ETV Bharat / bharat

Alia Bhatt violates Covid Rules : কোভিড বিধি ভাঙার অভিযোগ এবার আলিয়া ভাটের বিরুদ্ধে - BMC alleges against Alia Bhatt

13 ডিসেম্বর নিজের সিনেমার পোস্টার লঞ্চ করতে দিল্লি গিয়েছিলেন আলিয়া ভাট ৷ তারপর মুম্বইয়ে ফিরলেও কোভিড বিধি মানেননি তিনি ৷ বিএমসি তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করতে চলেছে, বলে জানা গিয়েছে (Alia Bhatt allegedly violated quarantine rules) ৷

Alia Bhatt allegedly violated quarantine rules
আলিয়া ভাট কোভিড বিধি ভেঙেছেন
author img

By

Published : Dec 17, 2021, 11:17 AM IST

মুম্বই, 17 ডিসেম্বর : নিয়ম ভেঙেছেন 'রাজ়ি'-র নায়িকা আলিয়া ভাট (Alia Bhatt) ৷ কোয়ারান্টিনে থাকার কথা ছিল, তা না মানার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে (Alia Bhatt allegedly violated quarantine rules, BMC to take step) ৷

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation, BMC) তাঁর বিরুদ্ধে কোভিড প্রোটোকল ভাঙার অভিযোগ এনেছে ৷ বিএমসি-র চেয়ারপার্সন রাজু পাটেল একটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন, অভিনেত্রী আলিয়া ভাট কোয়ারান্টিনের নিয়ম মানেননি ৷ এ জন্য তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন : Kareena Kapoor tests Covid positive : করোনা আক্রান্ত করিনা কাপুর-অমৃতা অরোরা

বুধবার নিজের আসন্ন সিনেমা 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra) পোস্টার লঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে নায়িকা দিল্লি গিয়েছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Myukherji) ও তাঁর প্রেমিক তথা সহ-অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) ৷

ইতিমধ্যে, 13 ডিসেম্বর করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) কোভিড সংক্রমণ ধরা পড়েছে ৷ তিনি 8 ডিসেম্বর পরিচালক, নির্মাতা করণ জোহরের (Karan Johar) বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানে ছিলেন অমৃতা অরোরা, সীমা খান, মহীপ কাপুর ৷ তাঁদেরও করোনা পজিটিভ ধরা পড়েছে ৷ মহীপের মেয়ে সানায়া কাপুরও কোভিড সংক্রামিত হয়েছেন ৷ যদিও করণ জোহরের করোনা রিপোর্ট কোভিড নেগেটিভ এসেছে ৷

মুম্বই, 17 ডিসেম্বর : নিয়ম ভেঙেছেন 'রাজ়ি'-র নায়িকা আলিয়া ভাট (Alia Bhatt) ৷ কোয়ারান্টিনে থাকার কথা ছিল, তা না মানার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে (Alia Bhatt allegedly violated quarantine rules, BMC to take step) ৷

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation, BMC) তাঁর বিরুদ্ধে কোভিড প্রোটোকল ভাঙার অভিযোগ এনেছে ৷ বিএমসি-র চেয়ারপার্সন রাজু পাটেল একটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন, অভিনেত্রী আলিয়া ভাট কোয়ারান্টিনের নিয়ম মানেননি ৷ এ জন্য তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন : Kareena Kapoor tests Covid positive : করোনা আক্রান্ত করিনা কাপুর-অমৃতা অরোরা

বুধবার নিজের আসন্ন সিনেমা 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra) পোস্টার লঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে নায়িকা দিল্লি গিয়েছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Myukherji) ও তাঁর প্রেমিক তথা সহ-অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) ৷

ইতিমধ্যে, 13 ডিসেম্বর করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) কোভিড সংক্রমণ ধরা পড়েছে ৷ তিনি 8 ডিসেম্বর পরিচালক, নির্মাতা করণ জোহরের (Karan Johar) বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানে ছিলেন অমৃতা অরোরা, সীমা খান, মহীপ কাপুর ৷ তাঁদেরও করোনা পজিটিভ ধরা পড়েছে ৷ মহীপের মেয়ে সানায়া কাপুরও কোভিড সংক্রামিত হয়েছেন ৷ যদিও করণ জোহরের করোনা রিপোর্ট কোভিড নেগেটিভ এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.