ETV Bharat / bharat

Shiv Sena: শিবাজি পার্কে উদ্ধবের শিবসেনাকে দশেরা পালনের অনুমতি আদালতের - জাতীয় নির্বাচন কমিশন

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) অনুগামীদের মুম্বইয়ের শিবাজি পার্কে দশেরা পালনের অনুমতি দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court) ৷

bombay-high-court-allows-shiv-sena-to-celebrate-dussehra-on-shivaji-park-mumbai
Shiv Sena: শিবাজি পার্কে উদ্ধবের শিবসেনাকে দশেরা পালনের অনুমতি আদালতের
author img

By

Published : Sep 23, 2022, 8:16 PM IST

মুম্বই, 23 সেপ্টেম্বর : মুম্বইয়ের শিবাজি পার্কে দশেরা পালনের জন্য শিবসেনাকে (Shiv Sena) অনুমতি দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court) ৷ শুক্রবার এই রায় দিয়েছে আদালত ৷ যার ফলে ওই দিন সেখানে দশেরা (Dussehra) পালন করতে পারবে শিবসেনার উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) অনুগামীরা ৷

এই নিয়ে শিবসেনা নেতা অনিল পরব জানিয়েছেন, 1966 সাল থেকে শিবসেনা শিবাজি পার্কে (Shivaji Park Mumbai) ওই উৎসব পালন করছে ৷ আদালতের কাছে সেই ইতিহাস পেশ করা হয় ৷ যদিও বৃহন্মুম্বই পৌরনিগমের (BMC) তরফে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে উল্লেখ করে অনুমতি না দেওয়ার কথা বলা হয়েছিল ৷ কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে ৷ আগামী 2 অক্টোবর থেকে ওই মাসের 6 তারিখ পর্যন্ত শিবাজি পার্কে ‘আসল’ শিবসেনাকে দশেরা পালনের অনুমতি দিয়েছে আদালত ৷

প্রসঙ্গত, গত জুনে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের পর থেকে শিবাসেনা আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে ৷ একদিকে একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বাধীন গোষ্ঠী ৷ অন্যদিকে উদ্ধব ঠাকরের অনুগামীরা ৷ উভয়পক্ষই নিজেদের আসল শিবসেনা বলে দাবি করছে ৷ বম্বে হাইকোর্টে এই মামলার শুনানিতেও বিষয়টি ওঠে ৷ কিন্তু আদালত এই নিয়ে কোনও মন্তব্য করেনি ৷ বিষয়টি সুপ্রিম কোর্ট (Supreme Court) ও জাতীয় নির্বাচন কমিশনের (ECI) দায়িত্বেই বলে জানিয়ে দিয়েছে ৷

তবে আদালতের রায়ে আসল শিবসৈনিক কারা, সেই নিয়ে তরজা অন্য মাত্রা পেল ৷ কারণ, শিবাজি পার্কে কারা দশেরা পালন করবে, তা নিয়ে দীর্ঘদিন তরজা চলছিল ৷ যে তরজায় সামিল ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ আর শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে লড়াই বাঁধতে পারে, এই আশঙ্কা করেই শিবাজি পার্কে দশেরার অনুমতি দেয়নি বিএমসি ৷

শেষ পর্যন্ত সেই আদালতের রায়ে সেই অধিকার এখন উদ্ধবদের হাতে ৷ ফলে তাঁর অনুগামীরা এখন নিজেদের আসল শিবসৈনিক বলে জোরালো দাবি তুলেছে ৷ শীর্ষ আদালতেও বিষয়টি প্রমাণ হয়ে যাবে বলেও তাদের দাবি ৷

আরও পড়ুন : শিবসেনার আসল দাবিদার কে? 27 সেপ্টেম্বর শুনানি সুপ্রিম কোর্টে

মুম্বই, 23 সেপ্টেম্বর : মুম্বইয়ের শিবাজি পার্কে দশেরা পালনের জন্য শিবসেনাকে (Shiv Sena) অনুমতি দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court) ৷ শুক্রবার এই রায় দিয়েছে আদালত ৷ যার ফলে ওই দিন সেখানে দশেরা (Dussehra) পালন করতে পারবে শিবসেনার উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) অনুগামীরা ৷

এই নিয়ে শিবসেনা নেতা অনিল পরব জানিয়েছেন, 1966 সাল থেকে শিবসেনা শিবাজি পার্কে (Shivaji Park Mumbai) ওই উৎসব পালন করছে ৷ আদালতের কাছে সেই ইতিহাস পেশ করা হয় ৷ যদিও বৃহন্মুম্বই পৌরনিগমের (BMC) তরফে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে উল্লেখ করে অনুমতি না দেওয়ার কথা বলা হয়েছিল ৷ কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে ৷ আগামী 2 অক্টোবর থেকে ওই মাসের 6 তারিখ পর্যন্ত শিবাজি পার্কে ‘আসল’ শিবসেনাকে দশেরা পালনের অনুমতি দিয়েছে আদালত ৷

প্রসঙ্গত, গত জুনে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের পর থেকে শিবাসেনা আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে ৷ একদিকে একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বাধীন গোষ্ঠী ৷ অন্যদিকে উদ্ধব ঠাকরের অনুগামীরা ৷ উভয়পক্ষই নিজেদের আসল শিবসেনা বলে দাবি করছে ৷ বম্বে হাইকোর্টে এই মামলার শুনানিতেও বিষয়টি ওঠে ৷ কিন্তু আদালত এই নিয়ে কোনও মন্তব্য করেনি ৷ বিষয়টি সুপ্রিম কোর্ট (Supreme Court) ও জাতীয় নির্বাচন কমিশনের (ECI) দায়িত্বেই বলে জানিয়ে দিয়েছে ৷

তবে আদালতের রায়ে আসল শিবসৈনিক কারা, সেই নিয়ে তরজা অন্য মাত্রা পেল ৷ কারণ, শিবাজি পার্কে কারা দশেরা পালন করবে, তা নিয়ে দীর্ঘদিন তরজা চলছিল ৷ যে তরজায় সামিল ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ আর শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে লড়াই বাঁধতে পারে, এই আশঙ্কা করেই শিবাজি পার্কে দশেরার অনুমতি দেয়নি বিএমসি ৷

শেষ পর্যন্ত সেই আদালতের রায়ে সেই অধিকার এখন উদ্ধবদের হাতে ৷ ফলে তাঁর অনুগামীরা এখন নিজেদের আসল শিবসৈনিক বলে জোরালো দাবি তুলেছে ৷ শীর্ষ আদালতেও বিষয়টি প্রমাণ হয়ে যাবে বলেও তাদের দাবি ৷

আরও পড়ুন : শিবসেনার আসল দাবিদার কে? 27 সেপ্টেম্বর শুনানি সুপ্রিম কোর্টে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.