পটনা, 18 ডিসেম্বর: আবারও সেতু ভেঙে (Bridge Collapsed) বিপত্তি ৷ এবারের ঘটনাস্থল বিহার ৷ সূত্রের খবর, রাজ্যের বেগুসরাইয়ের (Begusarai) সাহেবপুর কমল (Sahebpur Kamal) এলাকায় রবিবার সকালে ভেঙে পড়ে একটি কংক্রিটের সেতু ৷ সেটি বুড়ি গণ্ডক নদীকে (Burhi Gandak River) এপাড়-ওপাড় জুড়ে রেখেছিল ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি জোড়ের জায়গা থেকে সেতুর একাংশ ভেঙে নদীতে পড়ে যায় ৷ উল্লেখ্য, 2016 সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী নাবার্ড প্রকল্পের আওতায় এই সেতু নির্মাণের কাজ শুরু করা হয় ৷ সেই নির্মাণ প্রক্রিয়া শেষ হয় 2017 সালের অগাস্ট মাসে ৷ গঠনগত দিক দিয়ে বিচার করলে এটি একটি 'হাই লেভেল আরসিসি ব্রিজ' (High Level RCC Bridge) ৷ তথ্য বলছে, সেতু তৈরির কাজ পাঁচবছর আগেই শেষ হলেও সংশ্লিষ্ট অ্য়াপ্রোচ রোডের কাজ এখনও শেষ হয়নি ৷ ফলে সেতুটি ব্যবহার করার অবস্থায় ছিল না ৷
আরও পড়ুন: মোরবি সেতু বিপর্যয়ে বাঁচিয়েছিলেন বহু মানুষের প্রাণ, জিতলেন বিজেপি'র কান্তিলাল
সেতুটিতে যানচলাচল শুরু না হওয়ায় একদিকে স্বস্তির সুর শোনা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের গলায় ৷ তাঁদের বক্তব্য, যেভাবে সেতুটি ভেঙে পড়েছে, তাতে যানচলাচল হলে বহু হতাহতের ঘটনা ঘটত ৷ কিন্তু, একইসঙ্গে বাসিন্দারা প্রশ্ন তুলছেন, মাত্র পাঁচবছর আগে যে সেতুর নির্মাণকাজ শেষ হয় এবং যে সেতু দিয়ে এখনও পর্যন্ত যানচলাচল শুরুই হয়নি, তা এভাবে ভেঙে পড়ল কীভাবে !
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিন কয়েক আগেই সেতুটিতে বেশ বড়সড় একটি ফাটল দেখা গিয়েছিল ৷ দূর থেকেই চোখে পড়ছিল সেটি ৷ কিন্তু, তারপরও সেটি মেরামতির কোনও উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তার জেরেই এই ঘটনা কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷ উল্লেখ্য, এই সেতুটি নির্মাণের দায়িত্বে ছিল ভগবতী কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদার সংস্থা ৷ রবিবার সকালে সেতুটি ভেঙে পড়ার পর তাদের তরফে, বা সরকারের পক্ষ থেকে কাউকে সেভাবে এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি ৷