দিল্লি ,15 ডিসেম্বর : ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি ৷ এই নিয়ে বিদেশমন্ত্রী জয়শংকর বলেন, তাঁর এই সফর ভারত-ব্রিটেন সম্পর্কে এক নতুন যুগের সূচনা করবে ৷
বরিস জনসন এই নিয়ে এক বিবৃতিতে বলেন, "আগামী বছর ভারত সফর নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত । এটা গ্লোবাল ব্রিটেনের কাছে একটা সুংসবাদ । আমি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার অপেক্ষায় রয়েছি ।"
ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাব বলেন, প্রধানমন্ত্রী জনসন ভারতের প্রজাতন্ত্র দিবসে অতিথি হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন । এটা খুবই সম্মানের বিষয় । আগামী বছর ব্রিটেনে জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে আমন্ত্রণও জানানো হয়েছে ।
জয়শংকর বলেন,"আন্তর্জাতিক রাজনীতিতে যে বিরাট পরিবর্তন হয়েছে তা আপনারা সবাই লক্ষ্য করেছেন ৷ আমরা উভয়েই বিশ্বাস করি, আমরা পারস্পরিক উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করব ৷" আরও পড়ুন : রাষ্ট্রসঙ্ঘে শান্তি ও সংস্কৃতি প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানকে একহাত ভারতের