নয়াদিল্লি, 19 জানুয়ারি : বন্ধ ঘর থেকে উদ্ধার হল চার শিশু ও এক মহিলার মৃতদেহ (bodies of a woman and four children found inside house in delhi) ৷ বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারার সীমাপুরী এলাকায় ৷ দিল্লি পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷
পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করেছে ৷ আপাতত দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ কীভাবে মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ মনে করছে ৷
যে ফ্ল্যাট থেকে ওই মৃতদেহগুলি উদ্ধার হয়, সেটি ভাড়ার ছিল ৷ মৃত মহিলার স্বামী কয়েকদিন আগে ওই ফ্ল্য়াট ভাড়া নিয়েছিল বলে ফ্ল্যাটের মালিক জানিয়েছেন ৷ তিনি জানান, বুধবার সকালে ওই ফ্ল্যাটে গিয়েছিলেন তাঁর বাবা ৷ ভাড়ার নথিপত্র তৈরি করার জন্যই তাঁর বাবা সেখানে গিয়েছিলেন ৷ অনেক ডাকাডাকির পরও কারও সাড়া মেলেনি ৷ তাই তিনি ফিরে আসেন ৷ পরে পুলিশের কাছ থেকে মৃত্যুর বিষয়টি জানতে পারেন ৷
-
3 kids & 1 lady found dead; got to know that husband had gone out with another kid, who was also dead. Total 5 dead. Prima facie, deaths due to suffocation, we found 'angithi' in room but not ruling out any foul play. Husband being probed: Nishant Gupta, Additional DCP, Shahdara pic.twitter.com/zsunuPSC70
— ANI (@ANI) January 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">3 kids & 1 lady found dead; got to know that husband had gone out with another kid, who was also dead. Total 5 dead. Prima facie, deaths due to suffocation, we found 'angithi' in room but not ruling out any foul play. Husband being probed: Nishant Gupta, Additional DCP, Shahdara pic.twitter.com/zsunuPSC70
— ANI (@ANI) January 19, 20223 kids & 1 lady found dead; got to know that husband had gone out with another kid, who was also dead. Total 5 dead. Prima facie, deaths due to suffocation, we found 'angithi' in room but not ruling out any foul play. Husband being probed: Nishant Gupta, Additional DCP, Shahdara pic.twitter.com/zsunuPSC70
— ANI (@ANI) January 19, 2022
এদিকে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে শীত থেকে বাঁচতে আগুন জ্বালানো হয় ঘরে ৷ সেই আগুনের ধোঁয়া থেকেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৷ বাড়ির মধ্যে থেকে এক মহিলা ও তিন শিশুর দেহ উদ্ধার হয় ৷ ওই মহিলার স্বামী এক সন্তান-সহ বেরিয়ে আসেন ৷ পরে সেই শিশুটিও মারা যায় ৷
-
Delhi | Bodies of a woman and her four children found inside their house in Shahdara's Seemapuri area; postmortem of bodies underway to ascertain the cause of death: Delhi Police
— ANI (@ANI) January 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi | Bodies of a woman and her four children found inside their house in Shahdara's Seemapuri area; postmortem of bodies underway to ascertain the cause of death: Delhi Police
— ANI (@ANI) January 19, 2022Delhi | Bodies of a woman and her four children found inside their house in Shahdara's Seemapuri area; postmortem of bodies underway to ascertain the cause of death: Delhi Police
— ANI (@ANI) January 19, 2022
আরও পড়ুন : Rape Attempt in JNU : দিল্লিতে জেএনইউ পড়ুয়াকে ধর্ষণের চেষ্টা, তদন্তে পুলিশ
পুলিশ যদিও এই ঘটনাটি খুন কি না, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ৷ দিল্লি পুলিশ সেই দিকটিও খতিয়ে দেখছে ৷ মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দিল্লি পুলিশ জানিয়েছে ৷