ETV Bharat / bharat

সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে মিজোরামকে আর্জি অসম সরকারের - স্থিতাবস্থা বজায় রাখা

সোমবার সকালে অসম-মিজোরাম সীমান্ত অঞ্চলে উত্তেজিত জনতা আর পুলিশের মধ্যে সংঘর্ষে রীতিমতো ভয়ঙ্কর আকার ধারণ করে পরিস্থিতি ৷ অসমের মুখ্য়মন্ত্রী এ বিষয়ে মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ৷ সেখানেও একে অপরের উপর দোষ চাপায় দুই রাজ্যের প্রশাসন ৷ এবার প্রেসবিজ্ঞপ্তি দিয়ে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার আর্জি জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

অসম-মিজোরাম সীমান্ত সংঘর্ষ
অসম-মিজোরাম সীমান্ত সংঘর্ষ
author img

By

Published : Jul 27, 2021, 10:25 AM IST

Updated : Jul 28, 2021, 2:52 PM IST

দিসপুর (অসম), 27 জুলাই : অসম-মিজোরাম সীমান্ত সংঘর্ষে মৃত অসম পুলিশ ও আধাসেনার সংখ্যা দাঁড়াল 7 ৷ আহত অন্ততপক্ষে 65 ৷ এবার প্রেসবিজ্ঞপ্তি দিয়ে প্রতিবেশী রাজ্যকে এই সংঘর্ষ থামাতে আর্জি জানাল অসম সরকার ৷ সোমবার পুরনো বিবাদের জেরে দুই রাজ্যের সীমান্ত এলাকা লায়লাপুরে রীতিমতো তাণ্ডব চলে ৷ অশান্তি থামাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হস্তক্ষেপ করার কথা জানিয়ে টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

এই প্রেস বিজ্ঞপ্তিতে অসম সরকার জানিয়েছে, দুই-রাজ্যের মধ্যে থাকা চুক্তি আরেকবার লঙ্ঘন করেছে মিজোরাম ৷ তারা সীমান্তের স্থিতাবস্থা (status quo) ভেঙে অসমের রেঙ্গতি বস্তি (Rengti Basti) অঞ্চলের দিকে একটি রাস্তা তৈরির কাজ শুরু করেছে ৷ সোমবার সকালে সমস্যার সমাধান করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অসম প্রশাসনের আধিকারিকের একটি বিশেষ দল ওই এলাকায় পৌঁছায় ৷ মিজোরামকে স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার অনুরোধ জানায় তারা ৷ এই বিশেষ দলে ছিলেন আইজিপি (IGP), ডিআইজি (DIG), কাছার (Cachar) জেলার ডিসি, ডিএফও ৷ দুঃখের বিষয়, মিজোরামের তরফে একদল উত্তেজিত জনতা তাঁদের ঘিরে ধরে ৷

এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ওই বিক্ষুব্ধ জনতা মাথায় হেলমটে পরে অস্ত্র নিয়ে তেড়ে আসছিল ৷ এই দৃশ্য ভিডিয়ো ফুটেজে স্পষ্ট ৷ তারা অসমের আধিকারিকদের উপর পাথর ছুড়তে থাকে, ডিসি-র গাড়ি-সহ তিনটি গাড়ি ভাঙচুর করে ৷ মিজোরাম পুলিশ প্রতিনিধি দলকে নিশানা করে অনবরত টিয়ার গ্যাস শেল ফাটাতে থাকে ৷ আইজিপি আহত হন ৷ বিকেলে এসপি কোলাসিব (SP Kolasib) অসমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন ৷ বিক্ষুব্ধ জনতাকে নিজের হাতে আইন তুলে নেওয়া থেকে রুখে, শান্তি বজায় রাখার আবেদন জানানো হয় এই আলোচনায় ৷

আরও পড়ুন : Assam-Mizoram Border Violence : অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষে মৃত 6 আধাসেনা

মিজোরামের আধিকারিকরা উত্তেজিত জনতার সঙ্গে কথা বলতে গেলেও এসপি কোলাসিব (SP Kolasib) সাড়ে 4টে নাগাদ ফিরে এসে জানান যে তাঁরা ওই অশান্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না ৷ এমনকি এসপি কোলাসিব (SP Kolasib) অসমের আধিকারিকদের সঙ্গে কথা বলার সময়েও মিজোরামের পুলিশ এলএমজি-র (LMG) মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে অসমের প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ এই পরিস্থিতিতেও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার (Zoramthanga) সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন ৷ এমনকি তিনি এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চান ৷ আজ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশকর্মীদের দেখতে যান অসমের মুখ্যমন্ত্রী ৷

  • In view of border tension with Mizoram, Govt of Assam urges the State to restrain its people and Police personnel from indulging in wanton violence and work towards restoring peace pic.twitter.com/1oWjN36wLi

    — ANI (@ANI) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দু'টি রাজ্যের মধ্যে 165 কিলোমিটার দীর্ঘ সীমান্ত অঞ্চল রয়েছে ৷ এখানে দু'রাজ্যের আধিকারিক আর বাসিন্দাদের মধ্যে হিংসাত্মক ঘটনার খবর খুব স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ সোমবারের এই ঘটনার সূচনা হয়েছিল জুন মাসে ৷ প্রতিবেশী রাজ্য তাদের জায়গা দখল করে নিচ্ছে এই অভিযোগে পাল্টা "আইতলাং হনার" ('Aitlang hnar') নামক একটি জায়গার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে অসম পুলিশ ৷ এ থেকেই ঝামেলার সূত্রপাত ৷ তবে এই সীমান্ত বিতর্কের উৎস কিন্তু ব্রিটিশ সরকারের করে যাওয়া সীমান্ত সংক্রান্ত "1875 নোটিফিকেশন" ৷

