কলকাতা 3 ডিসেম্বর : আসন্ন কলকাতা পৌরসভা নির্বাচনে থাকছে সশস্ত্র রাজ্য পুলিশই । শুক্রবার এমনটাই জানা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে । আগামী কাল কমিশনে জমা পড়বে নির্বাচন সংক্রান্ত সিকিউরিটির ব্লু প্রিন্ট । তারপরেই বিস্তারিত আলোচনা হবে এই বিষয়ে (Blue print of security in kmc election will be given to the commission tomorrow ) ।
আজ যুগ্ম কমিশনার সদরের সঙ্গে বৈঠকে বসেন কমিশনার । আগামীকাল কমিশনে জমা পড়বে নির্বাচন সম্পর্কিত নিরাপত্তার নীল নকশা । তার ভিত্তিতেই সোমবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন । আজ এমনটাই জানা গেছে নির্বাচন কমিশনের তরফে । নির্বাচনের জন্য যে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে না, তেমনটাই ইঙ্গিত মিলেছে । রবিবার দক্ষিণ 24 পরগনার জেলাশাসকের সঙ্গে নিরাপত্তা সম্পর্কিত বৈঠক হবে । আগামী সোমবার রয়েছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা ও ফোর্স মোতায়েন থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত আরও বিষয় নিয়ে আলোচনা ।
আরও পড়ুন : কবে ও কত দফায় ভোট করাতে পারবে কমিশন ? প্রশ্ন আদালতের
তবে কমিশনের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পৌরভোট করানো হবে না । ভোট করানো হবে রাজ্য পুলিশ দিয়েই । অন্যদিকে গতকাল রাজ্যপাল জগদীপ ধনকর (Governor Jagdeep Dhankhar) নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে টুইট করেছেন । তবে সূত্রের খবর এই বিষয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন না কমিশনার । কারণ রাজভবন থেকে তাঁর কাছে রাজ্যপালের সঙ্গে দেখা করার কোনও নির্দেশ আসেনি।