ETV Bharat / bharat

BJP : পঞ্জাব কংগ্রেসের সংকটের জন্য দায়ী রাহুল, অভিযোগ বিজেপির

পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে তিন মাসের মধ্যে পদত্যাগ করেছেন নভজ্যোত সিং সিধু ৷ এর জেরে ওই কংগ্রেসের সংকট তৈরি হয়েছে ৷ পুরো পরিস্থিতির দায় রাহুলের ঘাড়ে চাপাল বিজেপি ৷

bjp-targets-rahul-gandhi-says-congress-scion-responsible-for-punjab-crises
BJP : পঞ্জাব কংগ্রেসের সংকটের জন্য দায়ী রাহুল, অভিযোগ বিজেপির
author img

By

Published : Sep 29, 2021, 8:59 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : পঞ্জাব কংগ্রেসে সংকট তৈরি হয়েছে ৷ বুধবার এর দায় কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধির উপর চাপাল বিজেপি ৷ বিজেপির মতে, পঞ্জাবের সংকট আসলে রাহুল গান্ধির নেতৃত্বের ‘অসাধারণ ব্যর্থতা’র নজির ৷

এদিন এই নিয়ে বিজেপির তরফে এক সাংবাদিক বৈঠক করেন দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ৷ তিনি বলেন, ‘‘আমরা সবাই দেখতে পাচ্ছি যে পঞ্জাবের অবস্থা ঠিক কী ৷ সেখানকার রাজনৈতিক উত্তেজনা চিন্তা বাড়াচ্ছে ৷ কারণ, পঞ্জাব সীমান্তবর্তী রাজ্য ৷ জাতীয় নিরাপত্তার স্বার্থে পঞ্জাবে স্থিতিশীল পরিস্থিতি খুবই জরুরি ৷’’

আরও পড়ুন : Kapil Sibal-Ghulam Nabi Azad : দলকে আত্মদর্শনের পরামর্শ কপিলের, বৈঠকের আর্জি জানিয়ে সোনিয়াকে চিঠি আজাদের

তাঁর মতে, এই সংকট রাহুল গান্ধির নেতৃত্বের অসাধারণ ব্যর্থতার জন্য হয়েছে ৷ আর কংগ্রেস সেটাকে আড়াল করতে চাইছে ৷

প্রসঙ্গত, গত 18 জুলাই পঞ্জাবের কংগ্রেস সভাপতি করা হয় নভজ্যোত সিং সিধুকে ৷ তার পর থেকেই সেখানে কংগ্রেসের অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে ৷ সিধু অনুগামীরা বিদ্রোহ করেন ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Amit-Amarinder Meet : বৈঠকের জল্পনা খারিজ করেও অমিত সাক্ষাতে অমরিন্দর

এই পরিস্থিতি চলতি মাসের শুরুতে ইস্তফা দেন অমরিন্দর সিং ৷ মুখ্যমন্ত্রী করা হয় চরণজিৎ সিং চন্নিকে ৷ এমনকী, কয়েকমাস পর ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে সিধুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াই হবে বলে ঘোষণা করা হয় ৷

তার পর পরিস্থিতি আবার ঘোরালো হয়ে ওঠে ৷ ফের বিদ্রোহ শুরু হয় ৷ এরই মধ্যে গতকাল, মঙ্গলবার পদত্যাগ করেন সিধু ৷ যদিও তাঁর পদত্যাগ এখনও গ্রহণ করেনি কংগ্রেস হাই কম্যান্ড ৷ সিধুর সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Congress-TMC : কেন বিজেপিকে এতদিন নিশ্চিন্তে থাকতে দিয়েছ, কংগ্রেসকে প্রশ্ন তৃণমূলের

কিন্তু সংকট কমার বদলে ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ আর সেই দেখে বিজেপিও আসরে নেমে পড়েছে কংগ্রেস ও রাহুল গান্ধিকে কটাক্ষ করার জন্য ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর : পঞ্জাব কংগ্রেসে সংকট তৈরি হয়েছে ৷ বুধবার এর দায় কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধির উপর চাপাল বিজেপি ৷ বিজেপির মতে, পঞ্জাবের সংকট আসলে রাহুল গান্ধির নেতৃত্বের ‘অসাধারণ ব্যর্থতা’র নজির ৷

এদিন এই নিয়ে বিজেপির তরফে এক সাংবাদিক বৈঠক করেন দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ৷ তিনি বলেন, ‘‘আমরা সবাই দেখতে পাচ্ছি যে পঞ্জাবের অবস্থা ঠিক কী ৷ সেখানকার রাজনৈতিক উত্তেজনা চিন্তা বাড়াচ্ছে ৷ কারণ, পঞ্জাব সীমান্তবর্তী রাজ্য ৷ জাতীয় নিরাপত্তার স্বার্থে পঞ্জাবে স্থিতিশীল পরিস্থিতি খুবই জরুরি ৷’’

আরও পড়ুন : Kapil Sibal-Ghulam Nabi Azad : দলকে আত্মদর্শনের পরামর্শ কপিলের, বৈঠকের আর্জি জানিয়ে সোনিয়াকে চিঠি আজাদের

তাঁর মতে, এই সংকট রাহুল গান্ধির নেতৃত্বের অসাধারণ ব্যর্থতার জন্য হয়েছে ৷ আর কংগ্রেস সেটাকে আড়াল করতে চাইছে ৷

প্রসঙ্গত, গত 18 জুলাই পঞ্জাবের কংগ্রেস সভাপতি করা হয় নভজ্যোত সিং সিধুকে ৷ তার পর থেকেই সেখানে কংগ্রেসের অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে ৷ সিধু অনুগামীরা বিদ্রোহ করেন ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : Amit-Amarinder Meet : বৈঠকের জল্পনা খারিজ করেও অমিত সাক্ষাতে অমরিন্দর

এই পরিস্থিতি চলতি মাসের শুরুতে ইস্তফা দেন অমরিন্দর সিং ৷ মুখ্যমন্ত্রী করা হয় চরণজিৎ সিং চন্নিকে ৷ এমনকী, কয়েকমাস পর ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে সিধুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াই হবে বলে ঘোষণা করা হয় ৷

তার পর পরিস্থিতি আবার ঘোরালো হয়ে ওঠে ৷ ফের বিদ্রোহ শুরু হয় ৷ এরই মধ্যে গতকাল, মঙ্গলবার পদত্যাগ করেন সিধু ৷ যদিও তাঁর পদত্যাগ এখনও গ্রহণ করেনি কংগ্রেস হাই কম্যান্ড ৷ সিধুর সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Congress-TMC : কেন বিজেপিকে এতদিন নিশ্চিন্তে থাকতে দিয়েছ, কংগ্রেসকে প্রশ্ন তৃণমূলের

কিন্তু সংকট কমার বদলে ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ আর সেই দেখে বিজেপিও আসরে নেমে পড়েছে কংগ্রেস ও রাহুল গান্ধিকে কটাক্ষ করার জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.