চণ্ডীগড়, 2 জানুয়ারি: বিস্ফোরক উদ্ধার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের (Bhagwant Mann) চণ্ডীগড়ের বাড়ির নিকটে ৷ এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে হেলিপ্যাডের জন্য সংরক্ষিত জায়গায় তাজা বিস্ফোরক উদ্ধার হয় বলে খবর (Bomb found near Punjab CM Bhagwant Mann's house in Chandigarh) ৷ ওই সংরক্ষিত জায়গাটিই কপ্টার ওঠা-নামার জন্য ব্যবহার করে থাকেন মান ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ৷
বম্ব ডিসপোজাল স্কোয়াড শেষমেশ বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে ৷ চণ্ডীগড় বিপর্যয় মোকাবিলা বাহিনীর নোডাল অফিসার সঞ্জীব কোহলি বলেন, "তাজা বিস্ফোরক উদ্ধার হয়েছে এখানে ৷ পুলিশ এবং বম্ব ডিজপোজাল স্কোয়াডের সহায়তায় সেগুলি নিষ্ক্রিয় করা হয় ৷ সেনাকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে ৷"
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করেছে ওয়েস্টার্ন কমান্ড এবং সেনা (Western Command and army start investigation) ৷ জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে 4টে নাগাদ একজন টিউবওয়েল মিস্ত্রি বিস্ফোরকটি দেখতে পান ৷ যদিও সে সময় বাড়িতে ছিলেন না ভগবন্ত মান ৷
আরও পড়ুন: দিল্লিতে পথ দুর্ঘটনায় তরুণী মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মৃতার পরিবারের
ঘটনার নিন্দা করে কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা টুইটে লেখেন, "ভগবন্ত সিং মানের বাড়ির নিকটে তাজা বোমা উদ্ধার ভীষণই উদ্বেগের ৷ ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত হওয়া উচিৎ ৷ যে কোনও মূল্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে ৷ জাতীয় কংগ্রেস সন্ত্রাসবাদের সঙ্গে আপস করে না ৷"