ETV Bharat / bharat

Lucknow Woman Special Story: সন্তানদের মানুষ করতে সুইগির ব্যাগ কাঁধে লড়াই চালাচ্ছেন রিজওয়ানা - সুইগির ব্যাগ কাঁধেই লড়াই চালাচ্ছেন রিজওয়ানা

লখনউয়ের বাসিন্দা রিজওয়ানা ৷ মাঝ বয়সি এই মহিলার ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তাঁর সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি (Woman carrying Swiggy backpack) ৷

ETV Bharat
লখনউয়ের বাসিন্দা রিজওয়ানা
author img

By

Published : Jan 17, 2023, 7:43 PM IST

রিজওয়ানার মুখোমুখি ইটিভি ভারত

লখনউ, 17 জানুয়ারি: উত্তরপ্রদেশের লখনউয়ের জনতানগরী কলোনির বাসিন্দা রিজওয়ানা ৷ বছর কয়েক আগেও সুখের সংসার ছিল রিজওয়ানা ও তাঁর স্বামীর ৷ পেশায় অটোরিকশা চালক ছিলেন তাঁর স্বামী ৷ কিন্তু তিন বছর আগে রিজওয়ানার স্বামীর রিকশাটি চুরি হয়ে যায় ৷ ফলে সমস্যায় পড়েন স্বামী-স্ত্রী ৷ তারই মধ্যে এই ধাক্কা সামলাতে না-পেরে একদিন বাড়ি ছেড়ে চলে যান রিজওয়ানার স্বামী ৷ ফলে চার পুত্র-কন্যার দায়িত্ব এসে রিজওয়ানার কাঁধে ৷

স্বামী ঘর ছাড়ায় প্রাথমিকভাবে অথৈজলে পড়লেও হাল ছাড়েননি লখনউয়ের এই মাঝ বয়সি মহিলা ৷ মনের জোরকে সম্বল করেও তিনি দায়িত্ব নেন চার সন্তান ও সংসারের ৷ সম্প্রতি রিজওয়ানার একটি ছবি সামাঝিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত এই মহিলার পিঠে ফুড ডেলিভারি সংস্থা সুইগি'র ব্যাগ, হেঁটে চলেছেন রিজওয়ানা ৷ তবে রিজওয়ানা জানিয়েছেন, তিনি এই ফুড ডেলিভারি সংস্থার হয়ে কাজ করেন না ৷ তবে কেন তাঁর পিঠে ওই সংস্থার ব্যাগ ? তাও জানিয়েছেন তিনি (Lucknow Woman carrying Swiggy bag) ৷

আরও পড়ুন: প্রায় 400 পদ ! রাজকীয় 'জামাই আদর'

ইটিভি ভারতের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে রিজওয়ানা জানালেন তাঁর লড়াই, সংসার ও স্বামীর কথা ৷ তাঁর দাবি, সুইগি'র হয়ে ফুড ডেলিভারির কাজ তিনি করেন না ৷ সংস্থাটির সঙ্গে তিনি কাজের জন্য যোগাযোগও করেননি ৷ রিজওয়ানা জানিয়েছেন, স্বামী চলে যাওয়ার পর বাচ্চাদের বড় করে তুলতে তাঁর একটি কাজের দরকার ছিল ৷ ফলে তিনি হকার হিসেবে কিছু জিনিস বিক্রির কাজ শুরু করেন ৷ সেই কাজের জন্যই তাঁর একটি ব্যাগপ্যাকের দরকার ছিল, তাই 50 টাকা দিয়ে তিনি সুইগি লেখা ওই ব্যাগটি কেনেন (Woman with Swiggy bag in Lucknow) ৷

লড়াকু এই মহিলার দাবি, ওই ব্যাগ পিঠে কাজে যাওয়ার সময়েই কেউ তাঁর ছবি তুলে সোশাল মিডিয়ায় দিয়ে দিয়েছে ৷ তাঁর কথায়, "আমি জানতামও না, কখন আমার ছবি তোলা হল ও তা ভাইরাল হল ৷ পরে অন্য এক দোকানদার আমায় বিষয়টি জানান ৷" রিজওয়ানা জানিয়েছেন, অনেক খুঁজেও স্বামীর আর খোঁজ পাননি ৷ তাই হকারের কাজের পাশাপাশি একটি বাড়িতেও কাজ করেন তিনি ৷ সন্তানদের লেখাপড়া শিখিয়ে বড় করে তোলাই লক্ষ্য তাঁর ৷