দিসপুর (অসম), 27 জুলাই : অসম-মিজোরাম সীমান্ত সংঘর্ষে মৃত অসম পুলিশ ও আধাসেনার সংখ্যা দাঁড়াল 7 ৷ আহত অন্ততপক্ষে 65 ৷ এবার প্রেসবিজ্ঞপ্তি দিয়ে প্রতিবেশী রাজ্যকে এই সংঘর্ষ থামাতে আর্জি জানাল অসম সরকার ৷ সোমবার পুরনো বিবাদের জেরে দুই রাজ্যের সীমান্ত এলাকা লায়লাপুরে রীতিমতো তাণ্ডব চলে ৷ অশান্তি থামাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হস্তক্ষেপ করার কথা জানিয়ে টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

এই প্রেস বিজ্ঞপ্তিতে অসম সরকার জানিয়েছে, দুই-রাজ্যের মধ্যে থাকা চুক্তি আরেকবার লঙ্ঘন করেছে মিজোরাম ৷ তারা সীমান্তের স্থিতাবস্থা (status quo) ভেঙে অসমের রেঙ্গতি বস্তি (Rengti Basti) অঞ্চলের দিকে একটি রাস্তা তৈরির কাজ শুরু করেছে ৷ সোমবার সকালে সমস্যার সমাধান করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অসম প্রশাসনের আধিকারিকের একটি বিশেষ দল ওই এলাকায় পৌঁছায় ৷ মিজোরামকে স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার অনুরোধ জানায় তারা ৷ এই বিশেষ দলে ছিলেন আইজিপি (IGP), ডিআইজি (DIG), কাছার (Cachar) জেলার ডিসি, ডিএফও ৷ দুঃখের বিষয়, মিজোরামের তরফে একদল উত্তেজিত জনতা তাঁদের ঘিরে ধরে ৷

এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ওই বিক্ষুব্ধ জনতা মাথায় হেলমটে পরে অস্ত্র নিয়ে তেড়ে আসছিল ৷ এই দৃশ্য ভিডিয়ো ফুটেজে স্পষ্ট ৷ তারা অসমের আধিকারিকদের উপর পাথর ছুড়তে থাকে, ডিসি-র গাড়ি-সহ তিনটি গাড়ি ভাঙচুর করে ৷ মিজোরাম পুলিশ প্রতিনিধি দলকে নিশানা করে অনবরত টিয়ার গ্যাস শেল ফাটাতে থাকে ৷ আইজিপি আহত হন ৷ বিকেলে এসপি কোলাসিব (SP Kolasib) অসমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন ৷ বিক্ষুব্ধ জনতাকে নিজের হাতে আইন তুলে নেওয়া থেকে রুখে, শান্তি বজায় রাখার আবেদন জানানো হয় এই আলোচনায় ৷

আরও পড়ুন : Assam-Mizoram Border Violence : অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষে মৃত 6 আধাসেনা

মিজোরামের আধিকারিকরা উত্তেজিত জনতার সঙ্গে কথা বলতে গেলেও এসপি কোলাসিব (SP Kolasib) সাড়ে 4টে নাগাদ ফিরে এসে জানান যে তাঁরা ওই অশান্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না ৷ এমনকি এসপি কোলাসিব (SP Kolasib) অসমের আধিকারিকদের সঙ্গে কথা বলার সময়েও মিজোরামের পুলিশ এলএমজি-র (LMG) মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে অসমের প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ এই পরিস্থিতিতেও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার (Zoramthanga) সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন ৷ এমনকি তিনি এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চান ৷ আজ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশকর্মীদের দেখতে যান অসমের মুখ্যমন্ত্রী ৷

  • In view of border tension with Mizoram, Govt of Assam urges the State to restrain its people and Police personnel from indulging in wanton violence and work towards restoring peace pic.twitter.com/1oWjN36wLi

    — ANI (@ANI) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দু'টি রাজ্যের মধ্যে 165 কিলোমিটার দীর্ঘ সীমান্ত অঞ্চল রয়েছে ৷ এখানে দু'রাজ্যের আধিকারিক আর বাসিন্দাদের মধ্যে হিংসাত্মক ঘটনার খবর খুব স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ সোমবারের এই ঘটনার সূচনা হয়েছিল জুন মাসে ৷ প্রতিবেশী রাজ্য তাদের জায়গা দখল করে নিচ্ছে এই অভিযোগে পাল্টা "আইতলাং হনার" ('Aitlang hnar') নামক একটি জায়গার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে অসম পুলিশ ৷ এ থেকেই ঝামেলার সূত্রপাত ৷ তবে এই সীমান্ত বিতর্কের উৎস কিন্তু ব্রিটিশ সরকারের করে যাওয়া সীমান্ত সংক্রান্ত "1875 নোটিফিকেশন" ৷

Last Updated : Jul 28, 2021, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.