ETV Bharat / bharat

Shootout: প্রয়াগরাজে বাড়ির বাইরে শৌচকর্ম সারতে গিয়ে গুলিবিদ্ধ বিজেপি কর্মী - Crime

গভীর রাতে কে বা কারা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয় । তবে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ । সম্পত্তি কেনাবেচা নিয়ে সম্প্রতি ঝামেলায় জড়ান অজয় । তার জেরেই এই হামলা বলে সন্দেহ পুলিশের ।

BJP worker attacked with bullets in Prayagraj over alleged enmity regarding property deal
প্রতীকী চিত্র ।
author img

By

Published : Nov 9, 2021, 4:31 PM IST

প্রয়াগরাজ, 9 নভেম্বর: গভীর রাতে গুলির শব্দে কেঁপে উঠল প্রয়াগরাজ । হামলা চালানো হল এক বিজেপি কর্মীর উপরে । গুলিবিদ্ধ ওই বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক । হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ।

সোমবার গভীর রাতে প্রয়াগরাজের ফাফামউ থানার অন্তর্গত লেহরা গ্রামে এই ঘটনা ঘটে । জখম বিজেপি কর্মীর নাম অজয় শর্মা । বিজেপির কিসান মোর্চার জেলা সহ-সভাপতি তিনি । একই সঙ্গে সম্পত্তি কেনাবেচার সঙ্গেও যুক্ত ।

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: লখিমপুরে গুলি মন্ত্রীর ছেলের রিভলবার থেকেই, উল্লেখ ফরেনসিক রিপোর্টে

পরিবার সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে শৌচকর্ম সারতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন অজয় । সেই সময় মুখোশ পরা কিছু দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়েন । শৌচকর্ম সেরে বাড়িতে ঢুকতে যাওয়ার সময়ই অজয়কে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ।

অজয়ের পেটে, কাঁধে এবং হাতে গুলি লাগে । গুলির শব্দে ছুটে আসেন পরিবারের লোকজন এবং পাড়া-প্রতিবেশী । কিন্তু ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজয়কে । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।

আরও পড়ুন: Mumbai : ‘প্রমাণ’ হাতে নবাবের দাউদ-যোগের দাবি ফড়নবীশের, পাল্টা হাইড্রোজেন বোমার হুঁশিয়ারি নবাবের

গভীর রাতে কে বা কারা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয় । তবে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ । সম্পত্তি কেনাবেচা নিয়ে সম্প্রতি ঝামেলায় জড়ান অজয় । তার জেরেই এই হামলা বলে সন্দেহ পুলিশের ।

প্রয়াগরাজ, 9 নভেম্বর: গভীর রাতে গুলির শব্দে কেঁপে উঠল প্রয়াগরাজ । হামলা চালানো হল এক বিজেপি কর্মীর উপরে । গুলিবিদ্ধ ওই বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক । হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ।

সোমবার গভীর রাতে প্রয়াগরাজের ফাফামউ থানার অন্তর্গত লেহরা গ্রামে এই ঘটনা ঘটে । জখম বিজেপি কর্মীর নাম অজয় শর্মা । বিজেপির কিসান মোর্চার জেলা সহ-সভাপতি তিনি । একই সঙ্গে সম্পত্তি কেনাবেচার সঙ্গেও যুক্ত ।

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: লখিমপুরে গুলি মন্ত্রীর ছেলের রিভলবার থেকেই, উল্লেখ ফরেনসিক রিপোর্টে

পরিবার সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে শৌচকর্ম সারতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন অজয় । সেই সময় মুখোশ পরা কিছু দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়েন । শৌচকর্ম সেরে বাড়িতে ঢুকতে যাওয়ার সময়ই অজয়কে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ।

অজয়ের পেটে, কাঁধে এবং হাতে গুলি লাগে । গুলির শব্দে ছুটে আসেন পরিবারের লোকজন এবং পাড়া-প্রতিবেশী । কিন্তু ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজয়কে । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।

আরও পড়ুন: Mumbai : ‘প্রমাণ’ হাতে নবাবের দাউদ-যোগের দাবি ফড়নবীশের, পাল্টা হাইড্রোজেন বোমার হুঁশিয়ারি নবাবের

গভীর রাতে কে বা কারা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয় । তবে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ । সম্পত্তি কেনাবেচা নিয়ে সম্প্রতি ঝামেলায় জড়ান অজয় । তার জেরেই এই হামলা বলে সন্দেহ পুলিশের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.