ETV Bharat / bharat

Body of woman Found: বিজেপির প্রাক্তন বিধায়কের বাংলোর পিছনে উদ্ধার মহিলার মৃতদেহ

author img

By

Published : Dec 31, 2022, 5:55 PM IST

মহারাষ্ট্রের (Maharashtra) সাতারায় বিজেপির (BJP) প্রাক্তন বিধায়কের বাংলোর পিছন থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ (Body of Woman Found) ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Body of woman Found
মহিলার পচাগলা মৃতদেহ

সাতারা (মহারাষ্ট্র), 31 ডিসেম্বর: মহিলার মৃতদেহ উদ্ধার (Body of Woman Found) ঘিরে হইচই পড়েছে মহারাষ্ট্রের (Maharashtra) সাতারায় ৷ এই শোরগোলের মূল কারণ যেখান থেকে দেহ মিলেছে, সেই জায়গা প্রাক্তন বিজেপি (BJP) বিধায়কের বাংলোর পিছনে অবস্থিত ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটিতে আংশিক চাপা দেওয়া অবস্থায় ছিল মহিলার দেহ ৷

পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে ৷ এখনই এই নিয়ে পুলিশের কোনও মন্তব্য করা হয়নি ৷ ঘটনাটি খুন কি না, তা জানার জন্য ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ ৷ যদি এই ঘটনা খুনের হয়, তাহলে প্রমাণ লোপাটের জন্য দেহ মাটির নিচে পুঁতে দেওয়া হয় বলেই পুলিশের ধারণা ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি শুক্রবার উদ্ধার হয় ৷ সাতারার ওয়াগে গ্রামের সীমানায় আরফাল ফাটার কাছে বিজেপির প্রাক্তন বিধায়ক কান্ত নালাওয়াড়ের ওই বাংলোটি অবস্থিত ৷ সেটি দীর্ঘদিন তালাবন্ধ অবস্থায় পড়েছিল ৷ শুক্রবার তাঁর পরিবারের সদস্যরা বাংলো পরিষ্কারের কাজ শুরু করেন ৷ সেই সময় মাটির নিচে কিছুটা চাপা দেওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷

পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷ তার পরিচয় জানার চেষ্টা চলছে ৷ তবে পচাগলা দেহ হওয়ায় সনাক্তকরণে সমস্যা হবে বলে মনে করছে পুলিশ ৷ মহারাষ্ট্র বিধান পরিষদের (Maharashtra Legislative Council) ওই প্রাক্তন বিধায়কের সঙ্গে কথা বলছে পুলিশ ৷ পুলিশের দাবি, পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তাঁরা ওই বাংলোয় থাকতেন না ৷ মাঝেমধ্যে আসতেন ৷ মৃতের পরিচয় তাঁরা জানেন না ৷

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে ওই প্রাক্তন বিধায়ক বা তাঁর পরিবারের যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে ৷ সাম্প্রতিক অতীতে ওই এলাকা থেকে কেউ নিখোঁজ হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ সাতরা জেলার পুলিশ সুপার সমীর শেখ বলেছেন, "আমরা বাংলো চত্বর থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছি । আমরা এই বিষয়ে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছি । শীঘ্রই মৃতের পরিচয় পাওয়া যাবে এবং তদন্ত চলছে ।"

এদিকে এই ঘটনার জেরে সেখানে ভিড় জমে যায় ৷ প্রাথমিকভাবে পুলিশের মৃতদেহ উদ্ধারে সমস্যা হয় ৷ অনেকে আবার এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ থাকতে পারে বলেও মনে করছে ৷ এখন দেখার শেষ পর্যন্ত তদন্তে কী তথ্য উঠে আসে ৷

আরও পড়ুন: তিরিশেও মেলেনি পাত্রী, অভিমানে গায়ে আগুন দিলেন যুবক !

সাতারা (মহারাষ্ট্র), 31 ডিসেম্বর: মহিলার মৃতদেহ উদ্ধার (Body of Woman Found) ঘিরে হইচই পড়েছে মহারাষ্ট্রের (Maharashtra) সাতারায় ৷ এই শোরগোলের মূল কারণ যেখান থেকে দেহ মিলেছে, সেই জায়গা প্রাক্তন বিজেপি (BJP) বিধায়কের বাংলোর পিছনে অবস্থিত ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটিতে আংশিক চাপা দেওয়া অবস্থায় ছিল মহিলার দেহ ৷

পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে ৷ এখনই এই নিয়ে পুলিশের কোনও মন্তব্য করা হয়নি ৷ ঘটনাটি খুন কি না, তা জানার জন্য ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ ৷ যদি এই ঘটনা খুনের হয়, তাহলে প্রমাণ লোপাটের জন্য দেহ মাটির নিচে পুঁতে দেওয়া হয় বলেই পুলিশের ধারণা ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি শুক্রবার উদ্ধার হয় ৷ সাতারার ওয়াগে গ্রামের সীমানায় আরফাল ফাটার কাছে বিজেপির প্রাক্তন বিধায়ক কান্ত নালাওয়াড়ের ওই বাংলোটি অবস্থিত ৷ সেটি দীর্ঘদিন তালাবন্ধ অবস্থায় পড়েছিল ৷ শুক্রবার তাঁর পরিবারের সদস্যরা বাংলো পরিষ্কারের কাজ শুরু করেন ৷ সেই সময় মাটির নিচে কিছুটা চাপা দেওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷

পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷ তার পরিচয় জানার চেষ্টা চলছে ৷ তবে পচাগলা দেহ হওয়ায় সনাক্তকরণে সমস্যা হবে বলে মনে করছে পুলিশ ৷ মহারাষ্ট্র বিধান পরিষদের (Maharashtra Legislative Council) ওই প্রাক্তন বিধায়কের সঙ্গে কথা বলছে পুলিশ ৷ পুলিশের দাবি, পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তাঁরা ওই বাংলোয় থাকতেন না ৷ মাঝেমধ্যে আসতেন ৷ মৃতের পরিচয় তাঁরা জানেন না ৷

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে ওই প্রাক্তন বিধায়ক বা তাঁর পরিবারের যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে ৷ সাম্প্রতিক অতীতে ওই এলাকা থেকে কেউ নিখোঁজ হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ সাতরা জেলার পুলিশ সুপার সমীর শেখ বলেছেন, "আমরা বাংলো চত্বর থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছি । আমরা এই বিষয়ে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছি । শীঘ্রই মৃতের পরিচয় পাওয়া যাবে এবং তদন্ত চলছে ।"

এদিকে এই ঘটনার জেরে সেখানে ভিড় জমে যায় ৷ প্রাথমিকভাবে পুলিশের মৃতদেহ উদ্ধারে সমস্যা হয় ৷ অনেকে আবার এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ থাকতে পারে বলেও মনে করছে ৷ এখন দেখার শেষ পর্যন্ত তদন্তে কী তথ্য উঠে আসে ৷

আরও পড়ুন: তিরিশেও মেলেনি পাত্রী, অভিমানে গায়ে আগুন দিলেন যুবক !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.