ETV Bharat / bharat

দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের তদন্তে এনআইএ, সিসিটিভিতে খোঁজ 2 সন্দেহভাজনের - এনআইএ

Blast near Israel Embassy in Delhi: সূত্রগুলি নিশ্চিত করেছে যে, ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূতকে সম্বোধন করা একটি টাইপ করা চিঠি-সহ সম্ভাব্য প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে ৷ চিঠির বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা হলে কর্মকর্তারা বিস্তারিত জানাতে চাননি ৷

Blast near Israel Embassy in Delhi
ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের তদন্তে এনআইএ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 1:59 PM IST

Updated : Dec 27, 2023, 2:42 PM IST

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: মঙ্গলবার নয়াদিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে যে কম-তীব্রতার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার তদন্ত শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দিল্লি স্পেশাল সেল এবং ডগ স্কোয়াড-সহ এনআইএ আধিকারিকদের একটি দল বুধবার সকালেই ইজরায়েলি দূতাবাসে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে । বুধবার একজন কর্মকর্তা জানান, ঘটনার আগে দুজন সন্দেহভাজনকে ঘটনাস্থলে ঘুরতে দেখা গিয়েছে ।

সূত্রের দাবি, "সিসিটিভি ক্যামেরা স্ক্যান করার সময় দুই সন্দেহভাজনকে দেখা গিয়েছে ৷ তাঁদের মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলের কাছাকাছি ঘোরাফেরা করতে দেখা যায় ৷" তাঁরা আরও জানিয়েছেন যে, সন্দেহভাজন দু'জনকে সনাক্ত করতে এলাকার ক্যামেরাগুলি স্ক্যান করা হচ্ছে । এ দিকে, পুলিশ পাহাড়গঞ্জের চাবাদ হাউসের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যেখানে বিপুল সংখ্যক ইজরায়েলি বসবাস করেন । মঙ্গলবার চাণক্যপুরীতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটার পরই, জরুরি ভিত্তিতে দিল্লির নিরাপত্তা সংস্থাগুলিকে তৎপর হতে বলা হয়েছে ৷

একটি বিস্তৃত অনুসন্ধান অভিযানের পরে সূত্রগুলি নিশ্চিত করেছে যে, ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূতের উদ্দেশে লেখা একটি টাইপ করা চিঠি-সহ সম্ভাব্য প্রমাণ পাওয়া গিয়েছে । চিঠির বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা হলে কর্মকর্তারা বিস্তারিত জানাতে চাননি । দিল্লি দমকল জানিয়েছে, "বিকাল 5:45-এ দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ দমকলের একটি ইঞ্জিন অবিলম্বে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল ৷"

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার বিকেল 5টা 53 মিনিটে একটি পিসিআর কলে জানানো হয় যে, ইজরায়েল দূতাবাসের পিছনের দিক থেকে একটি বিকট শব্দ শোনা গিয়েছে । ঘটনাস্থলের সংবেদনশীলতা এবং একটি বিস্ফোরণের মতো শব্দের খবর পেয়েই ডগ স্কোয়াড, ক্রাইম টিম এবং দিল্লি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে ঘটনাস্থলে পাঠানো হয় ৷ দিল্লি পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন ।

তিনি বলেন, "পরবর্তীতে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে । বিশেষজ্ঞরা স্থানটি পরীক্ষা করেছেন, সম্ভাব্য প্রমাণাদি সংগ্রহ করেছেন, যা এখন ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হচ্ছে ৷"

একইসঙ্গে, ইজরায়েলি দূতাবাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ৷ তাদের দাবি, দূতাবাস ভবনের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটেছে । যদিও দূতাবাসে উপস্থিত সব কর্মী ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ভারতে ইজরায়েলের মিশনের ডেপুটি চিফ ওহাদ নাকাশ কায়নার একটি ভিডিয়ো বিবৃতিতে বলেছেন, "আজ বিকাল 5টার কয়েক মিনিট পর, দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে । আমাদের সমস্ত কর্মী এবং কূটনীতিকরা নিরাপদে আছেন । আমাদের নিরাপত্তা দলগুলি স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করছে, এবং তারা বিষয়টি তদন্ত করবে ।"

একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে, তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং চাণক্যপুরীতে ইজরায়েল দূতাবাসের বাইরে ধোঁয়া লক্ষ্য করেছেন । তাঁর কথায়, "বিকেল 5টার দিকে, আমি যখন ডিউটিতে ছিলাম, তখন একটা টায়ার ফেটে যাওয়ার মতো বিকট শব্দ শুনতে পেলাম । বাইরে গিয়ে দেখি চত্বরের কাছে একটা গাছের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে । পুলিশ আমার জবানবন্দি রেকর্ড করেছে ৷"

