নয়াদিল্লি, 25 মার্চ : বৃহস্পতিবার শেষ হয়ে গেল সংসদের বাজেট অধিবেশন ৷ নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই শেষ হয়ে গেল অধিবেশন ৷ সংসদ সূত্রে খবর, দেশের বিভিন্ন অংশে চলতে থাকা নির্বাচনের কথা মাথায় রেখেই অধিবেশন আগেই মুলতবি করা হল ৷ যদিও এই নিয়ে সরকারি ভাবে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷
উল্লেখ্য, চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী যুদ্ধ চলছে ৷ তাই সংশ্লষ্টি অঞ্চলের নেতারা ব্যস্ত প্রচার-সহ নির্বাচনী কর্মকাণ্ডে ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ৷ তাই তৃণমূল কংগ্রেসের তরফে সংসদের অধিবেশন বন্ধ করার আবেদন জানানো হয়েছিল ৷ কারণ, এতে তাদের নির্বাচনী কাজ কিছুটা হলেও ব্যহত হচ্ছে ৷
এই বছর সংসদের অধিবেশন শুরু হয় গত 29 জানুয়ারি ৷ প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণ দিয়েই শুরু হয় বাজেট অধিবেশন ৷ কিন্তু কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানাতে বিজেপি বিরোধী অনেক রাজনৈতিক দলই সেদিন উপস্থিত ছিল না রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের ভাষণে ৷
এর পর 1 ফেব্রুয়ারি পেশ হয় সাধারণ বাজেট ৷ তার পর থেকে বাজেট নিয়েই আলোচনা হয়েছে ৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সকালে বসেছে রাজ্যসভার অধিবেশন ৷ বিকেল 4টে থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত চলেছে লোকসভার অধিবেশন ৷
সেটা ছিল বাজেট অধিবেশনের প্রথম পর্ব ৷ সেই পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কৃষক বিক্ষোভ নিয়ে সরব হতে দেখা যায় রাহুল গান্ধি-সহ অন্য বিরোধী নেতাদের ৷ ফেব্রুয়ারির মাঝামাঝি শেষ হয়ে যায় বাজেট অধিবেশনের প্রথম পর্ব ৷
এর পর মার্চের 9 তারিখ শুরু হয় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ৷ যা চলার কথা ছিল আগামী 8 এপ্রিল পর্যন্ত ৷ এই পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করিয়ে নিয়ে কেন্দ্রীয় সরকার ৷ তার মধ্যে অন্যতম দিল্লি নিয়ে একটি বিল ৷ যা নিয়ে ব্যাপক বিতর্ক হয় ৷
আরও পড়ুন : তৃণমূলের হয়ে প্রচারে বঙ্গে আসছেন এনসিপির শরদ পওয়ার
এদিকে করোনা আক্রান্ত লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ তাই তিনি এখন উপস্থিত থাকতে পারছিলেন না৷ শেষ দিনেও তিনি ছিলেন না যথারীতি ৷