ETV Bharat / bharat

Buffalo died due to Helicopter: হেলিকপ্টারের 'আওয়াজে' মোষের মৃত্যু, পাইলটের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় গেলেন মালিক - Buffalo died due to Helicopter

মালিক বলবীরের অভিযোগ, হেলিকপ্টারটি 10 ফুট উঁচু থেকে ফুল বর্ষণ করছিল (Flower Rain in Every Village of Behror) । তাতেই বিকট আওয়াজে মোষটির বেঘোরে প্রাণ গিয়েছে ।

Buffalo died due to Helicopter
Buffalo died due to Helicopter
author img

By

Published : Nov 13, 2022, 11:07 PM IST

বেহরোর, 13 নভেন্বর: বাড়ির সামনের উঠোনে মোষটি বাঁধা ছিল । ঠিক সেসময়েই মাথার উপর দিয়ে যাচ্ছিল একটি হেলিকপ্টার । সেটির 'বিকট আওয়াজেই' মারা যায় মোষটি (Strange Occurrence in Alwar) । এমনই দাবি করেছেন মোষের মালিক শুধু তাই নয়, গাফিলতির অভিযোগ তুলে পাইলটের নামে থানাতেও অভিযোগ জানিয়েছেন তিনি । ঘটনাটি ঘটেছে রাজস্থানের বেহরোরে (Application Against Helicopter Pilot) ।

গ্রামবাসীদের দাবি, হেলিকপ্টারের বিকট শব্দে বাড়িতে বাঁধা মোষটি মারা গেছে (Loud Sound of Helicopter) । বিষয়টি স্থানীয় প্রশাসনকেও জানিয়েছেন গ্রামবাসীরা । পাইলটের গাফিলতির কথা জানিয়ে বেহরোর থানায় একটি এফআইআর নথিভুক্ত করার আবেদন করেছেন মোষটির মালিক (Behror Buffalo Death Case) ।

জানা গিয়েছে, বিধায়ক বলজিৎ যাদবের সমর্থকদের ধন্যবাদ যাত্রার সময় হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করে কৃতজ্ঞতা প্রকাশ করার কর্মসূচি ছিল । রবিবার হেলিকপ্টারটি বেহরোর এলাকায় ফুল বর্ষণ করছিল । মালিক বলবীরের অভিযোগ, হেলিকপ্টারটি 10 ফুট উঁচু থেকে ফুল বর্ষণ করছিল (Flower Rain in Every Village of Behror) । তাতেই বিকট আওয়াজে মোষটির বেঘোরে প্রাণ গিয়েছে ।

Buffalo died due to Helicopter
পাইলটের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় গেলেন মালিক

বলভীর থানায় দেওয়া অভিযোগ পত্রে লিখেছেন, "হেলিকপ্টারে করে ফুল বর্ষণ করছিলেন বিধায়ক বলজিত যাদবের সমর্থকরা। পাইলটের গাফিলতিতে কম উচ্চতায় হেলিকপ্টারটি নামিয়ে আনা হয় । এতে আমার প্রায় দেড় লাখ টাকা মূল্যের মোষটি মারা গিয়েছে ।"

আরও পড়ুন: উৎসবের উপহার, মোষ পরবে দেড় কোটির সোনার হার

বেহরোর বিধায়ক বলজিৎ যাদব গত চার বছরের উন্নয়নমূলক কাজের জন্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিধানসভার প্রতিটি গ্রামের উপর থেকে ফুল বর্ষণের জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেছিলেন । রবিবার হেলিকপ্টারটি এলাকায় ফুল বর্ষণ করছিল । পুলিশ স্টেশনের ইনচার্জ বীরেন্দ্রপাল বিষ্ণোই জানিয়েছেন, মেডিকেল রিপোর্ট আসার পর মামলা দায়ের করা হবে ।

বেহরোর, 13 নভেন্বর: বাড়ির সামনের উঠোনে মোষটি বাঁধা ছিল । ঠিক সেসময়েই মাথার উপর দিয়ে যাচ্ছিল একটি হেলিকপ্টার । সেটির 'বিকট আওয়াজেই' মারা যায় মোষটি (Strange Occurrence in Alwar) । এমনই দাবি করেছেন মোষের মালিক শুধু তাই নয়, গাফিলতির অভিযোগ তুলে পাইলটের নামে থানাতেও অভিযোগ জানিয়েছেন তিনি । ঘটনাটি ঘটেছে রাজস্থানের বেহরোরে (Application Against Helicopter Pilot) ।

গ্রামবাসীদের দাবি, হেলিকপ্টারের বিকট শব্দে বাড়িতে বাঁধা মোষটি মারা গেছে (Loud Sound of Helicopter) । বিষয়টি স্থানীয় প্রশাসনকেও জানিয়েছেন গ্রামবাসীরা । পাইলটের গাফিলতির কথা জানিয়ে বেহরোর থানায় একটি এফআইআর নথিভুক্ত করার আবেদন করেছেন মোষটির মালিক (Behror Buffalo Death Case) ।

জানা গিয়েছে, বিধায়ক বলজিৎ যাদবের সমর্থকদের ধন্যবাদ যাত্রার সময় হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করে কৃতজ্ঞতা প্রকাশ করার কর্মসূচি ছিল । রবিবার হেলিকপ্টারটি বেহরোর এলাকায় ফুল বর্ষণ করছিল । মালিক বলবীরের অভিযোগ, হেলিকপ্টারটি 10 ফুট উঁচু থেকে ফুল বর্ষণ করছিল (Flower Rain in Every Village of Behror) । তাতেই বিকট আওয়াজে মোষটির বেঘোরে প্রাণ গিয়েছে ।

Buffalo died due to Helicopter
পাইলটের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় গেলেন মালিক

বলভীর থানায় দেওয়া অভিযোগ পত্রে লিখেছেন, "হেলিকপ্টারে করে ফুল বর্ষণ করছিলেন বিধায়ক বলজিত যাদবের সমর্থকরা। পাইলটের গাফিলতিতে কম উচ্চতায় হেলিকপ্টারটি নামিয়ে আনা হয় । এতে আমার প্রায় দেড় লাখ টাকা মূল্যের মোষটি মারা গিয়েছে ।"

আরও পড়ুন: উৎসবের উপহার, মোষ পরবে দেড় কোটির সোনার হার

বেহরোর বিধায়ক বলজিৎ যাদব গত চার বছরের উন্নয়নমূলক কাজের জন্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিধানসভার প্রতিটি গ্রামের উপর থেকে ফুল বর্ষণের জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেছিলেন । রবিবার হেলিকপ্টারটি এলাকায় ফুল বর্ষণ করছিল । পুলিশ স্টেশনের ইনচার্জ বীরেন্দ্রপাল বিষ্ণোই জানিয়েছেন, মেডিকেল রিপোর্ট আসার পর মামলা দায়ের করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.