ETV Bharat / bharat

Bomb Blast Threat : জেহাদিদের মুক্তি না দিলে বিস্ফোরণের হুমকি দিয়ে চিঠি

জেহাদিদের মুক্তি না দিলে বিস্ফোরণের হুমকি দিয়ে চিঠি ৷ লখনউয়ের আলিগঞ্জের হনুমান মন্দির ও আরএসএস-এর কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে লখনউ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷

Bomb blast threat received at Aliganj Hanuman temple in Lucknow
Bomb Blast Threat : জেহাদিদের মুক্তি না দিলে বিস্ফোরণের হুমকি দিয়ে চিঠি
author img

By

Published : Jul 31, 2021, 4:47 PM IST

লখনউ, 31 জুলাই : স্বাধীনতা দিবসের আগেই দেশে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা ৷ আগামী 14 অগাস্টের মধ্যে ধৃত জেহাদিদের ছেড়ে না দিলে উড়িয়ে দেওয়া হবে লখনউয়ের আলিগঞ্জের হনুমান মন্দির ৷ বিস্ফোরণের হাত থেকে রেহাই পাবে না আরএসএস-এর কার্যালয়ও ৷ বৃহস্পতিবার এমনই একটি হুমকি চিঠি পাঠানো হয়েছে আলিগঞ্জের ওই হনুমান মন্দিরে ৷ যার জেরে ঘুম উড়ে গিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের ৷ ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের তরফে যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) নীলাব্জ চৌধুরীকে পুরো ঘটনা জানানো হয়েছে ৷ তিনি ক্রাইম ব্রাঞ্চকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : রাজ্যে শিক্ষক নিয়োগের দাবিতে হিজ়বুলের নাম করে হুমকি সিডি

সূত্রের খবর, ডাক মারফত পাঠানো ওই হুমকি চিঠিটি ত্রিবেণী নগর ডাকঘর থেকে পোস্ট করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, ভারতের স্বাধীনতা দিবস পালনের আগেই অর্থাৎ আগামী 14 অগাস্টের মধ্যেই ধৃত সন্ত্রাসবাদীদের মুক্তি দিতে হবে ৷ তা না হলে মন্দির ও তার আশপাশের কার্যালয়গুলিতে জঙ্গি হামলা চালানো হবে ৷ চিঠিতে প্রেরকের নামের জায়গায় যোগীন্দর সিং নামে এক ব্যক্তির নাম লেখা হয়েছে ৷

Bomb blast threat received at Aliganj Hanuman temple in Lucknow
হনুমান মন্দিরে পাঠানো হুমকি চিঠি ৷

আরও পড়ুন : তৃণমূলের 2 নেতাকে হুমকি কেএলও-র, অভিযোগ দায়ের

তবে সত্যিই কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই চিঠি পাঠিয়েছে, নাকি নিছক মজা করার জন্য এই কাণ্ড ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ যুগ্ম কমিশনার (অপরাধ) নীলাব্জ চৌধুরী জানিয়েছেন, পুরো বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে বিচার করা হচ্ছে ৷ এমনিতেই স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে নিরাপত্তাববাহিনী ও পুলিশ, প্রশাসনকে বাড়তি সতর্ক থাকতে বলা হয় ৷ কারণ, এমন বিশেষ দিনগুলিকেই হামলার জন্য বেছে নেয় সন্ত্রাসবাদীরা ৷ তাই এই হুমকি চিঠিটিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ প্রকৃত সত্য কী, তা দ্রুত সামনে আসবে বলেই জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার ৷

লখনউ, 31 জুলাই : স্বাধীনতা দিবসের আগেই দেশে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা ৷ আগামী 14 অগাস্টের মধ্যে ধৃত জেহাদিদের ছেড়ে না দিলে উড়িয়ে দেওয়া হবে লখনউয়ের আলিগঞ্জের হনুমান মন্দির ৷ বিস্ফোরণের হাত থেকে রেহাই পাবে না আরএসএস-এর কার্যালয়ও ৷ বৃহস্পতিবার এমনই একটি হুমকি চিঠি পাঠানো হয়েছে আলিগঞ্জের ওই হনুমান মন্দিরে ৷ যার জেরে ঘুম উড়ে গিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের ৷ ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের তরফে যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) নীলাব্জ চৌধুরীকে পুরো ঘটনা জানানো হয়েছে ৷ তিনি ক্রাইম ব্রাঞ্চকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : রাজ্যে শিক্ষক নিয়োগের দাবিতে হিজ়বুলের নাম করে হুমকি সিডি

সূত্রের খবর, ডাক মারফত পাঠানো ওই হুমকি চিঠিটি ত্রিবেণী নগর ডাকঘর থেকে পোস্ট করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, ভারতের স্বাধীনতা দিবস পালনের আগেই অর্থাৎ আগামী 14 অগাস্টের মধ্যেই ধৃত সন্ত্রাসবাদীদের মুক্তি দিতে হবে ৷ তা না হলে মন্দির ও তার আশপাশের কার্যালয়গুলিতে জঙ্গি হামলা চালানো হবে ৷ চিঠিতে প্রেরকের নামের জায়গায় যোগীন্দর সিং নামে এক ব্যক্তির নাম লেখা হয়েছে ৷

Bomb blast threat received at Aliganj Hanuman temple in Lucknow
হনুমান মন্দিরে পাঠানো হুমকি চিঠি ৷

আরও পড়ুন : তৃণমূলের 2 নেতাকে হুমকি কেএলও-র, অভিযোগ দায়ের

তবে সত্যিই কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই চিঠি পাঠিয়েছে, নাকি নিছক মজা করার জন্য এই কাণ্ড ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ যুগ্ম কমিশনার (অপরাধ) নীলাব্জ চৌধুরী জানিয়েছেন, পুরো বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে বিচার করা হচ্ছে ৷ এমনিতেই স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে নিরাপত্তাববাহিনী ও পুলিশ, প্রশাসনকে বাড়তি সতর্ক থাকতে বলা হয় ৷ কারণ, এমন বিশেষ দিনগুলিকেই হামলার জন্য বেছে নেয় সন্ত্রাসবাদীরা ৷ তাই এই হুমকি চিঠিটিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ প্রকৃত সত্য কী, তা দ্রুত সামনে আসবে বলেই জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.