নয়াদিল্লি, 22 জুলাই: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে জোট ধর্ম পালনের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কার্যত নীরব ছিলেন বাম-কংগ্রেস প্রসঙ্গে। আর একদিনের মাথায় তারই পালটা বার্তা দিয়ে কার্যত কৃতজ্ঞতা প্রকাশ করলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত ? মালদার ঘটনা নিয়ে কার্যত শনিবার ঠারেঠোরে বিজেপিকেই কাঠগড়ায় তুললেন বৃন্দা। মণিপুরের তুলনায় এই ঘটনাকে অনেকটাই লঘু করে দেখতেই যে পছন্দ করছে বামেরা, তা বৃন্দার কথা থেকেই স্পষ্ট। একইসঙ্গে, মণিপুরের ঘটনার সঙ্গে এর কোনও তুলনা করা ঠিক হবে না বলেও স্পষ্ট জানান তিনি ।
মালদায় প্রকাশ্য বাজারে পুলিশের সামনেই দুই মহিলাকে বিবস্ত্র করে মারার অভিযোগ উঠেছে। যে ভিডিয়ো টুইট করে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য । একই সঙ্গে, মণিপুরে মহিলাদের নগ্ন করে প্রকাশ্য রাস্তায় ঘোরানের সঙ্গেও বাংলার ঘটনার তুলনা টানেন তিনি । এরপরই অবশ্য মুখ খুলেছেন সিপিএম নেত্রী । এদিন বৃন্দা কারাত মালদার ঘটনার নিন্দা করেও, সঙ্গে বিজেপিকেই দুষলেন । মালদায় দুই মহিলার উপর নির্যাতনের ঘটনার দায়ভার রাজ্য সরকারের বলেও বৃন্দা বলেন, "মালদার ঘটনাকে মণিপুরের সাথে তুলনা করা উচিত নয়। আর বিজেপি যেভাবে এই ভিডিয়ো দেখিয়ে মণিপুরের ঘটনাকে ছোট করে দেখাতে চাইছে তা আরও বেশি নিন্দনীয় । যে এলাকার ঘটনা সেখানে বিজেপির সাংসদও আছেন ।"
বৃন্দার এদিনের মন্তব্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে যতটা না শ্লেষ ছিল, তার থেকে অনেক বেশি ঝাঁঝ দেখা গিয়েছে বিজেপির বিরুদ্ধে । রাজনৈতিক মহলের দাবি, রাজ্যে কোনও ঘটনা ঘটলে বামেরা যেভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতেন সেই সুর অনেকটাই এদিন বৃন্দা কারাতের গলায় ম্রিয়মান শুনিয়েছে । উলটে এ ক্ষেত্রেও ভিডিয়ো পোস্ট করার জেরে তিনি সেই বিজেপিকেই অনেকাংশে বেশি দায়ী করেছেন । আর সবটাই জোট সমীকরণের জন্যই যে হচ্ছে তাও স্পষ্ট করছে ওয়াকিবহল মহল ।
সূত্রের খবর, বেঙ্গালুরুতে 26 অবিজেপি দলের জোটের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, একে অপরের বিরুদ্ধে কোনও রকম বিদ্বেষমূলক সমালোচনা করবে না তারা । এমনকী জোটের প্রতিটি রাজনৈতিক দলেরই এই মুহূর্তে একমাত্র নিশানা বস্তু বিজেপি এবং নরেন্দ্র মোদি । আর যার সুর শুক্রবার একুশের শহিদ দিবসের মঞ্চ থেকেই বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বাম এবং কংগ্রেসের বিরুদ্ধে একটিও বিদ্বেষমূলক মন্তব্য করতে শোনা যায়নি মমতাকে । আর এদিন বৃন্দা কারাতও সেই পথেই সাবধানী পদেই হাঁটলেন ।
অন্যদিকে, এদিন মণিপুর ঘটনায় মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। তবে এদিন মণিপুরের ঘটনার নিন্দা করতে গিয়ে মালদার প্রসঙ্গও টেনে এনেছেন তিনি । একই সঙ্গে কটাক্ষ করেছেন কংগ্রেসকেও । তিনি বলেন, "জোটের স্বার্থে মালদা নিয়ে চুপ রয়েছে কংগ্রেস । কোনও প্রতিবাদ শোনা যাচ্ছে না তাদের তরফ থেকে ।"