আমেদাবাদ, 26 ডিসেম্বর: অন্যায়ের প্রতিবাদ করায় গুরাতে খুন হতে হল এক বিএসএফ জওয়ানকে ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের খেড়া জেলার চাকলাসি থানার সূর্যনগর এলাকায় ৷ মৃত বিএসএফ জওয়ানের নাম মেল্জিভাই দয়াভাই বাঘেলা (56) ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (BSF Jawan Killed in Gujarat)৷
মৃতের পরিবারের দাবি, মেয়ের ভিডিয়ো তোলার প্রতিবাদ করায় প্রাণ হারাতে হয়েছে ওই বিএসএফ জওয়ানকে ৷ জানা গিয়েছে, এলাকার এক যুবক তাঁর মেয়ের আপত্তিকর ভিডিয়ো তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল ৷ বিষয়টির প্রতিবাদ করেন মেল্জিভাই দয়াভাই বাঘেলা নামে ওই বিএসএফ জওয়ান ৷ মৃতের পরিবারের অভিযোগ, সুনীল দিনেশভাই যাদব ওরফে শৈলেশ নামে বনীপুরা গ্রামের বাসিন্দা এক যুবক তাঁর মেয়ের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ৷ এর প্রতিবাদ করতে শনিবার রাতে অভিযুক্ত ওই যুবকের বাড়িতে যান ওই বিএসএফ জওয়ান ৷ তাঁর সঙ্গে যান ছেলে, স্ত্রী ও তার এক ভাগ্নে (BSF Jawan Killed in Gujarat for protesting against daughter obscene video)৷
আরও পড়ুন: কিশোরীর স্নানের দৃশ্য রেকর্ড ! মালদায় গ্রেফতার ভাড়াটিয়া যুবক
সেসময় বাড়িতে ছিল না অভিযুক্ত ওই যুবক ৷ কিন্তু তার পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ওই বিএসএফ জওয়ান ৷ মেল্জিভাই দয়াভাই বাঘেলার পরিবারের দাবি, অভিযুক্ত যুবকের বাবা, কাকা ও দাদা তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন ৷ লাঠি, বেলচা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে ৷ ঘটনস্থলেই মৃত্যু হয় সীমান্তরক্ষা বাহিনীর ওই সদস্যের ৷ এই হামলায় গুরুতর যখম হয়েছেন তাঁর ছেলেও ৷ ঘটনায় মোট 7 জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী মঞ্জুলাবেন (BSF Jawan Killed for protesting against daughter obscene video) ৷ অভিযোগ, খেড়া জেলায় অসামাজিক কাজকর্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷
প্রয়াত ওই জওয়ান বিএসএফের 56 নং ব্যটেলিয়নে কর্মরত ছিলেন ৷ 28 বছর ধরে বিএসএফে কর্মরত ছিলেন তিনি ৷ সোমবার তাঁকে যথাযোগ্য মর্যাদায় শেষ বিদায় জানানো হয় ৷ বিএসএফ আধিকারিকরা এদিন তাঁর গ্রামে যান ৷