দিসপুর (অসম), 27 জুলাই : অসম-মিজোরাম সীমান্ত সংঘর্ষে মৃত অসম পুলিশ ও আধাসেনার সংখ্যা দাঁড়াল 7 ৷ আহত অন্ততপক্ষে 65 ৷ এবার প্রেসবিজ্ঞপ্তি দিয়ে প্রতিবেশী রাজ্যকে এই সংঘর্ষ থামাতে আর্জি জানাল অসম সরকার ৷ সোমবার পুরনো বিবাদের জেরে দুই রাজ্যের সীমান্ত এলাকা লায়লাপুরে রীতিমতো তাণ্ডব চলে ৷ অশান্তি থামাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হস্তক্ষেপ করার কথা জানিয়ে টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷
এই প্রেস বিজ্ঞপ্তিতে অসম সরকার জানিয়েছে, দুই-রাজ্যের মধ্যে থাকা চুক্তি আরেকবার লঙ্ঘন করেছে মিজোরাম ৷ তারা সীমান্তের স্থিতাবস্থা (status quo) ভেঙে অসমের রেঙ্গতি বস্তি (Rengti Basti) অঞ্চলের দিকে একটি রাস্তা তৈরির কাজ শুরু করেছে ৷ সোমবার সকালে সমস্যার সমাধান করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অসম প্রশাসনের আধিকারিকের একটি বিশেষ দল ওই এলাকায় পৌঁছায় ৷ মিজোরামকে স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার অনুরোধ জানায় তারা ৷ এই বিশেষ দলে ছিলেন আইজিপি (IGP), ডিআইজি (DIG), কাছার (Cachar) জেলার ডিসি, ডিএফও ৷ দুঃখের বিষয়, মিজোরামের তরফে একদল উত্তেজিত জনতা তাঁদের ঘিরে ধরে ৷
এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ওই বিক্ষুব্ধ জনতা মাথায় হেলমটে পরে অস্ত্র নিয়ে তেড়ে আসছিল ৷ এই দৃশ্য ভিডিয়ো ফুটেজে স্পষ্ট ৷ তারা অসমের আধিকারিকদের উপর পাথর ছুড়তে থাকে, ডিসি-র গাড়ি-সহ তিনটি গাড়ি ভাঙচুর করে ৷ মিজোরাম পুলিশ প্রতিনিধি দলকে নিশানা করে অনবরত টিয়ার গ্যাস শেল ফাটাতে থাকে ৷ আইজিপি আহত হন ৷ বিকেলে এসপি কোলাসিব (SP Kolasib) অসমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন ৷ বিক্ষুব্ধ জনতাকে নিজের হাতে আইন তুলে নেওয়া থেকে রুখে, শান্তি বজায় রাখার আবেদন জানানো হয় এই আলোচনায় ৷
আরও পড়ুন : Assam-Mizoram Border Violence : অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষে মৃত 6 আধাসেনা
মিজোরামের আধিকারিকরা উত্তেজিত জনতার সঙ্গে কথা বলতে গেলেও এসপি কোলাসিব (SP Kolasib) সাড়ে 4টে নাগাদ ফিরে এসে জানান যে তাঁরা ওই অশান্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না ৷ এমনকি এসপি কোলাসিব (SP Kolasib) অসমের আধিকারিকদের সঙ্গে কথা বলার সময়েও মিজোরামের পুলিশ এলএমজি-র (LMG) মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে অসমের প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ এই পরিস্থিতিতেও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার (Zoramthanga) সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন ৷ এমনকি তিনি এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চান ৷ আজ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশকর্মীদের দেখতে যান অসমের মুখ্যমন্ত্রী ৷
-
In view of border tension with Mizoram, Govt of Assam urges the State to restrain its people and Police personnel from indulging in wanton violence and work towards restoring peace pic.twitter.com/1oWjN36wLi
— ANI (@ANI) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In view of border tension with Mizoram, Govt of Assam urges the State to restrain its people and Police personnel from indulging in wanton violence and work towards restoring peace pic.twitter.com/1oWjN36wLi
— ANI (@ANI) July 26, 2021In view of border tension with Mizoram, Govt of Assam urges the State to restrain its people and Police personnel from indulging in wanton violence and work towards restoring peace pic.twitter.com/1oWjN36wLi
— ANI (@ANI) July 26, 2021
দু'টি রাজ্যের মধ্যে 165 কিলোমিটার দীর্ঘ সীমান্ত অঞ্চল রয়েছে ৷ এখানে দু'রাজ্যের আধিকারিক আর বাসিন্দাদের মধ্যে হিংসাত্মক ঘটনার খবর খুব স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ সোমবারের এই ঘটনার সূচনা হয়েছিল জুন মাসে ৷ প্রতিবেশী রাজ্য তাদের জায়গা দখল করে নিচ্ছে এই অভিযোগে পাল্টা "আইতলাং হনার" ('Aitlang hnar') নামক একটি জায়গার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে অসম পুলিশ ৷ এ থেকেই ঝামেলার সূত্রপাত ৷ তবে এই সীমান্ত বিতর্কের উৎস কিন্তু ব্রিটিশ সরকারের করে যাওয়া সীমান্ত সংক্রান্ত "1875 নোটিফিকেশন" ৷