ETV Bharat / bharat

Pakistani Drone Shot Down: পঞ্জাবের গুরদাসপুরে গুলি চালিয়ে পাকিস্তানি ড্রোন নামাল বিএসএফ - পাকিস্তানি ড্রোন

এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে 177টি ড্রোন দেশে ঢোকার চেষ্টা করেছে ৷ এর মধ্যে মাত্র 7টি ড্রোনকেই নামাতে পেরেছে বিএসএফ (Drone at India Pakistan International Border) ৷

Pakistani Drone
ETV Bharat
author img

By

Published : Oct 14, 2022, 10:19 AM IST

Updated : Oct 14, 2022, 11:05 AM IST

গুরদাসপুর, 14 অক্টোবর: আরও একবার প্রতিবেশী দেশের ড্রোনকে গুলি করে নামাল সীমান্ত রক্ষী বাহিনী ৷ পঞ্জাবের গুরদাসপুর সেক্টরে শুক্রবার ভোরে ভারত-পাকিস্তান সীমান্তে এই ঘটনাটি ঘটে ৷ বিএসএফ-এর এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, ভোর 4.35 মিনিট নাগাদ বিএসএফ বাহিনী পাহারায় ছিল ৷ তারা সঙ্গে সঙ্গে এটিকে লক্ষ্য করে গুলি করেন এবং মাটিতে নামিয়ে আনেন (BSF shot Pakistani Drone in Punjab) ৷

সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর এলাকায় জোরদার তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ এই ড্রোন কোনও বিশেষ উদ্দেশ্যে এসেছিল কি না, তা জানার চেষ্টা চলছে ৷ গুরদাসপুরের বিএসএফ ডিআইজি প্রভাবকর জোশী বলেন, "বিএসএফ-এর সাহসী জওয়ানেরা পাকিস্তানের দিক থেকে ড্রোনটিকে আসতে দেখেন ৷ যে মুহূর্তে এটি ভারতের আকাশে ঢোকে, তড়িঘড়ি 17 রাউন্ড গুলি চালান তাঁরা৷ ড্রোনটিকে ভালো করে দেখা হবে ৷"

আরও পড়ুন: Pakistani Drone পঞ্জাবে সীমান্ত পেরিয়ে উড়ে এল পাক ড্রোন, গুলিবর্ষণে ফেরাল বিএসএফ

একটি সংবাদসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, মোট 191টি ড্রোনকে ভারত-পাকিস্তান সীমান্তে দেখা গিয়েছে ৷ এর মধ্যে 171টি ড্রোন পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্তের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে ৷ আর জম্মু সেক্টর দিয়ে 20টি ৷ ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত পঞ্জাব ও জম্মুতে 2022 সালের 1 জানুয়ারি থেকে 30 সেপ্টেম্বর সময়ে ইউএভি (Unmanned Aerial Vehicle) দেখা গিয়েছে ৷

তবে এই ড্রোনগুলি গুলির বেশির ভাগই পালিয়ে গিয়েছে ৷ বিএসএফ ভারত-পাকিস্তান সীমান্তে শুধুমাত্র 7টি ড্রোনকে নামিয়ে আনতে পেরেছে৷ এ বছরের 1 জানুয়ারি থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত পঞ্জাবের অমৃতসর, ফিরোজপুর এবং অবহার অঞ্চলে এই ড্রোনগুলিকে গুলি করে মাটিতে নামিয়ে আনা হয় ৷ বিএসএফ সূত্রে খবর, পাকিস্তানের দিক থেকে পঞ্জাব এবং জম্মুতে এ ধরনের ড্রোনগুলি ঢোকে অস্ত্র, বিস্ফোরক পদার্থ এবং মাদক নিয়ে ৷

গুরদাসপুর, 14 অক্টোবর: আরও একবার প্রতিবেশী দেশের ড্রোনকে গুলি করে নামাল সীমান্ত রক্ষী বাহিনী ৷ পঞ্জাবের গুরদাসপুর সেক্টরে শুক্রবার ভোরে ভারত-পাকিস্তান সীমান্তে এই ঘটনাটি ঘটে ৷ বিএসএফ-এর এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, ভোর 4.35 মিনিট নাগাদ বিএসএফ বাহিনী পাহারায় ছিল ৷ তারা সঙ্গে সঙ্গে এটিকে লক্ষ্য করে গুলি করেন এবং মাটিতে নামিয়ে আনেন (BSF shot Pakistani Drone in Punjab) ৷

সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর এলাকায় জোরদার তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ এই ড্রোন কোনও বিশেষ উদ্দেশ্যে এসেছিল কি না, তা জানার চেষ্টা চলছে ৷ গুরদাসপুরের বিএসএফ ডিআইজি প্রভাবকর জোশী বলেন, "বিএসএফ-এর সাহসী জওয়ানেরা পাকিস্তানের দিক থেকে ড্রোনটিকে আসতে দেখেন ৷ যে মুহূর্তে এটি ভারতের আকাশে ঢোকে, তড়িঘড়ি 17 রাউন্ড গুলি চালান তাঁরা৷ ড্রোনটিকে ভালো করে দেখা হবে ৷"

আরও পড়ুন: Pakistani Drone পঞ্জাবে সীমান্ত পেরিয়ে উড়ে এল পাক ড্রোন, গুলিবর্ষণে ফেরাল বিএসএফ

একটি সংবাদসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, মোট 191টি ড্রোনকে ভারত-পাকিস্তান সীমান্তে দেখা গিয়েছে ৷ এর মধ্যে 171টি ড্রোন পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্তের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে ৷ আর জম্মু সেক্টর দিয়ে 20টি ৷ ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত পঞ্জাব ও জম্মুতে 2022 সালের 1 জানুয়ারি থেকে 30 সেপ্টেম্বর সময়ে ইউএভি (Unmanned Aerial Vehicle) দেখা গিয়েছে ৷

তবে এই ড্রোনগুলি গুলির বেশির ভাগই পালিয়ে গিয়েছে ৷ বিএসএফ ভারত-পাকিস্তান সীমান্তে শুধুমাত্র 7টি ড্রোনকে নামিয়ে আনতে পেরেছে৷ এ বছরের 1 জানুয়ারি থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত পঞ্জাবের অমৃতসর, ফিরোজপুর এবং অবহার অঞ্চলে এই ড্রোনগুলিকে গুলি করে মাটিতে নামিয়ে আনা হয় ৷ বিএসএফ সূত্রে খবর, পাকিস্তানের দিক থেকে পঞ্জাব এবং জম্মুতে এ ধরনের ড্রোনগুলি ঢোকে অস্ত্র, বিস্ফোরক পদার্থ এবং মাদক নিয়ে ৷

Last Updated : Oct 14, 2022, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.