ETV Bharat / bharat

Died after Eating Ice Cream: মারতে চেয়েছিলেন ভাইয়ের বউকে ! ভুল করে বিষ মেশানো আইসক্রিম খেয়ে মৃত্যু ভাইপোর - Boy Died after Eating Ice Cream

পারিবারিক শত্রুতার জেরে ভাইয়ের বউকে মারতে চেয়েছিল ননদ ৷ সেই মতো আইসক্রিমে বিষ মিশিয়ে রাখা ছিল ৷ কিন্তু তারা সেদিন বাড়িতে না থাকায় সেই আইসক্রিম খেয়ে ফেলে ভাইয়ের নাবালক ছেলে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 21, 2023, 10:11 PM IST

তাহিরার দোকানে থাকার মুহূর্তের সিসিটিভি ফুটেজ

কোঝিকোড়, 21 এপ্রিল: আইসক্রিম খেয়ে ছাত্রমৃত্যুর ঘটনাকে খুন বলে জানাল পুলিশ ৷ সোমবার কেরলের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যায় আহমেদ হাসান রিফাই (12) নামে এক বালক ৷ সে আরিককুলামের স্থানীয় বাসিন্দা কোরোথ মুহাম্মাদালির ছেলে ৷ এই ঘটনায় মুহাম্মদালির বোন বছর আটত্রিশের তাহিরাকে গ্রেফতার করেছে স্থানীয় কয়লান্দি থানার পুলিশ ৷

বিষ মেশানো আইসক্রিম খাওয়াতেই বালকের মৃত্যুর হয়েছে বলে জানা গিয়েছে ৷ আরিককুলামের একটি দোকান থেকে কেনা আইসক্রিমে বিষ মেশানো হয়েছিল ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে এই বিষ মেশানোর কথা স্বীকার করেছেন ৷ তিনি জানান, মুহাম্মদালির স্ত্রীকে খাওয়ানোর জন্য তিনি এই কাজ করেছিলেন ৷ কিন্তু তারা বাড়িতে না থাকায় ছেলেটি বিষ মেশানো আইসক্রিমটি খেয়ে ফেলে ৷ দুই পরিবারই পাশাপাশি বাড়িতে বসবাস করে ৷ তবে তাহিরা মানসিক রোগে ভুগছেন বলেও জানিয়েছে পুলিশ ৷

রবিবার ছেলেটি বিষ মেশানো আইসক্রিম খেয়ে ফেলে ৷ তারপর থেকেই সে বমি করতে থাকে ৷ তখন তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাতেও সুস্থ না হওয়ায় সোমবার সকালে তাকে কয়লান্দি তালুক হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে অবস্থার অবনতি হওয়ায় কিছুক্ষণ পরই তাকে কালিকট মেডিক্যাল কলেজে রেফার করা হয় ৷ এরপরও সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবারই তার মৃত্যু হয় ৷ মৃতদেহ কালিকট মেডিক্যাল কলেজে আনার পর কয়লান্ডিপুলিশ তদন্তের প্রস্তুতি নেয় ৷

এরপর স্বাস্থ্য বিভাগ, খাদ্য নিরাপত্তা বিভাগ পুলিশ ও ফরেনসিক বিভাগ যে দোকান থেকে আইসক্রিম কেনা হয়েছিল সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ৷ পরীক্ষা চলাকালীন দোকান বন্ধ ছিল ৷ কিন্তু ময়নাতদন্তে শরীরে অ্যামোনিয়াম ফসফরাসের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ এই রিপোর্টের ভিত্তিতেই কয়লান্দি থানার পুলিশ তদন্ত শুরু করে ৷ গত তিনদিন ধরে পুলিশ এই বিষয়ে অনেককে জিজ্ঞাসাবাদ করে ৷

এরপর তাহিরাকে নিয়ে পুলিশের তদন্ত শেষ হয় ৷ কারণ তাহিরাই পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে বিষ মেশানোর কথা ৷ ব্যক্তিগত শত্রুতার জের ধরে মুহাম্মদালির স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিল তাহিরা ৷

আরও পড়ুন : যুবককে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

তাহিরার দোকানে থাকার মুহূর্তের সিসিটিভি ফুটেজ

কোঝিকোড়, 21 এপ্রিল: আইসক্রিম খেয়ে ছাত্রমৃত্যুর ঘটনাকে খুন বলে জানাল পুলিশ ৷ সোমবার কেরলের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যায় আহমেদ হাসান রিফাই (12) নামে এক বালক ৷ সে আরিককুলামের স্থানীয় বাসিন্দা কোরোথ মুহাম্মাদালির ছেলে ৷ এই ঘটনায় মুহাম্মদালির বোন বছর আটত্রিশের তাহিরাকে গ্রেফতার করেছে স্থানীয় কয়লান্দি থানার পুলিশ ৷

বিষ মেশানো আইসক্রিম খাওয়াতেই বালকের মৃত্যুর হয়েছে বলে জানা গিয়েছে ৷ আরিককুলামের একটি দোকান থেকে কেনা আইসক্রিমে বিষ মেশানো হয়েছিল ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে এই বিষ মেশানোর কথা স্বীকার করেছেন ৷ তিনি জানান, মুহাম্মদালির স্ত্রীকে খাওয়ানোর জন্য তিনি এই কাজ করেছিলেন ৷ কিন্তু তারা বাড়িতে না থাকায় ছেলেটি বিষ মেশানো আইসক্রিমটি খেয়ে ফেলে ৷ দুই পরিবারই পাশাপাশি বাড়িতে বসবাস করে ৷ তবে তাহিরা মানসিক রোগে ভুগছেন বলেও জানিয়েছে পুলিশ ৷

রবিবার ছেলেটি বিষ মেশানো আইসক্রিম খেয়ে ফেলে ৷ তারপর থেকেই সে বমি করতে থাকে ৷ তখন তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাতেও সুস্থ না হওয়ায় সোমবার সকালে তাকে কয়লান্দি তালুক হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে অবস্থার অবনতি হওয়ায় কিছুক্ষণ পরই তাকে কালিকট মেডিক্যাল কলেজে রেফার করা হয় ৷ এরপরও সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবারই তার মৃত্যু হয় ৷ মৃতদেহ কালিকট মেডিক্যাল কলেজে আনার পর কয়লান্ডিপুলিশ তদন্তের প্রস্তুতি নেয় ৷

এরপর স্বাস্থ্য বিভাগ, খাদ্য নিরাপত্তা বিভাগ পুলিশ ও ফরেনসিক বিভাগ যে দোকান থেকে আইসক্রিম কেনা হয়েছিল সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ৷ পরীক্ষা চলাকালীন দোকান বন্ধ ছিল ৷ কিন্তু ময়নাতদন্তে শরীরে অ্যামোনিয়াম ফসফরাসের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ এই রিপোর্টের ভিত্তিতেই কয়লান্দি থানার পুলিশ তদন্ত শুরু করে ৷ গত তিনদিন ধরে পুলিশ এই বিষয়ে অনেককে জিজ্ঞাসাবাদ করে ৷

এরপর তাহিরাকে নিয়ে পুলিশের তদন্ত শেষ হয় ৷ কারণ তাহিরাই পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে বিষ মেশানোর কথা ৷ ব্যক্তিগত শত্রুতার জের ধরে মুহাম্মদালির স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিল তাহিরা ৷

আরও পড়ুন : যুবককে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.