ওয়ানাড়, 13 অগস্ট: আদিবাসীদের 'বনবাসী' বলে আখ্যা দিয়ে তাঁদের জঙ্গলের মধ্যেই আটকে রাখতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ ফের এমনই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, এই ভাবে আদিবাসী সম্প্রদায়ের জমির মালিক হিসেবে অধিকার অস্বীকার করতে চাইছে কেন্দ্র ৷
দিনকয়েক আগে রাজস্থানের একটি দলীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়েও এই একই অভিযোগ করেছিলেন ওয়েনাড়ের সাংসদ ৷ সেখানে তিনি বলেছিলেন, বিজেপি আদিবাসী সম্প্রদায়কে আদিবাসীর পরিবর্তে 'বনবাসী' বলে অপমান করেছে এবং তাদের বনভূমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার জন্য কেড়ে নিতে চাইছে ৷ এ বার নিজের সংসদ এলাকা ওয়ানাড়ের মানানথাবাদি এলাকায় নল্লুরনাদে ডক্টর আম্বেদকর জেলা মেমোরিয়াল ক্যান্সার সেন্টারে একটি অনুষ্ঠানে রাহুল সেই একই কথার উত্থাপন করে বলেন, আদিবাসীদের বনবাসী বলার পিছনে একটি 'বিকৃত যুক্তি' রয়েছে ।
রাহুলের অভিযোগ, "আপনারা (আদিবাসীরা) জমির আসল মালিক এটা অস্বীকার করা এবং আপনাদের জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ করে রাখা ৷ আপনি জঙ্গলেরই মানুষ এবং জঙ্গল ছেড়ে আপনাদের যাওয়া উচিত নয় ৷"
রাগার মতে, এই মতাদর্শটি তাঁর দলের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ বনবাসী শব্দটি আদিবাসী সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের একটি 'বিকৃতি' এবং দেশের সঙ্গে তাঁদের সম্পর্কের প্রতি 'আক্রমণ'। তিনি বলেন, "আমাদের (কংগ্রেস) জন্য আপনারা আদিবাসী, জমির আসল মালিক ৷"
রাহুল আরও বলেন যে, আদিবাসীরা যেহেতু জমির আসল মালিক, তাই তাঁদের জমি এবং বনের অধিকার দেওয়া উচিত এবং "তাঁদের যা খুশি তাই করার কল্পনা করার অনুমতি দেওয়া উচিত ৷ তাঁদের শিক্ষা, চাকরি, পেশা ইত্যাদির সমস্ত সুযোগ দেওয়া উচিত, যা দেশের অন্য সবাইকে দেওয়া হয় । আপনাদের (আদিবাসীদের) সীমাবদ্ধ বা শ্রেণিবদ্ধ করা উচিত নয় । সমগ্র গ্রহটি আপনার জন্য উন্মুক্ত হওয়া উচিত ৷"
রাহুলের মতে, আধুনিক সমাজ বন পুড়িয়ে এবং দূষণ ঘটিয়ে 'পরিবেশ' ও 'পরিবেশ সুরক্ষা' শব্দগুলো ফ্যাশনে পরিণত করেছে । যদিও আদিবাসীরা হাজার বছর ধরে পরিবেশ রক্ষার কথা বলে আসছে । রাহুল বলেন, "সুতরাং আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ৷"
আরও পড়ুন: ওয়ানাড়ে গেলেন রাহুল, স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি
আজ সন্ধ্যায় কোদেনচেরির সেন্ট জোসেফ হাইস্কুল অডিটোরিয়ামে কমিউনিটি ডিজেবিলিটি ম্যানেজমেন্ট সেন্টার (সিডিএমসি) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে কোঝিকোড় জেলায় যাবেন রাহুল । এর পরে রাত 10.30 টার দিকে, কালীকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে । সাংসদ পদ ফিরে পাওয়ার পর শনিবার প্রথম দুদিনের সফরে কেরলে যান রাহুল গান্ধি ৷