ETV Bharat / bharat

ধৃত বিজেপি নেতা বেআইনি বাংলাদেশি শরণার্থী, সরব কংগ্রেস - বেআইনি বাংলাদেশি শরণার্থী

মুম্বইয়ে গ্রেপ্তার হয়েছিলেন বেআইনি বাংলাদেশি শরণার্থী। তিনি আসলে স্থানীয় বিজেপি নেতা। এ কথা প্রকাশ্যে আসতেই এ নিয়ে সরব হয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র সচিন সাওয়ান্ত টুইটে লিখেছেন, ''সিএএ-তে কি বিজেপি নেতাদের জন্য বিশেষ কোনও ব্যবস্থা রেখেছেন অমিত শাহ?''

BJP Worker Rubel Sheikh Arrested As Illegal Bangladeshi Immigrant
ধৃত বিজেপি নেতা বেআইনি বাংলাদেশি শরণার্থী, সরব কংগ্রেস
author img

By

Published : Feb 21, 2021, 7:44 AM IST

Updated : Feb 21, 2021, 9:24 AM IST

মুম্বই, 21 ফেব্রুয়ারি: মুম্বইয়ে বেআইনি বাংলাদেশি শরণার্থী হিসেবে গ্রেপ্তার হওয়া যুবক স্থানীয় বিজেপি নেতা। এ কথা প্রকাশ্যে আসার পরই গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না কংগ্রেস। দলের মুখপাত্র সচিন সাওয়ান্ত টুইটে লিখেছেন, ''নাগরিকত্ব সংশোধনী আইনে কি বিজেপি নেতাদের জন্য বিশেষ কোনও ব্যবস্থা রেখেছেন অমিত শাহ?''

পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ভারতে বসবাসকারী রুবেল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জাল নথিপত্র মিলেছে। সে বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করছে পুলিশ। শনিবার বিজেপি সাংসদ গোপাল শেট্টির সঙ্গে ধৃত যুবকের একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখান থেকে জানা যায় যে, সে উত্তর মুম্বইয়ের সংখ্যালঘু সেলের প্রধান।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সরব হয়েছে কংগ্রেস। বেআইনি বাংলাদেশি শরণার্থীদের দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া বিজেপির উদ্দেশে কংগ্রেসের সচিন সাওয়ান্ত টুইটে লিখেছেন, ''উত্তর মুম্বই বিজেপির সংখ্যালঘু সেলের প্রধান আসলে বাংলাদেশি। বিজেপিকে প্রশ্ন করতে চাই, এটাই কি সংঘ জিহাদ? বিজেপির জন্য সিএএ-তে কি বিশেষ কোনও ব্যবস্থা রাখা হয়েছে? দেশের জন্য একটা আইন, আর বিজেপির জন্য আর একটা?''

আরও পড়ুন: তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার 4 বিজেপি কর্মী

তবে এ ব্যাপারে বিজেপির সাফাই, যে বাংলাদেশিরা বেআইনিভাবে ভারতে থাকছেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপি সাংসদ শেট্টি এই বিতর্ককে ধামাচাপা দিতে বলেছেন, ''আমাদের সংখ্যালঘু সেলে নেওয়া হয়েছিল রুবেল শেখকে । তিনি আমার সঙ্গে একটি ছবি তুলেছিলেন । অনেকেই সেটা করে থাকেন। তবে আমি মনে করি, কেউ কোনও অন্যায় করে থাকলে, তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত । এ ধরনের লোকেদের বিরুদ্ধে আমি নিজে পুলিশকে খবর দিই।'' এ ব্যাপারে কংগ্রেসের স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বলেও কটাক্ষ করেন শেট্টি।

মুম্বই, 21 ফেব্রুয়ারি: মুম্বইয়ে বেআইনি বাংলাদেশি শরণার্থী হিসেবে গ্রেপ্তার হওয়া যুবক স্থানীয় বিজেপি নেতা। এ কথা প্রকাশ্যে আসার পরই গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না কংগ্রেস। দলের মুখপাত্র সচিন সাওয়ান্ত টুইটে লিখেছেন, ''নাগরিকত্ব সংশোধনী আইনে কি বিজেপি নেতাদের জন্য বিশেষ কোনও ব্যবস্থা রেখেছেন অমিত শাহ?''

পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ভারতে বসবাসকারী রুবেল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জাল নথিপত্র মিলেছে। সে বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করছে পুলিশ। শনিবার বিজেপি সাংসদ গোপাল শেট্টির সঙ্গে ধৃত যুবকের একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখান থেকে জানা যায় যে, সে উত্তর মুম্বইয়ের সংখ্যালঘু সেলের প্রধান।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সরব হয়েছে কংগ্রেস। বেআইনি বাংলাদেশি শরণার্থীদের দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া বিজেপির উদ্দেশে কংগ্রেসের সচিন সাওয়ান্ত টুইটে লিখেছেন, ''উত্তর মুম্বই বিজেপির সংখ্যালঘু সেলের প্রধান আসলে বাংলাদেশি। বিজেপিকে প্রশ্ন করতে চাই, এটাই কি সংঘ জিহাদ? বিজেপির জন্য সিএএ-তে কি বিশেষ কোনও ব্যবস্থা রাখা হয়েছে? দেশের জন্য একটা আইন, আর বিজেপির জন্য আর একটা?''

আরও পড়ুন: তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার 4 বিজেপি কর্মী

তবে এ ব্যাপারে বিজেপির সাফাই, যে বাংলাদেশিরা বেআইনিভাবে ভারতে থাকছেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপি সাংসদ শেট্টি এই বিতর্ককে ধামাচাপা দিতে বলেছেন, ''আমাদের সংখ্যালঘু সেলে নেওয়া হয়েছিল রুবেল শেখকে । তিনি আমার সঙ্গে একটি ছবি তুলেছিলেন । অনেকেই সেটা করে থাকেন। তবে আমি মনে করি, কেউ কোনও অন্যায় করে থাকলে, তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত । এ ধরনের লোকেদের বিরুদ্ধে আমি নিজে পুলিশকে খবর দিই।'' এ ব্যাপারে কংগ্রেসের স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বলেও কটাক্ষ করেন শেট্টি।

Last Updated : Feb 21, 2021, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.