ETV Bharat / bharat

Brutal Murder: সম্পত্তি বিবাদে বধূ-সহ তিনজনকে খুন, অভিযুক্ত শ্বশুর-দেওর - অন্ধ্রপ্রদেশ

Brutal Murder in Property Disputes: স্বামীর মৃত্যুর দশদিনের মাথায় সম্পত্তি বিবাদে বধূকে খুনের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের নেল্লোরে ৷ অভিযুক্ত শ্বশুর ও দেওর ৷ বছর তিরিশের ওই যুবতীর সঙ্গে তাঁর বাবা ও ঠাকুরমাকেও খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ অভিযুক্তরা পলাতক ৷ খোঁজ মিলছে না নিহতের আট বছরের ছেলেরও ৷

Brutal Murder
Brutal Murder
author img

By

Published : Aug 7, 2023, 12:52 PM IST

কাভালি, 7 অগস্ট: নৃশংসভাবে তিনজনকে খুন করার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কোন্ডবিত্রগুন্ত গ্রামে ৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটে৷ সম্পত্তি বিবাদেই এই খুন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷ নিহতদের মধ্যে বছর তিরিশের এক মহিলা রয়েছেন ৷ সেই মহিলার স্বামী দশদিন আগেই মারা গিয়েছে ৷ তার জেরেই এই সম্পত্তি বিবাদ বলে জানা গিয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত মহিলার শ্বশুর ও দেওর ৷

পুলিশ জানিয়েছে, নিহতদের নাম হল - মৌনিকা, ভাদিকুপ্পা কৃষ্ণাইয়া ও আম্বাতি শান্তম্মা ৷ বছর 60 এর ভাদিকুপ্পা কৃষ্ণাইয়া হলেন মৌনিকার বাবা ৷ আর 74 বছর বয়সী আম্বাতি শান্তম্মা হলেন মৌনিকার ঠাকুরমা ৷ মৌনিতার স্বামী মান্দাতি মধুসূদন (31) দিনদশেক আগে মারা যান ৷ তিনি রেলের কর্মচারী ছিলেন ৷ শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয় ৷ দুই অভিযুক্তের নাম মাল্যদ্রি ও মৌলালি ৷ মাল্যদ্রি হলেন মধুসূদনের বাবা ৷ আর মৌলালি হলেন মধুসূদনের ভাই ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার ভোরে মৌনিকার বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা গিয়েছে ৷ তাঁদের মারধর করা হয়েছে বলে অনুমান স্থানীয়দের ৷ পুলিশ জানিয়েছে, স্থানীয়দের অনুমান সঠিক হতে পারে ৷ কারণ, নিহতদের তিনজনেরই মুখ মারাত্মকভাবে জখম হয়েছে ৷

এদিকে ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত ৷ খোঁজ মিলছে না মধুসূদন ও মৌনিকার আট বছরের ছেলে মনবিতেরও ৷ স্থানীয়রা জানিয়েছেন, মধুসূদন ও মৌনিকার ন’বছর আগে বিয়ে হয়েছিল ৷ তাঁদের একমাত্র ছেলে মনবিত ৷ পুলিশ তদন্ত করছে ৷ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন: বিয়ের চাপ দেওয়ায় ট্যাংকারের সামনে ধাক্কা, নিজামের শহরে প্রেমিকের হাতে খুন ?যুবতী !

কাভালি, 7 অগস্ট: নৃশংসভাবে তিনজনকে খুন করার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কোন্ডবিত্রগুন্ত গ্রামে ৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটে৷ সম্পত্তি বিবাদেই এই খুন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷ নিহতদের মধ্যে বছর তিরিশের এক মহিলা রয়েছেন ৷ সেই মহিলার স্বামী দশদিন আগেই মারা গিয়েছে ৷ তার জেরেই এই সম্পত্তি বিবাদ বলে জানা গিয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত মহিলার শ্বশুর ও দেওর ৷

পুলিশ জানিয়েছে, নিহতদের নাম হল - মৌনিকা, ভাদিকুপ্পা কৃষ্ণাইয়া ও আম্বাতি শান্তম্মা ৷ বছর 60 এর ভাদিকুপ্পা কৃষ্ণাইয়া হলেন মৌনিকার বাবা ৷ আর 74 বছর বয়সী আম্বাতি শান্তম্মা হলেন মৌনিকার ঠাকুরমা ৷ মৌনিতার স্বামী মান্দাতি মধুসূদন (31) দিনদশেক আগে মারা যান ৷ তিনি রেলের কর্মচারী ছিলেন ৷ শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয় ৷ দুই অভিযুক্তের নাম মাল্যদ্রি ও মৌলালি ৷ মাল্যদ্রি হলেন মধুসূদনের বাবা ৷ আর মৌলালি হলেন মধুসূদনের ভাই ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার ভোরে মৌনিকার বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা গিয়েছে ৷ তাঁদের মারধর করা হয়েছে বলে অনুমান স্থানীয়দের ৷ পুলিশ জানিয়েছে, স্থানীয়দের অনুমান সঠিক হতে পারে ৷ কারণ, নিহতদের তিনজনেরই মুখ মারাত্মকভাবে জখম হয়েছে ৷

এদিকে ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত ৷ খোঁজ মিলছে না মধুসূদন ও মৌনিকার আট বছরের ছেলে মনবিতেরও ৷ স্থানীয়রা জানিয়েছেন, মধুসূদন ও মৌনিকার ন’বছর আগে বিয়ে হয়েছিল ৷ তাঁদের একমাত্র ছেলে মনবিত ৷ পুলিশ তদন্ত করছে ৷ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন: বিয়ের চাপ দেওয়ায় ট্যাংকারের সামনে ধাক্কা, নিজামের শহরে প্রেমিকের হাতে খুন ?যুবতী !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.