জয়সলমের, 19 ডিসেম্বর: ভারত-পাক সীমান্তে সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা বাংলা বাসিন্দা বিএসএফ জওয়ানের ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, রাজস্থানের জয়সলমের জেলার তানোট থানা এলাকায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছে ৷ সীমান্তরক্ষী বাহিনীর 92 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান মহিন মওলা নিজের মাথা গুলি চালান বলে জানিয়েছে পুলিশ ৷ তবে, কেন তিনি নিজেকে গুলি করলেন ? তা জানতে তদন্ত শুরু করেছে তনোট থানার পুলিশ আধিকারিকরা ৷ তাঁর দেহ স্থানীয় রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে রাখা আছে ৷ পরিবারের সদস্যরা এলে ময়নাতদন্ত হবে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, এ দিন সীমান্তে ডিউটির সময় আচমকাই নিজের সার্ভিস রাইফেল থেকে মাথায় গুলি করেন মহিন মওলা ৷ গুলির শব্দে তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে আসেন ৷ তাঁরা দেখেন মাথায় গভীর ক্ষত ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মহিন ৷ পোস্টে থাকা বাকি জওয়ানরা জয়সলমেরের বিএসএফের অফিসে ঊর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি জানান ৷ খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশে বিষয়টি জানায় ৷ এরপর তানোট থানার আধিকারিকরা এবং বিএসএফ-এর কর্তারা ঘটনাস্থলে পৌঁছান ৷
পুলিশ সেখানে গিয়ে মহিন মওলার দেহ উদ্ধার করেছে ৷ তাঁর সার্ভিস রাইফেলটিও তদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ পাশাপাশি, পোস্ট উপস্থিত জওয়ানদের জিজ্ঞাসাবাদও করা হয় ৷ তাঁরা জানিয়েছেন, গুলি চালানোর শব্দ পেয়েছিলেন তাঁরা ৷ সেই শব্দকে অনুসরণ করে ঘটনাস্থলে এসে জওয়ানরা দেখেন, মহিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তাঁর সার্ভিস রাইফেলটিও পাশে পড়েছিল ৷ বিএসএফএফ-এর তরফে মহিন মওলার বাড়িতে খবর পাঠানো হয়েছে ৷
জানা গিয়েছে, মহিন মওলা পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ নিয়ম অনুযায়ী, পরিবারের সদস্যরা জয়সলমের পৌঁছালে, তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ তবে, কেন তিনি আত্মহত্যা করলেন ? তা এখনও ধোঁয়াশা ৷ কোনও রকম মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ব্যাটেলিয়নে মহিনের সহকর্মীদের এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷
আরও পড়ুন: