ETV Bharat / bharat

একদিন নিখোঁজ থাকার পর উদ্ধার দগ্ধ দেহ, তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার দাবি স্থানীয়দের; তদন্তে পুলিশ - burnt Body Recovered

Burnt Body Recovered: মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ সেই কারণে পুলিশে অভিযোগ দায়ের করেছিল তরুণীর পরিবার ৷ বুধবার সেই মেয়েরই জ্বলন্ত দেহ উদ্ধার হল ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 9:46 AM IST

জলন্ধর, 14 ডিসেম্বর: একদিন নিখোঁজ থাকার পর বাড়ির পিছন থেকে উদ্ধার তরুণীর দগ্ধ দেহ ৷ 18 বছরের তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পঞ্জাবের জলন্ধরে ৷ জানা গিয়েছে, মেয়েটি মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল এবং বুধবার তাঁর পোড়া দেহ উদ্ধার করা হয়েছে । ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। শহরের বস্তি বাওয়া খেল দা এলাকা থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। খালি প্লটের পাশের বস্তা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ ৷ জানা গিয়েছে, নিহত তরুণী দশম শ্রেণির ছাত্রী ছিল । তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি । ঘটনাটি নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে দেখে পুলিশ দেহটি একটি দোকানের মধ্যে ঢুকিয়ে ভেতরে তালা দিয়ে শাটার বন্ধ করে দেয় ।

এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, ডিসিপি প্রথমে বিষয়টি তদন্ত করতে আসেন । তারপর ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছন । পরিবার বলছে, মঙ্গলবার তরুণী নিখোঁজ হওয়ার পরই থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশ কোনও পদক্ষেপ করার আগেই বুধবার সকালে একটি খালি প্লট থেকে তরুণীর দেহ পাওয়া যায় ।

এক পুলিশ আধিকারিক বলেন,"বাড়ির পিছন থেকেই মেয়েটির দেহ পাওয়া গিয়েছে । মেয়েটি গতকাল থেকে নিখোঁজ ছিল ৷ পরিবার তাকে খুঁজছিল এবং এর মধ্যেই তারা খালি প্লটে দেহ দেখতে পায় । মেয়েটির বাবার বক্তব্যের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করেছি এবং বিষয়টি তদন্ত করছি ।"

ঘটনায় কে বা কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির খুব কাছ থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনা ঘটায় কয়েকটি সন্দেহ ঘোরাফেরা করেছে তদন্তকারীদের মনে। এই ঘটনার সঙ্গে পরিবারের কেউ জড়িত কিনা তাও দেখা হচ্ছে। পাশাপাশি পারিবারিক শত্রুতার মতো বিষয় জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন :

1 বাড়ির নীচের দোকানে আগুন; ঝলসে মৃত একই পরিবারের 3, আশঙ্কাজনক আরও 3

2 স্বামীর গায়ের রং পছন্দ না হওয়ায় পেট্রল ঢেলে পুড়িয়ে খুন ! যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রীর

3 ছাগল চরাতে গিয়ে নিঁখোজ নাবালিকা, কয়লার চুল্লি থেকে দগ্ধ দেহ উদ্ধার

জলন্ধর, 14 ডিসেম্বর: একদিন নিখোঁজ থাকার পর বাড়ির পিছন থেকে উদ্ধার তরুণীর দগ্ধ দেহ ৷ 18 বছরের তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পঞ্জাবের জলন্ধরে ৷ জানা গিয়েছে, মেয়েটি মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল এবং বুধবার তাঁর পোড়া দেহ উদ্ধার করা হয়েছে । ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। শহরের বস্তি বাওয়া খেল দা এলাকা থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। খালি প্লটের পাশের বস্তা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ ৷ জানা গিয়েছে, নিহত তরুণী দশম শ্রেণির ছাত্রী ছিল । তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি । ঘটনাটি নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে দেখে পুলিশ দেহটি একটি দোকানের মধ্যে ঢুকিয়ে ভেতরে তালা দিয়ে শাটার বন্ধ করে দেয় ।

এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, ডিসিপি প্রথমে বিষয়টি তদন্ত করতে আসেন । তারপর ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছন । পরিবার বলছে, মঙ্গলবার তরুণী নিখোঁজ হওয়ার পরই থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশ কোনও পদক্ষেপ করার আগেই বুধবার সকালে একটি খালি প্লট থেকে তরুণীর দেহ পাওয়া যায় ।

এক পুলিশ আধিকারিক বলেন,"বাড়ির পিছন থেকেই মেয়েটির দেহ পাওয়া গিয়েছে । মেয়েটি গতকাল থেকে নিখোঁজ ছিল ৷ পরিবার তাকে খুঁজছিল এবং এর মধ্যেই তারা খালি প্লটে দেহ দেখতে পায় । মেয়েটির বাবার বক্তব্যের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করেছি এবং বিষয়টি তদন্ত করছি ।"

ঘটনায় কে বা কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির খুব কাছ থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনা ঘটায় কয়েকটি সন্দেহ ঘোরাফেরা করেছে তদন্তকারীদের মনে। এই ঘটনার সঙ্গে পরিবারের কেউ জড়িত কিনা তাও দেখা হচ্ছে। পাশাপাশি পারিবারিক শত্রুতার মতো বিষয় জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন :

1 বাড়ির নীচের দোকানে আগুন; ঝলসে মৃত একই পরিবারের 3, আশঙ্কাজনক আরও 3

2 স্বামীর গায়ের রং পছন্দ না হওয়ায় পেট্রল ঢেলে পুড়িয়ে খুন ! যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রীর

3 ছাগল চরাতে গিয়ে নিঁখোজ নাবালিকা, কয়লার চুল্লি থেকে দগ্ধ দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.