নয়াদিল্লি, 27 মার্চ: শুরুর কয়েক মিনিটের মধ্য়েই স্থগিত করে দিতে হল লোকসভা ও রাজ্য়সভার অধিবেশন ৷ সোমবার সকাল থেকেই রণং দেহী মেজাজে ছিলেন কংগ্রেস সাংসদরা ৷ এদিন অধিবেশন শুরু হতেই রাহুল গান্ধি ইস্য়ুতে সংসদের দুই কক্ষেই বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা ৷ এরপরই দুপুর পর্যন্ত সংসদের দুই কক্ষের অধিবেশনই মুলতুবি হয়ে যায় ৷ (Rahul Gandhi Issue Parliament Adjourned)
রাহুল ইস্য়ুতে ক্রমেই ঝাঁঝ বাড়াচ্ছে কংগ্রেস ৷ পাশাপাশি রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের পর কাছাকাছি এসেছে বিরোধীরাও ৷ এতদিন কংগ্রেসের ডাকা বৈঠক এড়িয়ে গিয়েছে তৃণমূল ৷ কিন্তু যেভাবে রাহুলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না-দিয়ে তাঁর সাংসদ পদ খারিজ করে দিয়েছেন লোকসভার অধ্য়ক্ষ, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও ৷ এরপরই রবিবার লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় জানান, এদিন কংগ্রেসের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরা থাকবেন ৷ বিরোধীদের সঙ্গে কথা বলতেই বৈঠকের ডাক দিয়েছিল কংগ্রেস। রাজনৈতিক মহলের দাবি, রাহুলের ঘটনায় বিরোধী জোটের ক্ষেত্রে যে দূরত্ব ছিল তা ঘুচেছে ৷
আরও পড়ুন : বিলকিস বানোর ধর্ষকের সঙ্গে একই মঞ্চে বিজেপি নেতারা, ছবি টুইট মহুয়ার
অন্যদিকে, এদিন গণতন্ত্র রক্ষার দাবিতে কালো পোশাক পরে এবং মুখে কালো কাপড় বেঁধে প্রথমে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সেই বিক্ষোভেও অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরাও সামিল হয়েছিল ৷ এরপর সংসদের অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা ৷ সেইসঙ্গে আদানি এবং রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ ইস্য়ুতে সংসদের দুই কক্ষোই স্লোগান দিতে থাকে বিরোধী সাংসদরা ৷ এরপরই দুপুর দু'টো পর্যন্ত লোকসভার অধিবেশন স্থগিত করে দেন অধ্য়ক্ষ ৷ অন্য়দিকে বিকেল চারটে পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন রাজ্য়সভার চেয়ারম্য়ান ৷ এদিন মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই ইস্য়ুতে সমর্থন জানানোর জন্য় আমরা বিরোধী দলগুলির কাছে কৃতজ্ঞ ৷ আমরা তাদের প্রত্য়েককে স্বাগত জানাচ্ছি যারা গণতন্ত্র এবং দেশের সংবিধান রক্ষার জন্য় এগিয়ে আসবেন ৷ "