আরও পড়ুন:

  1. দূতাবাসের অদূরে বিস্ফোরণ! ভারতে থাকা ইজরায়েলি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জেরুজালেমের
  2. নাগপুরে সৌর বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত 9
  3. সন্ধ্যায় ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ ! তল্লাশিতে যদিও মিলল না কিছুই

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: মঙ্গলবার নয়াদিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে যে কম-তীব্রতার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার তদন্ত শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দিল্লি স্পেশাল সেল এবং ডগ স্কোয়াড-সহ এনআইএ আধিকারিকদের একটি দল বুধবার সকালেই ইজরায়েলি দূতাবাসে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে । বুধবার একজন কর্মকর্তা জানান, ঘটনার আগে দুজন সন্দেহভাজনকে ঘটনাস্থলে ঘুরতে দেখা গিয়েছে ।

সূত্রের দাবি, "সিসিটিভি ক্যামেরা স্ক্যান করার সময় দুই সন্দেহভাজনকে দেখা গিয়েছে ৷ তাঁদের মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলের কাছাকাছি ঘোরাফেরা করতে দেখা যায় ৷" তাঁরা আরও জানিয়েছেন যে, সন্দেহভাজন দু'জনকে সনাক্ত করতে এলাকার ক্যামেরাগুলি স্ক্যান করা হচ্ছে । এ দিকে, পুলিশ পাহাড়গঞ্জের চাবাদ হাউসের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যেখানে বিপুল সংখ্যক ইজরায়েলি বসবাস করেন । মঙ্গলবার চাণক্যপুরীতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটার পরই, জরুরি ভিত্তিতে দিল্লির নিরাপত্তা সংস্থাগুলিকে তৎপর হতে বলা হয়েছে ৷

একটি বিস্তৃত অনুসন্ধান অভিযানের পরে সূত্রগুলি নিশ্চিত করেছে যে, ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূতের উদ্দেশে লেখা একটি টাইপ করা চিঠি-সহ সম্ভাব্য প্রমাণ পাওয়া গিয়েছে । চিঠির বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা হলে কর্মকর্তারা বিস্তারিত জানাতে চাননি । দিল্লি দমকল জানিয়েছে, "বিকাল 5:45-এ দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ দমকলের একটি ইঞ্জিন অবিলম্বে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল ৷"

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার বিকেল 5টা 53 মিনিটে একটি পিসিআর কলে জানানো হয় যে, ইজরায়েল দূতাবাসের পিছনের দিক থেকে একটি বিকট শব্দ শোনা গিয়েছে । ঘটনাস্থলের সংবেদনশীলতা এবং একটি বিস্ফোরণের মতো শব্দের খবর পেয়েই ডগ স্কোয়াড, ক্রাইম টিম এবং দিল্লি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে ঘটনাস্থলে পাঠানো হয় ৷ দিল্লি পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন ।

তিনি বলেন, "পরবর্তীতে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে । বিশেষজ্ঞরা স্থানটি পরীক্ষা করেছেন, সম্ভাব্য প্রমাণাদি সংগ্রহ করেছেন, যা এখন ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হচ্ছে ৷"

একইসঙ্গে, ইজরায়েলি দূতাবাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ৷ তাদের দাবি, দূতাবাস ভবনের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটেছে । যদিও দূতাবাসে উপস্থিত সব কর্মী ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ভারতে ইজরায়েলের মিশনের ডেপুটি চিফ ওহাদ নাকাশ কায়নার একটি ভিডিয়ো বিবৃতিতে বলেছেন, "আজ বিকাল 5টার কয়েক মিনিট পর, দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে । আমাদের সমস্ত কর্মী এবং কূটনীতিকরা নিরাপদে আছেন । আমাদের নিরাপত্তা দলগুলি স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করছে, এবং তারা বিষয়টি তদন্ত করবে ।"

একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে, তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং চাণক্যপুরীতে ইজরায়েল দূতাবাসের বাইরে ধোঁয়া লক্ষ্য করেছেন । তাঁর কথায়, "বিকেল 5টার দিকে, আমি যখন ডিউটিতে ছিলাম, তখন একটা টায়ার ফেটে যাওয়ার মতো বিকট শব্দ শুনতে পেলাম । বাইরে গিয়ে দেখি চত্বরের কাছে একটা গাছের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে । পুলিশ আমার জবানবন্দি রেকর্ড করেছে ৷"

আরও পড়ুন:

  1. দূতাবাসের অদূরে বিস্ফোরণ! ভারতে থাকা ইজরায়েলি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জেরুজালেমের
  2. নাগপুরে সৌর বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত 9
  3. সন্ধ্যায় ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ ! তল্লাশিতে যদিও মিলল না কিছুই
Last Updated : Dec 27, 2023, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.