোধী তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস (Telangana Rashtra Samithi), রাষ্ট্রীয় জনতা দল (Rashtriya Janata Dal), সমাজবাদী পার্টি (Samajwadi Party), বিজু জনতা দল (Biju Janata Dal) ৷

6টি রাজ্যের 7টি আসন:

মহারাষ্ট্র- আন্ধেরি ইস্ট

এই কেন্দ্রের শিবসেনা বিধায়ক রমেশ লাতকে মে মাসে মারা গিয়েছেন ৷ উদ্ধব ঠাকরের সেনা শিবির রুতুজা লাতকেকে প্রার্থী করেছে ৷ তিনি প্রয়াত রমেশ লাতকের স্ত্রী ৷ বিরোধী বিজেপির কোনও প্রার্থী নেই, কারণ পরে তারা নির্বাচনে লড়া থেকে সরে যায় ৷ শিবসেনার মধ্যে বিদ্রোহ এবং দু'ভাগ হওয়ার পর এই প্রথম উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা এবং একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ৷

হরিয়ানা- আদমপুর

এই আসনটি কুলদীপ বিষ্ণোইয়ের দখলে ছিল ৷ তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷

হরিয়ানার আদমপুর বিধানসভা কেন্দ্রে লড়াইয়ে চারটি দল- বিজেপি, কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) এবং আম আদমি পার্টি (আপ) ৷

বিজেপির প্রার্থী- ভাব্য (কুলদীপ বিষ্ণোই ছেলে)

কংগ্রেস- জয় প্রকাশ (প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী)

আইএনএলডি- কুরদা রাম নামবারদর (বিদ্রোহী কংগ্রেস নেতা)

আপ- সত্যেন্দ্র সিং

তেলেঙ্গানা- মুনুগোড়ে

কে রাজাগোপাল রেড্ডির ইস্তফার ফলে এই আসনটি ফাঁকা হয়ে যায় ৷ মুনুগোড়ে বিধানসভা কেন্দ্রে (Munugode Assembly Constituency) শাসক দল টিআরএস এবং বিরোধী বিজেপি, কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ সবার নজর বিজেপির রাজ গোপাল রেড্ডি, প্রাক্তন টিআরএস বিধায়ক কুসুকুন্তলা প্রভাকর রেড্ডি এবং কংগ্রেসের পালভাই শ্রাবন্তীর দিকে ৷

উত্তর প্রদেশ - গোলা গোরক্ষনাথ

বিজেপি বিধায়ক অরবিন্দ গিরি প্রয়াত হন ৷ এখানে লড়াইয়ে আছে তিনটি দল ।

বিজেপি প্রার্থী- অমন গিরি (অরবিন্দ গিরির ছেলে)

সমাজবাদী পার্টি - প্রাক্তন বিধায়ক বিনয় তিওয়ারি

আরও পড়ুন: Gujrat Assembly Election: মোদি-শাহর রাজ্যে কবে ভোট ? জানা যাবে দুপুরেই

বিহার- মোকামা

বিহারের মোকামায় রাষ্ট্রীয় জনতা দলের অনন্ত কুমার সিং জুলাই মাসে একটি মামলায় দোষী সাব্যস্ত হন এবং তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায় ৷

বিজেপির প্রার্থী- সোনম দেবী

জেডিইউ- নীলম দেবী (তাঁর স্বামী অনন্ত সিং ৷ 2005 থেকে এই আসনটি অনন্ত সিংয়ের শক্তিশালী গড় ছিল ৷ তিনি জেডি (ইউ)-এর হয়ে দু-দুবার এই আসনটি জিতেছেন ৷)

গোপালগঞ্জ

এখানে বিধায়ক সুভাষ সিং অগস্টে মারা গিয়েছেন ৷ এখানে লড়াই দুটি দলের মধ্যে

বিজেপি- কুসুম দেবী (বিধায়ক সুভাষ সিংয়ের স্ত্রী)

আরজেডি- মোহন প্রসাদ গুপ্তা

ওড়িশা- ধামনগর

এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিষ্ণু শেঠী প্রয়াত হন ৷

বিজু জনতা দল (বিজেডি)- অবন্তী দাশ

বিজেপি - সূর্যবংশী সূরজ স্থিতপ্রজ্ঞ (বিজেপি বিধায়ক বিষ্ণু শেঠীর ছেলে)

আপ- আনওয়ার শেখ

নয়াদিল্লি, 3 নভেম্বর: আজ দেশের ছ'টি রাজ্যে 7টি আসনে বিধানসভা উপনির্বাচন ৷ বৃহস্পতিবার সকাল 7টা থেকে মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, তেলেঙ্গানা, ওড়িশা এবং উত্তর প্রদেশে উপনির্বাচন শুরু হয়েছে৷ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত৷ ভোটগণনা 6 নভেম্বর ৷ তেলেঙ্গানার মুনুগোড়ে বিধানসভা কেন্দ্রে 298টি বুথ রয়েছে ৷ বৃহস্পতিবার মোট 2 লক্ষ 41 হাজার 855 জন ভোটার ভোট দেবেন ৷ 47 প্রার্থী দাঁড়িয়েছেন ৷

