ETV Bharat / bharat

New Parliament Building: বিজেপি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বদলে দেবে, অভিযোগ নীতীশের

author img

By

Published : May 27, 2023, 7:54 PM IST

বিজেপি ভারতের স্বাধীনতার ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন নীতীশ কুমার ৷ সেই কারণেই আগামিকাল নয়া সংসদ ভবনের উদ্বোধনে তিনি থাকবেন না বলে জানিয়েছেন ৷ পাশাপাশি, রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন নীতীশ ৷

New Parliament Building ETV BHARAT
New Parliament Building

পটনা, 27 মে: নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর অভিযোগ, ভারতের ইতিহাস বদলে দিতেই এই নয়া সংসদ ভবন তৈরি করা হয়েছে ৷ তাই নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না ৷ এমনকি নয়া সংসদ ভবনের কোনও প্রয়োজনীয়তা ছিল না বলে মনে করেন নীতীশ ৷ তাঁর মতে, স্বাধীনতার পর যেখান থেকে ভারতের উন্নতির কাজ শুরু হয়েছিল, সেই সংসদ ভবনকে আরও বিকশিত করা উচিত ছিল ৷ পাশাপাশি, নীতি আয়োগের বৈঠকে না যাওয়া নিয়েও বিহারের মুখ্যমন্ত্রী জানান, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ার কারণেই, তিনি এই বৈঠক বয়কট করেছেন ৷

28 মে দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্য়মন্ত্রী এবং বিরোধী দলের নেতারা ৷ আর এই ইস্যুতে এবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ইতিহাস বদলে দেওয়ার অভিযোগ করলেন, একসময় এনডিএ জোটের সঙ্গী নীতীশ কুমার ৷ তিনি প্রশ্ন তুলেছেন, নতুন সংসদ ভবনের কোনও প্রয়োজন কী আদৌ ছিল ? তাঁরা শুরু থেকেই এই নয়া সংসদ ভবন তৈরির বিরুদ্ধে ছিলেন ৷

বিহারের মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘স্বাধীনতার পর যেখান থেকে দেশের বিকাশের কাজ শুরু হয়েছিল, সেই সংসদ ভবনকে আরও বিকশিত করা প্রয়োজন ছিল ৷ নতুন করে এই ভবন তৈরির কোনও প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না ৷ এরা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বদলে দেবে ৷ আমরা সকলে বিশ্বাস করি যে, দেশের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ ৷’’

আরও পড়ুন: নয়া সংসদের ভবনের উদ্বোধন নিয়ে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নীতি আয়োগের বৈঠক বয়কট নিয়ে নীতীশের যুক্তি, তিনি মনে করেননি সেখানে গিয়ে কোনও লাভ হবে ৷ আর আগামিকালের অনুষ্ঠান (সংসদ ভবনের উদ্বোধন)-এর কোনও অর্থ নেই বলেই মনে করেন নীতীশ কুমার ৷ তিনি বলেন, ‘‘এতগুলো বছর ধরে সরকার চলছে ৷ কারও মনে হয়নি সংসদ ভবন পালটাতে হবে ৷ আজ এরা এসেছে ইতিহাস মুছে দেওয়ার জন্য ৷

পটনা, 27 মে: নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর অভিযোগ, ভারতের ইতিহাস বদলে দিতেই এই নয়া সংসদ ভবন তৈরি করা হয়েছে ৷ তাই নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না ৷ এমনকি নয়া সংসদ ভবনের কোনও প্রয়োজনীয়তা ছিল না বলে মনে করেন নীতীশ ৷ তাঁর মতে, স্বাধীনতার পর যেখান থেকে ভারতের উন্নতির কাজ শুরু হয়েছিল, সেই সংসদ ভবনকে আরও বিকশিত করা উচিত ছিল ৷ পাশাপাশি, নীতি আয়োগের বৈঠকে না যাওয়া নিয়েও বিহারের মুখ্যমন্ত্রী জানান, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ার কারণেই, তিনি এই বৈঠক বয়কট করেছেন ৷

28 মে দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্য়মন্ত্রী এবং বিরোধী দলের নেতারা ৷ আর এই ইস্যুতে এবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ইতিহাস বদলে দেওয়ার অভিযোগ করলেন, একসময় এনডিএ জোটের সঙ্গী নীতীশ কুমার ৷ তিনি প্রশ্ন তুলেছেন, নতুন সংসদ ভবনের কোনও প্রয়োজন কী আদৌ ছিল ? তাঁরা শুরু থেকেই এই নয়া সংসদ ভবন তৈরির বিরুদ্ধে ছিলেন ৷

বিহারের মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘স্বাধীনতার পর যেখান থেকে দেশের বিকাশের কাজ শুরু হয়েছিল, সেই সংসদ ভবনকে আরও বিকশিত করা প্রয়োজন ছিল ৷ নতুন করে এই ভবন তৈরির কোনও প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না ৷ এরা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বদলে দেবে ৷ আমরা সকলে বিশ্বাস করি যে, দেশের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ ৷’’

আরও পড়ুন: নয়া সংসদের ভবনের উদ্বোধন নিয়ে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নীতি আয়োগের বৈঠক বয়কট নিয়ে নীতীশের যুক্তি, তিনি মনে করেননি সেখানে গিয়ে কোনও লাভ হবে ৷ আর আগামিকালের অনুষ্ঠান (সংসদ ভবনের উদ্বোধন)-এর কোনও অর্থ নেই বলেই মনে করেন নীতীশ কুমার ৷ তিনি বলেন, ‘‘এতগুলো বছর ধরে সরকার চলছে ৷ কারও মনে হয়নি সংসদ ভবন পালটাতে হবে ৷ আজ এরা এসেছে ইতিহাস মুছে দেওয়ার জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.