ETV Bharat / bharat

Asaduddin Owaisi: সুরাতে ভোটের প্রচারে গিয়ে ওয়েইসি শুনলেন 'মোদি' স্লোগান, দেখানো হল কালো পতাকা - আসাদউদ্দিন ওয়েইসি

গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election 2022) সুরাতে প্রচারে গিয়ে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi) শুনতে হল 'মোদি মোদি' স্লোগান ৷ তাঁকে দেখানো হল কালো পতাকা (Black flag)৷

black-flags-shown-to-aimim-chief-asaduddin-owaisi-in-gujarats-surat
সুরাতে ভোটের প্রচারে গিয়ে ওয়েইসি শুনলেন 'মোদি' স্লোগান, দেখানো হল কালো পতাকা
author img

By

Published : Nov 14, 2022, 12:18 PM IST

সুরাত, 14 নভেম্বর: গুজরাতের সুরাতে একটি জনসভায় (Gujarat Assembly Election 2022) যোগ দিতে গেলে কালো পতাকা দেখানো হল এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi)৷ তাঁকে দেখে 'মোদি' 'মোদি' স্লোগান তুললেন উপস্থিত জনতার একাংশ ৷

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে রবিবার গুজরাত নির্বাচনের প্রচারে সুরাতে একটি জনসভায় যোগ দিতে গিয়েছিলেন ৷ সেখানেই তাঁরে দেখানো হয় কালো পতাকা (Black flag) এবং 'মোদি মোদি' স্লোগান সোলা হয় ৷

আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে সুরাত পূর্ব আসন থেকে দাঁড়ানো AIMIM প্রার্থীর পক্ষে প্রচার করতে গিয়েছিলেন ওয়েইসি । রবিবার সন্ধ্যায় প্রাক্তন বিধায়ক ওয়ারীশ পাঠানের সঙ্গে একটি সমাবেশে তাঁর বক্তব্য রাখার কথা ছিল । হায়দরাবাদের সাংসদ মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম দিয়ে স্লোগান দিতে শুরু করেন ৷ ওয়েইসির সফরের বিরোধিতা করে তাঁরা কালো পতাকা দেখাতে থাকেন ৷

গত সপ্তাহে এআইএমআইএমের একজন মুখপাত্র অভিযোগ করেছিলেন, বন্দে ভারত ট্রেনে তাঁদের দলের সভাপতি আসাদউদ্দিন ওয়েইসির সফরের সময় সেই ট্রেনে পাথর ছোড়া হয়েছিল । তবে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে অস্বীকার করে পুলিশ ।

আরও পড়ুন: বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিতে কেন্দ্রকে তোপ ওয়েইসির

গুজরাতে 1 এবং 5 ডিসেম্বরে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে ৷ 182 সদস্যের রাজ্য বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে মনে করা হয়েছে ৷

এআইএমআইএম ভোটের ময়দানে থাকা ছোট দলগুলির মধ্যে একটি । দলটি সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে এবং আরও প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে ।

সুরাত, 14 নভেম্বর: গুজরাতের সুরাতে একটি জনসভায় (Gujarat Assembly Election 2022) যোগ দিতে গেলে কালো পতাকা দেখানো হল এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi)৷ তাঁকে দেখে 'মোদি' 'মোদি' স্লোগান তুললেন উপস্থিত জনতার একাংশ ৷

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে রবিবার গুজরাত নির্বাচনের প্রচারে সুরাতে একটি জনসভায় যোগ দিতে গিয়েছিলেন ৷ সেখানেই তাঁরে দেখানো হয় কালো পতাকা (Black flag) এবং 'মোদি মোদি' স্লোগান সোলা হয় ৷

আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে সুরাত পূর্ব আসন থেকে দাঁড়ানো AIMIM প্রার্থীর পক্ষে প্রচার করতে গিয়েছিলেন ওয়েইসি । রবিবার সন্ধ্যায় প্রাক্তন বিধায়ক ওয়ারীশ পাঠানের সঙ্গে একটি সমাবেশে তাঁর বক্তব্য রাখার কথা ছিল । হায়দরাবাদের সাংসদ মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম দিয়ে স্লোগান দিতে শুরু করেন ৷ ওয়েইসির সফরের বিরোধিতা করে তাঁরা কালো পতাকা দেখাতে থাকেন ৷

গত সপ্তাহে এআইএমআইএমের একজন মুখপাত্র অভিযোগ করেছিলেন, বন্দে ভারত ট্রেনে তাঁদের দলের সভাপতি আসাদউদ্দিন ওয়েইসির সফরের সময় সেই ট্রেনে পাথর ছোড়া হয়েছিল । তবে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে অস্বীকার করে পুলিশ ।

আরও পড়ুন: বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিতে কেন্দ্রকে তোপ ওয়েইসির

গুজরাতে 1 এবং 5 ডিসেম্বরে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে ৷ 182 সদস্যের রাজ্য বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে মনে করা হয়েছে ৷

এআইএমআইএম ভোটের ময়দানে থাকা ছোট দলগুলির মধ্যে একটি । দলটি সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে এবং আরও প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.