কনৌজ (উত্তরপ্রদেশ), 26 এপ্রিল : একশো জন পরিযায়ী শ্রমিককে নিয়ে যাওয়ার সময় উত্তর প্রদেশের কনৌজে আগ্রা-লখনউ হাইওয়েতে উল্টে গেল বাস ৷ ঘটনায় 15 জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন ৷ বাকি আহত শ্রমিকদের স্থানীয় বিলহাউর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : হুগলিতে যাত্রীবাহী বাস-এসইউভির মুখোমুখি সংঘর্ষে মৃত 3, আহত 1
জানা গিয়েছে বাসটি রাজস্থান থেকে বিহারে ওই পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাচ্ছিল ৷ সেই সময় আগ্রা-লখনউ হাইওয়ে-তে বাসের চাকা ফেটে দুর্ঘটনা ঘটে ৷ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উল্টে যাওয়া বাস থেকে আটক শ্রমিকদের উদ্ধার করা শুরু করে ৷ এর পর পুলিশ ও উত্তরপ্রদেশ সরকারের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগায় ৷ আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷ ঘটনায় যে সব আহত যাত্রীদের হাসপাতাল থেকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তাঁদের বিহারে পৌঁছে দিতে অন্য বাসের ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ সরকার ৷