দিল্লি, 25 জানুয়ারি: প্রায় 9 মাস ধরে লাদাখ সীমান্তে চলা ভারত ও চিনের মধ্যে চাপানউতোর কি কিছুটা প্রশমিত হতে চলেছে? দু'দেশের নবম দফার বৈঠকে তেমনই ইঙ্গিত মিলেছে। বৈঠক ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে দাবি করেছে দিল্লি। খুব শিগগিরই ভারত ও চিনের সেনাবাহিনী নিজেদের অবস্থান থেকে পিছু হঠবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, রবিবার চিনের ভূখণ্ড মলডো-চুশুল সীমান্তে বৈঠকে মিলিত হন ভারত ও চিনের সেনা কর্তারা। 15 ঘণ্টা ধরে চলা ম্যারাথন বৈঠকে দু'পক্ষই নরম মনোভাব দেখিয়েছে এবং সমঝোতার পথে ঐক্যমত্য হয়েছে।
সরকারের তরফে বলা হয়, ''এই দফা বৈঠক ইতিবাচক, বাস্তববাদী এবং গঠনমূলক হয়েছে বলে সম্মত দু'পক্ষই। দুই তরফই ফ্রন্টলাইন বাহিনী থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। আলোচনার প্রক্রিয়া খুব ভালো ছিল। দুপক্ষই শান্তি বজায় রাখতে একমত হয়েছে।'' ডি-এসকেলেশনের দ্রুত দিনক্ষণ ঠিক করতে খুব শিগগিরই দশম দফার বৈঠকে বসবে দু'দেশের বাহিনী।
আরও পড়ুন: এবার সিকিম, ফের ভারত-চিন সেনা সংঘর্ষ সীমান্তে
এদিকে, সিকিম সীমান্তের নাকু লা সীমান্তে ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায় ফের উত্তেজনা ছড়ায়। গত সপ্তাহে এই ঘটনা ঘটে৷ আগেরবারও প্রকৃত নিয়ন্ত্রণরেখা দিয়ে ভারতের দিকে ঢুকে পড়ার চেষ্টা করছিল চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ৷ এ বারও সিকিমের নাকু লায় একই ধরনের ঘটনা ঘটেছে৷ তখনই ভারতীয় সেনা বাধা দেয়৷ এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়৷ এই ঘটনায় ভারতীয় সেনা ও পিএলএ দুই পক্ষের মধ্যে বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন৷