নয়াদিল্লি, 8 জানুয়ারি : নিজস্ব পরিচয় তৈরি করা এবং প্রচারের আলোয় আশাই উদ্দেশ্য ছিল ‘বুল্লি বাই’ অ্যাপের প্রস্তুতকারীর (Bulli Bai App Creators intention was to get publicity) ৷ তদন্ত শুরু করার পর এমনই তথ্য দিল্লি পুলিশের হাতে এসেছে ৷ প্রসঙ্গত, গত রবিবার বেঙ্গালুরু থেকে গ্রেফতার হওয়া যুবক নীরজ বিষ্ণোই বিতর্কিত বুল্লি বাই অ্য়াপ তৈরি করেছে বলে অভিযোগ ৷ ‘বুল্লি বাই’ অ্যাপে মূলত মুসলিম মহিলাদের নিয়ে অবমাননাকর পোস্ট করা এবং তাঁদের হেনস্থা করার মত বিষয়বস্তু পোস্ট করা হত ৷ যে ঘটনায় মুম্বই পুলিশের সাইবার সেল কয়েকদিন আগে বেঙ্গালুরু থেকে নীরজ বিষ্ণোই নামে একুশ বছরের এই যুবককে গ্রেফতার করেছে ৷
তবে, পুলিশের তরফে এমনটাও জানানো হয়েছে যে নীরজ বিষ্ণোইকে দিয়ে কেউ ‘বুল্লি বাই’ অ্যাপে মহিলাদের নিয়ে অবমাননাকর পোস্ট করাত, এমন প্রমাণ পাওয়া যায়নি ৷ আর সোশ্যাল মিডিয়া সাইটে যে সব বিষয়বস্তু তিনি ব্যবহার করেছেন, তাতে এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে (Niraj Bishnoi mastermind of Bulli bai case) ৷ এমনকি এর আগে একই রকম একটি মামলা, অর্থাৎ, ‘সুল্লি ডিলস’ এর সঙ্গেও নীরজের যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷ আর সে নিয়ে নিশ্চিত হতে, পুলিশ তদন্ত করছে ৷
কারণ, নীরজের বর্তমান নেটওয়ার্ক ‘সুল্লি ডিলস’র সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে (Bulli Bai App Creator Has A Link with Sulli Deals Mastermind) ৷ তাই নীরজ বিষ্ণোই যে ডিভাইস ব্যবহার করতেন, সেটিকে সাইবার শাখার আধিকারিকরা স্ক্যান করে দেখছেন ৷ পুলিশ এমনটাও মনে করছে, নীরজের মাধ্যমে ‘সুল্লি ডিলস’র মাথা অবধি পৌঁছতে পারবে তারা ৷ তবে, আশ্চর্যভাবে দক্ষিণ-পশ্চিম জেলায় নথিভুক্ত একটি মামলায় যেখানে একজন মহিলা সাংবাদিক অভিযোগ দায়ের করেছিলেন, সেখানে বিষ্ণোই নিজেকে সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসাবে জাহির করেন ৷ এতে তিনি সাইবার শাখার তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুন : Bulli Bai app blocked : মুসলিম মহিলাদের অসম্মানের অভিযোগ, ব্লক করা হল ‘বুল্লি বাই’ অ্যাপ
পুলিশের তরফে বলা হয়েছে, দিল্লি পুলিশে ওই মহিলা সাংবাদিক নিজের অভিযোগ দায়ের করার পর বিষ্ণোই দিল্লি পুলিশের সাইবার শাখাকে হোয়াটসঅ্যাপ কল করেছিলেন ৷ সেখানে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করেছিলেন ৷ তাঁর মূল উদ্দেশ্যে ছিল তদন্ত প্রক্রিয়া সম্পর্কে জানা এবং কতদূর পুলিশ এগিয়েছে তার খোঁজ রাখা ৷ যা তার ফোন রেকর্ডের মাধ্যমে পুলিশ জানতে পারে ৷ তবে, বিষ্ণোই এর আগেও টুইটারে একটি ভুয়ো প্রোফাইল খুলেছিলেন ৷ যেখানে অভিযোগকারীর ছবিতে বিকৃত মন্তব্য করেছিলেন তিনি ৷
পুলিশি জেরায় বুল্লি বাই অ্য়াপ তৈরির কথা স্বীকার করেছেন নীরজ বিষ্ণোই ৷ তিনি পুলিশকে জানিয়েছেন, বুল্লি বাইয়ের টুইটার ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাশাপাশি, গিটহাব সফ্টওয়্যার ডেভলপিং সিসটেম ব্যবহার করে বুল্লি বাই অ্যাপটিও তিনি করেছেন ৷ গতবছর নভেম্বর মাসে এই অ্যাপটি তৈরি করা হয় ৷ আর 31 ডিসেম্বর টুইটার অ্যাকাউন্ট তৈরি করেন নীরজ বিষ্ণোই ৷