মুম্বাই, 13 নভেম্বর: দূষণ নিয়ন্ত্রণে আরও কড়া হচ্ছে বিএমসি ৷ পৌর কমিশনার ইকবাল সিং চাহাল গত 25 অক্টোবর দৈনিক দূষণ প্রতিরোধের জন্য 27টি উদ্দেশ্য-সহ নির্দেশিকা জারি করেছিলেন। যেখানে বলা হয়েছিল, নির্মাণস্থলে দূষণ রোধ করতে 15 দিনের মধ্যে স্প্রিংকলার এবং 30 দিনের মধ্যে স্মোগগান স্থাপন করা বাধ্যতামূলক হবে। নির্দেশিকা অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে সাইটে স্মোগগান বসানো বাধ্যতামূলকও করা হয়েছিল। সেই 15 দিনের মেয়াদ শেষ হয়েছে। এবার সেই নির্দেশ পালন হচ্ছে কি না, তা কর্পোরেশনের টিম তদন্ত করে দেখবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে, বিএমসির আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে জোরদার ব্যবস্থা করবে বলেও খবর।
মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে দূষণের ক্রমবর্ধমান মাত্রা নিয়ন্ত্রণে বিএমসি এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছে ৷ নির্দেশিকা না মেনে নির্মাণ সাইট ও উন্নয়নের কাজ বন্ধেরও নোটিশ দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। বিএমসি এখন পর্যন্ত মুম্বইতে 278টি নির্মাণ এবং উন্নয়ন কাজ বন্ধ করার নোটিশ দিয়েছে। পৌর প্রশাসনের তরফে জানানো হয়েছে, দীপাবলির পরে দূষণ নিয়ন্ত্রণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি আরও জোরদার করা হবে। বিএমসি সান্তাক্রুজ, খার এবং ভান্দ্রে অংশ-সহ মালাড, মুলুন্ড, কান্দিভালিতে 62টিরও বেশি নির্মাণ সাইট এবং আরএমসি প্ল্যান্টের কাজ বন্ধ করার নোটিশ ইতিমধ্যেই জারি করেছে।
পৌর প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে, মুম্বইতে ছয় হাজারেরও বেশি নির্মাণ সাইট রয়েছে। বিএমসি-র দল এখনও পর্যন্ত প্রায় 90 শতাংশ সাইট ঘুরে দেখেছে ৷ 190 টি নির্মাণ ও উন্নয়নের কাজে নোটিশও জারি করা হয়েছে। একই সঙ্গে নোটিশ জারি করে বিএমসি জানিয়েছে নির্দেশিকাগুলি 24 ঘন্টার মধ্যে অনুসরণ করতে হবে। এই পর্যন্ত কর্পোরেশনের অধীনে দুই হাজার 900 টিরও বেশি নোটিশ জারি করা হয়েছে। এছাড়া 278 জনকে কাজ বন্ধ করার নোটিশও জারি করা হয়েছে। এদিকে কর্পোরেশনের জারি করা নিয়ম যাতে মানা হয়, তার জন্য 24 টি প্রশাসনিক বিভাগের সহকারী কমিশনার নিয়োগ করা হয়েছে।
পাশাপাশি দুটি বিভাগের মধ্যে একজন প্রকৌশলী, একজন পুলিশ, একজন মার্শাল, একজন যানবাহন পরিদর্শক-সহ বিভাগীয় অফিসের একজন ঊর্ধ্বতন আধিকারিককেও নিয়োগ করা হয়েছে ৷ ছোট বিভাগে দুটি, মাঝারি বিভাগে চারটি এবং বড় বিভাগে ছয়টি সহকারী দল গঠন করা হয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে কর্মস্থলও পরিদর্শন করবে তারা ৷ এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশিকা অনুসরণ করার জন্য কর্মক্ষেত্রে লিখিত নির্দেশিকাও দেওয়া হচ্ছে বলে খবর।
আরও পড়ুন:
আসন্ন শীতে কোভিডের ফিরে আসা রুখতে সতর্কতা জারি চিনে
খেলতে গিয়ে পুকুরে নামতেই এক মুহূর্তে শেষ! জলে ডুবে প্রাণ গেল পাঁচ শিশুর