বারাণসী, 26 নভেম্বর: সাত সকালে বড় দুর্ঘটনার সাক্ষী বারাণসী । দক্ষিণ ভারত থেকে আসা পুণ্যার্থীদের একটি নৌকো ডুবে গেল দশাশ্বমেধ ঘাটে (Boat carrying 40 tourist capsized in varanasi )। তবে স্থানীয়দের তৎপরতায় কারও প্রাণহানি হয়নি । ঘটনার অভিঘাতে দু'জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
পুলিশ জানিয়েছে ওই নৌকোর মাঝি নিখোঁজ । তার সন্ধান শুরু হয়েছে । তাছাড়া নৌকোর মধ্যে থাকা পুণ্যার্থীদের সঙ্গেও কথা বলছে পুলিশ । ঠিক কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । পাশপাশি নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি যাত্রী ছিল কি না তা-ও জানার চেষ্টা হচ্ছে ।
বারাণসীর অন্যতম প্রধান আকর্ষণ দশাশ্বমেধ ঘাট । বিভিন্ন মন্দিরে যাওয়ার আগে অনেকেই এখানে স্নান সারেন । তাছাড়া বিশ্বের তাবড় বাঙালির কাছে ফেলু মিত্তিরের সৌজন্যে এই ঘাটের সবিশেষ তাৎপর্যও আছে। সবমিলিয়ে এই ঘাটে দুর্ঘটনা প্রশাসনের চিন্তা যে বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না ।
আরও পড়ুন: আড়াই বছরের শিশুকে 'ধর্ষণ', অভিযুক্ত বাংলার পরিযায়ী শ্রমিক