ETV Bharat / bharat

ভোটকেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু BSF জওয়ানের

author img

By

Published : Nov 3, 2020, 9:08 PM IST

গুজরাটে BSF ক্য়াম্পে পোস্টিং ছিলেন কে আর ভাই ৷ নির্বাচনের জন্য় বিহারে তাঁকে পাঠানো হয় ৷ সেখানেই এদিন তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ তৎক্ষণাত ওই জওয়ানকে হাজিপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷

bsf-official-dies-of-heart-attack-at-a-bihar-polling-booth
ভোট কেন্দ্রেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু BSF জওয়ানের

হাজিপুর, বিহার, ৩ নভেম্বর: বিহারে দ্বিতীয় দফার নির্বাচনে ডিউটিতে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হল এক BSF জওয়ানের ৷ ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার লালগঞ্জ বিধানসভার 181 নম্বর বুথে ৷ পুলিশ সূত্রে খবর, ভোটের ডিউটি করার মাঝেই বর্ডার সিকিউরিটি ফোর্সের সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই অফিসারের বুকে ব্য়থা ওঠে ৷

বছর পঞ্চান্নর নিহত BSF ওই জওয়ানের নাম কে আর ভাই ৷ তিনি গুজরাতের ভদোদরার বাসিন্দা ৷ গুজরাতে পোস্টিং ছিলেন তিনি ৷ নির্বাচনের জন্য় বিহারে তাঁকে পাঠানো হয় ৷ সেখানেই এদিন তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ তৎক্ষণাত ওই জওয়ানকে হাজিপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷

পুলিশ লালগঞ্জ বিধানসভায় কে আর ভাইয়ের সঙ্গে কর্মরত অন্য়ান্য় BSF জওয়ানদের বয়ান নিয়েছে ৷ সেই রিপোর্ট নির্বাচন কমিশন ও BSF-র কাছেও পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে খবর ৷

হাজিপুর, বিহার, ৩ নভেম্বর: বিহারে দ্বিতীয় দফার নির্বাচনে ডিউটিতে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হল এক BSF জওয়ানের ৷ ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার লালগঞ্জ বিধানসভার 181 নম্বর বুথে ৷ পুলিশ সূত্রে খবর, ভোটের ডিউটি করার মাঝেই বর্ডার সিকিউরিটি ফোর্সের সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই অফিসারের বুকে ব্য়থা ওঠে ৷

বছর পঞ্চান্নর নিহত BSF ওই জওয়ানের নাম কে আর ভাই ৷ তিনি গুজরাতের ভদোদরার বাসিন্দা ৷ গুজরাতে পোস্টিং ছিলেন তিনি ৷ নির্বাচনের জন্য় বিহারে তাঁকে পাঠানো হয় ৷ সেখানেই এদিন তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ তৎক্ষণাত ওই জওয়ানকে হাজিপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷

পুলিশ লালগঞ্জ বিধানসভায় কে আর ভাইয়ের সঙ্গে কর্মরত অন্য়ান্য় BSF জওয়ানদের বয়ান নিয়েছে ৷ সেই রিপোর্ট নির্বাচন কমিশন ও BSF-র কাছেও পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.