ETV Bharat / bharat

IAF Chopper Crash : কপ্টার দুর্ঘটনায় মৃত 4 সেনা জওয়ানের দেহ শনাক্ত - body identified of 4 army personnel died in IAF Chopper Crash

বায়ুসেনার চপার দুর্ঘটনায় মৃত বাকি 4 জওয়ানের দেহ শনাক্তকরণের প্রক্রিয়া শেষ হয়েছে (IAF Chopper Crash) ৷ সেনার ওই 4 জওয়ানের ডিএনএ পরীক্ষা করে পরিচয় পাওয়া গিয়েছে (Coonoor Chopper Crash) ৷ আজ তাঁদের দেহ দিল্লির বায়ুসেনা ঘাঁটি থেকে বাড়িতে পাঠানো হবে ৷ সেখানে পরিবারের হাতে তাঁদের দেহ তুলে দেওয়া হবে (last rites with appropriate military honour) ৷

IAF Chopper Crash
কপ্টার দুর্ঘটনায় মৃত 4 সেনা জওয়ানের দেহ শনাক্ত
author img

By

Published : Dec 12, 2021, 10:18 AM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর : কুন্নুরে বায়ুসেনার চপার দুর্ঘটনায় (IAF Chopper Crash) মৃত বাকি 4 সেনা জওয়ানের দেহ শনাক্ত করা গিয়েছে ৷ ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় জানা গিয়েছে ৷ সেনার তরফে একটি বিবৃতি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে (4 Army Personnel Body Identified) ৷ আজ সকালে দিল্লি থেকে বিমানে তাঁদের দেহ যার যার বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ সেখানেই পরিবারের হাতে মৃত জওয়ানদের দেহ তুলে দেওয়া হবে ৷ তাঁর আগে দিল্লিতে সেনা হাসপাতালে তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হবে ৷ এর পর দিল্লি ক্যান্টনেমন্টের বায়ুসেনা ঘাঁটি থেকে তাঁদের দেহ গন্তব্যে নিয়ে যাওয়া হবে ৷

শনাক্ত হওয়া বাকি 4 সেনা জওয়ানরা হলেন-

  • লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং ৷ সেনার পূর্ণমর্যাদায় (last rites with appropriate military honour) দিল্লির ব্রার স্কোয়ারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷ তবে এনিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ৷
  • নায়েক গুরসেবক সিং ৷ সকাল সাড়ে 10টায় তাঁর দেহ অমৃতসরে পৌঁছবে ৷ সেখানে পরিবারের হাতে নায়েক গুরসেবক সিংয়ের দেহ তুলে দেওয়া হবে ৷ সেনার পূর্ণমর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷
  • নায়েক জিতেন্দ্র কুমার ৷ বেলা 11টা 15 মিনিটে ভোপালে তাঁর দেহ পৌঁছবে ৷ সেখান থেকে নায়েক জিতেন্দ্র কুমারের দেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷
  • হাবিলদর সতপাল রাই ৷ দুপুর 1টায় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবে তাঁর দেহ ৷ সেখান থেকে হাবিলদার সতপাল রাইয়ের দেহ তাঁর গ্রামে নিয়ে যাওয়া হবে ৷ সেনার পূর্ণমর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর ৷

আরও পড়ুন : President Ramnath Kovind at IMA : সেনা অ্যাকাডেমির অনুষ্ঠানে বিপিন রাওয়াতের স্মৃতিচারণ রাষ্ট্রপতির

প্রসঙ্গত, গত 8 ডিসেম্বর বায়ুসেনার মিগ-17 ভি5 চপার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ 14 জনকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে (Coonoor Chopper Crash) ৷ সেই ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ 13 জনের মৃত্যু হয় ৷

নয়াদিল্লি, 12 ডিসেম্বর : কুন্নুরে বায়ুসেনার চপার দুর্ঘটনায় (IAF Chopper Crash) মৃত বাকি 4 সেনা জওয়ানের দেহ শনাক্ত করা গিয়েছে ৷ ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় জানা গিয়েছে ৷ সেনার তরফে একটি বিবৃতি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে (4 Army Personnel Body Identified) ৷ আজ সকালে দিল্লি থেকে বিমানে তাঁদের দেহ যার যার বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ সেখানেই পরিবারের হাতে মৃত জওয়ানদের দেহ তুলে দেওয়া হবে ৷ তাঁর আগে দিল্লিতে সেনা হাসপাতালে তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হবে ৷ এর পর দিল্লি ক্যান্টনেমন্টের বায়ুসেনা ঘাঁটি থেকে তাঁদের দেহ গন্তব্যে নিয়ে যাওয়া হবে ৷

শনাক্ত হওয়া বাকি 4 সেনা জওয়ানরা হলেন-

  • লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং ৷ সেনার পূর্ণমর্যাদায় (last rites with appropriate military honour) দিল্লির ব্রার স্কোয়ারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷ তবে এনিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ৷
  • নায়েক গুরসেবক সিং ৷ সকাল সাড়ে 10টায় তাঁর দেহ অমৃতসরে পৌঁছবে ৷ সেখানে পরিবারের হাতে নায়েক গুরসেবক সিংয়ের দেহ তুলে দেওয়া হবে ৷ সেনার পূর্ণমর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷
  • নায়েক জিতেন্দ্র কুমার ৷ বেলা 11টা 15 মিনিটে ভোপালে তাঁর দেহ পৌঁছবে ৷ সেখান থেকে নায়েক জিতেন্দ্র কুমারের দেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷
  • হাবিলদর সতপাল রাই ৷ দুপুর 1টায় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবে তাঁর দেহ ৷ সেখান থেকে হাবিলদার সতপাল রাইয়ের দেহ তাঁর গ্রামে নিয়ে যাওয়া হবে ৷ সেনার পূর্ণমর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর ৷

আরও পড়ুন : President Ramnath Kovind at IMA : সেনা অ্যাকাডেমির অনুষ্ঠানে বিপিন রাওয়াতের স্মৃতিচারণ রাষ্ট্রপতির

প্রসঙ্গত, গত 8 ডিসেম্বর বায়ুসেনার মিগ-17 ভি5 চপার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ 14 জনকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে (Coonoor Chopper Crash) ৷ সেই ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ 13 জনের মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.