নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: আদানি গ্রুপের (Adani Group issue) বিরুদ্ধে প্রতারণামূলক লেনদেনের অভিযোগে উত্তাল হয়ে উঠল সংসদের উভয় কক্ষ (Parliament Adjourned)৷ এই বিষয়ে আলোচনার দাবিতে বিরোধী সাংসদদের (Opposition demanding discussion on Adani) বিক্ষোভ ও স্লোগানে শুক্রবার তুমুল হই-হট্টগোল শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশনে ৷ বাধ্য হয়ে সংসদের উভয় কক্ষই মুলতুবি করে দিতে হয় (Parliament Adjourned)৷ রাজ্যসভা দুপুর আড়াইটে পর্যন্ত মুলতবি করা হয়েছে ৷ আর লোকসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে ।
মুলতুবি প্রস্তাব আনার নোটিশ খারিজ ধনকড়ের: মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগের পর আদানি গ্রুপ ইস্যুতে আলোচনার দাবিতে বিভিন্ন বিরোধী দলের সাংসদরা মুলতুবি প্রস্তাব আনার নোটিশ দিয়েছিলেন ৷ শুক্রবার সংসদের উচ্চকক্ষে অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যেই চেয়ারম্যান জগদীপ ধানকড় এমন 15টি মুলতবি নোটিশ খারিজ করেন । রাজ্যসভার চেয়ারম্যান কক্ষের শৃঙ্খলা বজায় রাখা এবং তালিকাভুক্ত সংসদের কাজকর্ম শুরু করার জন্য বিরোধী সাংসদদের শান্ত হতে অনুরোধ করেন ৷ তবে তার পরেও বিরোধীরা নিজেদের অবস্থানে অনড় থাকেন এবং তাঁদের প্রতিবাদ জারি রাখেন ।
রাজ্যসভার অধিবেশন মুলতুবি: চেয়ারম্যান ধনকড় প্রতিবাদী সাংসদদের উদ্দেশে বলেন, সংসদ হল গণতন্ত্রের ধ্রুবতারা, এটি আলোচনার জায়গা, ঝামেলার জায়গা নয় । ধনকড়ের কথায়, "আমি বিভিন্ন সদস্যদের কাছ থেকে বিধি 267-এর অধীনে 15টি নোটিশ পেয়েছি...আমি সমস্ত নোটিশ দেখেছি । সেগুলিকে মেনে নিতে পারছি না কারণ এগুলি 267 বিধির প্রয়োজনীয়তা পূরণ করছে না ৷" তিনি এ কথা বলার পরই হইচই শুরু করেন বিরোধী সাংসদরা ৷ তখন চেয়ারম্যান দুপুর আড়াইটে পর্যন্ত রাজ্যসভার কার্যক্রম মুলতুবি করে দেন ৷
আরও পড়ুন: আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি বা আদালতের নজরদারিতে তদন্তের দাবি বিরোধীদের
মুলতুবি লোকসভার অধিবেশন: লোকসভাতেও দেখা গিয়েছে একই ছবি ৷ আদানি গ্রুপের কোম্পানির স্টকগুলিতে জালিয়াতির অভিযোগের তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সরব হন বিরোধী সাংসদরা ৷ তাঁদের বিক্ষোভের জেরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার অধিবেশন । তবে 2টোয় অধিবশন শুরুর পরেই বিরোধী সাংসদরা উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন ৷ ফলে ফের মুলতুবি করে দিতে হয় অধিবেশন ৷
রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপনে বিরোধীদের যোগ দিতে বললেন স্পিকার: প্রতিবাদী সাংসদদের কক্ষে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে স্পিকার ওম বিড়লা বলেন যে, তাঁদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়া উচিত কারণ এটি কার্যধারার একটি গুরুত্বপূর্ণ অংশ । তিনি আরও বলেন যে, বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করবে নিম্নকক্ষ ৷ এ বার দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতির দ্বারা সংসদের যৌথ অধিবেশনে প্রথম ভাষণ ছিল । সদস্যদের এতে অংশগ্রহণ করতে হবে ।
স্পিকার বলেন যে, বিরোধীরা যথাযথ নোটিশ দিলে তিনি তাঁদের সমস্যাগুলি কক্ষে উত্থাপন করার জন্য যথেষ্ট সময় দিতে প্রস্তুত । তবে এরপরেও বিরোধী সাংসদরা তাঁদের বিক্ষোভ অব্যাহত রাখে, যার ফলে লোকসভা দুপুর 2টা পর্যন্ত মুলতবি করা হয় ।