ETV Bharat / bharat

Delhi Liquor Policy Scam: বৃহস্পতিবার ইডি-র সামনে ফের হাজিরা কবিতার - আবগারি দুর্নীতি মামলা

বুধবার সুপ্রিম কোর্ট ইডির সমন বাতিলের কবিতার জরুরি আবেদন মঞ্জুর করেনি ৷ এরপর এই বিআরএস নেত্রী বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেবেন (Kavitha to appear before ED today) ।

Kavitha to appear before ED today
দিল্লি আবগারি দুর্নীতি মামলা
author img

By

Published : Mar 16, 2023, 11:06 AM IST

হায়দরাবাদ, 16 মার্চ: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হবেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতা (Bharat Rashtra Samithi MLC K Kavitha) । তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Telangana Chief Minister K Chandrashekar Rao) (কেসিআর)-এর মেয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র সামনে হাজির হচ্ছেন । 45 বছর বয়সি বিআরএস নেত্রীকে (BRS leader) এর আগে শনিবার 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ছিল ইডি ।

কবিতা দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Scam) সুপ্রিম কোর্টের (Supreme Court) দারস্থ হন ৷ তাঁর আবেদন গ্রহণ করে জরুরি শুনানি হয় মামলায় ৷ আবেদনের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির জারি করা সমনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়টি 24 মার্চ শুনানি হবে বলে জানায় । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কবিতার মামলাটি শোনেন এবং 24 মার্চ বিআরএস নেত্রীর আবেদনের শুনানির করার কথা জানান । আবেদনের জরুরি শুনানির জন্য কবিতার আইনজীবী বলেন, "একজন মহিলাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্যালয়ে এভাবে ডাকার বিষয়টি সম্পূর্ণ আইন বিরোধী ।"

প্রসঙ্গত, এর আগে 11 মার্চ কবিতাকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে ৷ বিআরএস নেত্রীকে জিজ্ঞাসাবাদের সময় তিনি হায়দরাবাদ-ভিত্তিক ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইয়ের দেওয়া বিবৃতির মুখোমুখি হন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর ৷ এই ব্যবসায়ীকে আগের সপ্তাহে গ্রেফতার করে ইডি ৷ কবিতার একাধিক বেনামী সম্পত্তির সঙ্গে অরুণের ঘণিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ । ইডির সামনে হাজির হওয়ার আগে কবিতা দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন । এমনকী কেসিআর-এর দিল্লির বাসভবনে একটি সংক্ষিপ্ত বৈঠকের পর তাঁর ভাই এবং মন্ত্রী কেটি রামা রাও তাঁকে নিয়ে যান ইডি দফতরে বলে জানা গিয়েছে ।

এখনও পর্যন্ত আবগারি দুর্নীতি মামলায় ইডি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 12 জনকে গ্রেফতার করেছে । এর আগে বুধবার 13টি বিরোধী দলের নেতারা একটি বৈঠকে যোগ দিয়েছিলেন ৷ সেই বৈঠকের আয়োজন করেছিলেন কবিতা ৷ সর্বসম্মতভাবে সংসদের বাজেট অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পেশের দাবি করেছিলেন তাঁরা । কিন্তু বিলটি পেশ না হওয়ায় গত সপ্তাহে কবিতা সংসদের বর্তমান বাজেট অধিবেশনে বিলটি পেশের দাবিতে সারাদিনব্যাপী অনশনে বসেছিলেন ৷ এই কারণে অন্যদিন হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছিলেন কবিতা ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে গোপন যোগ ! শনিবার সকালে ইডি কার্যালয়ে গেলেন কে কবিতা

হায়দরাবাদ, 16 মার্চ: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হবেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতা (Bharat Rashtra Samithi MLC K Kavitha) । তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Telangana Chief Minister K Chandrashekar Rao) (কেসিআর)-এর মেয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র সামনে হাজির হচ্ছেন । 45 বছর বয়সি বিআরএস নেত্রীকে (BRS leader) এর আগে শনিবার 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ছিল ইডি ।

কবিতা দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Scam) সুপ্রিম কোর্টের (Supreme Court) দারস্থ হন ৷ তাঁর আবেদন গ্রহণ করে জরুরি শুনানি হয় মামলায় ৷ আবেদনের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির জারি করা সমনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়টি 24 মার্চ শুনানি হবে বলে জানায় । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কবিতার মামলাটি শোনেন এবং 24 মার্চ বিআরএস নেত্রীর আবেদনের শুনানির করার কথা জানান । আবেদনের জরুরি শুনানির জন্য কবিতার আইনজীবী বলেন, "একজন মহিলাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্যালয়ে এভাবে ডাকার বিষয়টি সম্পূর্ণ আইন বিরোধী ।"

প্রসঙ্গত, এর আগে 11 মার্চ কবিতাকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে ৷ বিআরএস নেত্রীকে জিজ্ঞাসাবাদের সময় তিনি হায়দরাবাদ-ভিত্তিক ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইয়ের দেওয়া বিবৃতির মুখোমুখি হন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর ৷ এই ব্যবসায়ীকে আগের সপ্তাহে গ্রেফতার করে ইডি ৷ কবিতার একাধিক বেনামী সম্পত্তির সঙ্গে অরুণের ঘণিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ । ইডির সামনে হাজির হওয়ার আগে কবিতা দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন । এমনকী কেসিআর-এর দিল্লির বাসভবনে একটি সংক্ষিপ্ত বৈঠকের পর তাঁর ভাই এবং মন্ত্রী কেটি রামা রাও তাঁকে নিয়ে যান ইডি দফতরে বলে জানা গিয়েছে ।

এখনও পর্যন্ত আবগারি দুর্নীতি মামলায় ইডি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 12 জনকে গ্রেফতার করেছে । এর আগে বুধবার 13টি বিরোধী দলের নেতারা একটি বৈঠকে যোগ দিয়েছিলেন ৷ সেই বৈঠকের আয়োজন করেছিলেন কবিতা ৷ সর্বসম্মতভাবে সংসদের বাজেট অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পেশের দাবি করেছিলেন তাঁরা । কিন্তু বিলটি পেশ না হওয়ায় গত সপ্তাহে কবিতা সংসদের বর্তমান বাজেট অধিবেশনে বিলটি পেশের দাবিতে সারাদিনব্যাপী অনশনে বসেছিলেন ৷ এই কারণে অন্যদিন হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছিলেন কবিতা ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে গোপন যোগ ! শনিবার সকালে ইডি কার্যালয়ে গেলেন কে কবিতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.