7টি বিধানসভা কেন্দ্রে বিজেপির বিরোধী তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস (Telangana Rashtra Samithi), রাষ্ট্রীয় জনতা দল (Rashtriya Janata Dal), সমাজবাদী পার্টি (Samajwadi Party), বিজু জনতা দল (Biju Janata Dal) ৷

6টি রাজ্যের 7টি আসন:

মহারাষ্ট্র- আন্ধেরি ইস্ট

এই কেন্দ্রের শিবসেনা বিধায়ক রমেশ লাতকে মে মাসে মারা গিয়েছেন ৷ উদ্ধব ঠাকরের সেনা শিবির রুতুজা লাতকেকে প্রার্থী করেছে ৷ তিনি প্রয়াত রমেশ লাতকের স্ত্রী ৷ বিরোধী বিজেপির কোনও প্রার্থী নেই, কারণ পরে তারা নির্বাচনে লড়া থেকে সরে যায় ৷ শিবসেনার মধ্যে বিদ্রোহ এবং দু'ভাগ হওয়ার পর এই প্রথম উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা এবং একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ৷

হরিয়ানা- আদমপুর

এই আসনটি কুলদীপ বিষ্ণোইয়ের দখলে ছিল ৷ তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷

হরিয়ানার আদমপুর বিধানসভা কেন্দ্রে লড়াইয়ে চারটি দল- বিজেপি, কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) এবং আম আদমি পার্টি (আপ) ৷

বিজেপির প্রার্থী- ভাব্য (কুলদীপ বিষ্ণোই ছেলে)

কংগ্রেস- জয় প্রকাশ (প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী)

আইএনএলডি- কুরদা রাম নামবারদর (বিদ্রোহী কংগ্রেস নেতা)

আপ- সত্যেন্দ্র সিং

তেলেঙ্গানা- মুনুগোড়ে

কে রাজাগোপাল রেড্ডির ইস্তফার ফলে এই আসনটি ফাঁকা হয়ে যায় ৷ মুনুগোড়ে বিধানসভা কেন্দ্রে (Munugode Assembly Constituency) শাসক দল টিআরএস এবং বিরোধী বিজেপি, কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ সবার নজর বিজেপির রাজ গোপাল রেড্ডি, প্রাক্তন টিআরএস বিধায়ক কুসুকুন্তলা প্রভাকর রেড্ডি এবং কংগ্রেসের পালভাই শ্রাবন্তীর দিকে ৷

উত্তর প্রদেশ - গোলা গোরক্ষনাথ

বিজেপি বিধায়ক অরবিন্দ গিরি প্রয়াত হন ৷ এখানে লড়াইয়ে আছে তিনটি দল ।

বিজেপি প্রার্থী- অমন গিরি (অরবিন্দ গিরির ছেলে)

সমাজবাদী পার্টি - প্রাক্তন বিধায়ক বিনয় তিওয়ারি

আরও পড়ুন: Gujrat Assembly Election: মোদি-শাহর রাজ্যে কবে ভোট ? জানা যাবে দুপুরেই

বিহার- মোকামা

বিহারের মোকামায় রাষ্ট্রীয় জনতা দলের অনন্ত কুমার সিং জুলাই মাসে একটি মামলায় দোষী সাব্যস্ত হন এবং তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায় ৷

বিজেপির প্রার্থী- সোনম দেবী

জেডিইউ- নীলম দেবী (তাঁর স্বামী অনন্ত সিং ৷ 2005 থেকে এই আসনটি অনন্ত সিংয়ের শক্তিশালী গড় ছিল ৷ তিনি জেডি (ইউ)-এর হয়ে দু-দুবার এই আসনটি জিতেছেন ৷)

গোপালগঞ্জ

এখানে বিধায়ক সুভাষ সিং অগস্টে মারা গিয়েছেন ৷ এখানে লড়াই দুটি দলের মধ্যে

বিজেপি- কুসুম দেবী (বিধায়ক সুভাষ সিংয়ের স্ত্রী)

আরজেডি- মোহন প্রসাদ গুপ্তা

ওড়িশা- ধামনগর

এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিষ্ণু শেঠী প্রয়াত হন ৷

বিজু জনতা দল (বিজেডি)- অবন্তী দাশ

বিজেপি - সূর্যবংশী সূরজ স্থিতপ্রজ্ঞ (বিজেপি বিধায়ক বিষ্ণু শেঠীর ছেলে)

আপ- আনওয়ার শেখ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.