রিজওয়ানার মুখোমুখি ইটিভি ভারত

লখনউ, 17 জানুয়ারি: উত্তরপ্রদেশের লখনউয়ের জনতানগরী কলোনির বাসিন্দা রিজওয়ানা ৷ বছর কয়েক আগেও সুখের সংসার ছিল রিজওয়ানা ও তাঁর স্বামীর ৷ পেশায় অটোরিকশা চালক ছিলেন তাঁর স্বামী ৷ কিন্তু তিন বছর আগে রিজওয়ানার স্বামীর রিকশাটি চুরি হয়ে যায় ৷ ফলে সমস্যায় পড়েন স্বামী-স্ত্রী ৷ তারই মধ্যে এই ধাক্কা সামলাতে না-পেরে একদিন বাড়ি ছেড়ে চলে যান রিজওয়ানার স্বামী ৷ ফলে চার পুত্র-কন্যার দায়িত্ব এসে রিজওয়ানার কাঁধে ৷

স্বামী ঘর ছাড়ায় প্রাথমিকভাবে অথৈজলে পড়লেও হাল ছাড়েননি লখনউয়ের এই মাঝ বয়সি মহিলা ৷ মনের জোরকে সম্বল করেও তিনি দায়িত্ব নেন চার সন্তান ও সংসারের ৷ সম্প্রতি রিজওয়ানার একটি ছবি সামাঝিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত এই মহিলার পিঠে ফুড ডেলিভারি সংস্থা সুইগি'র ব্যাগ, হেঁটে চলেছেন রিজওয়ানা ৷ তবে রিজওয়ানা জানিয়েছেন, তিনি এই ফুড ডেলিভারি সংস্থার হয়ে কাজ করেন না ৷ তবে কেন তাঁর পিঠে ওই সংস্থার ব্যাগ ? তাও জানিয়েছেন তিনি (Lucknow Woman carrying Swiggy bag) ৷

আরও পড়ুন: প্রায় 400 পদ ! রাজকীয় 'জামাই আদর'

ইটিভি ভারতের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে রিজওয়ানা জানালেন তাঁর লড়াই, সংসার ও স্বামীর কথা ৷ তাঁর দাবি, সুইগি'র হয়ে ফুড ডেলিভারির কাজ তিনি করেন না ৷ সংস্থাটির সঙ্গে তিনি কাজের জন্য যোগাযোগও করেননি ৷ রিজওয়ানা জানিয়েছেন, স্বামী চলে যাওয়ার পর বাচ্চাদের বড় করে তুলতে তাঁর একটি কাজের দরকার ছিল ৷ ফলে তিনি হকার হিসেবে কিছু জিনিস বিক্রির কাজ শুরু করেন ৷ সেই কাজের জন্যই তাঁর একটি ব্যাগপ্যাকের দরকার ছিল, তাই 50 টাকা দিয়ে তিনি সুইগি লেখা ওই ব্যাগটি কেনেন (Woman with Swiggy bag in Lucknow) ৷

লড়াকু এই মহিলার দাবি, ওই ব্যাগ পিঠে কাজে যাওয়ার সময়েই কেউ তাঁর ছবি তুলে সোশাল মিডিয়ায় দিয়ে দিয়েছে ৷ তাঁর কথায়, "আমি জানতামও না, কখন আমার ছবি তোলা হল ও তা ভাইরাল হল ৷ পরে অন্য এক দোকানদার আমায় বিষয়টি জানান ৷" রিজওয়ানা জানিয়েছেন, অনেক খুঁজেও স্বামীর আর খোঁজ পাননি ৷ তাই হকারের কাজের পাশাপাশি একটি বাড়িতেও কাজ করেন তিনি ৷ সন্তানদের লেখাপড়া শিখিয়ে বড় করে তোলাই লক্ষ্য তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.