শিলং , 9 ডিসেম্বর : মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে 58টি বাংলাদেশি নৌকা বাজেয়াপ্ত করল বিএসএফ । নৌকা থেকে মোট 45 হাজার কেজি শুকনো মটর উদ্ধার করা হয়েছে । যার বাজারমূল্য প্রায় 68 লাখ টাকা । এগুলি প্লাস্টিকের ব্যাগে করে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে বিএসএফ-র তরফে জানানো হয়েছে ।
বিএসএফ-র মুখপাত্র ইউ কে নায়াল বলেন, "মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লাকরা নদী দিয়ে ভারতীয় ভূ-খণ্ডে ঢোকার সময় ওই কাঠের নৌকাগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে । সম্প্রতি সড়কপথে প্রচুর শুকনো মটর বাজেয়াপ্ত করা হয়েছে । বাধা এড়ানোর জন্য এবার নদীপথ ব্যবহার করে পাচারকারীরা ।"
মেঘালয়ের 443 কিলোমিটার ইন্দো-বাংলা সীমান্ত নদী , ঘন জঙ্গল , পার্বত্য অঞ্চল এবং সীমান্ত অঞ্চল নিয়ে গঠিত । পাচারকারীরা এই এলাকাকে সব ধরনের পাচার এবং অবৈধ ব্যবসার জন্য বেছে নেয় বলে জানা গেছে।